নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

দুবাইয়ের(DUBAI) কিছু মজার তথ্য: ২য় পর্ব

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪

বিশ্বের ৫ টি সেফ সিটির মধ্যে দুবাই একটি। এবার চলুন কিছু মজার তথ্য জেনে নেই :)

সচারেচর যে নিয়ম ভাঙ্গলে জরিমানা গুনতে হয় :



* ট্রেনে উঠে আপনার ঘুমানোর অভ্যাস আছে। দুবাইয়ে আসলে সেটা অবশ্যই ভুলে যান, দুবাই মেট্রোতে ঘুমিয়ে পড়লে ৩০০ দিরহাম ফাইন গুনতে হতে পারে।

* দুবাই মেট্রো স্টেশনে পানাহার(নিদ্ধিষ্ট স্থান ব্যতিত) করলে ২০০ দিরহাম জরিমানা।

* দুবাই মেট্রো বা বাসের মধ্যে যেকোনো ধরনের পানাহার নিষিদ্ধ। অন্যথায় ২০০ দিরহাম ফাইন।

* ট্যাক্সি থেকে নামার সময় বাম ডোর ব্যবহার করলে ১০০ দিরহাম জরিমানা হতে পারে।

* পথচারী রাস্তা পারাপারের সময় নিদ্ধিষ্ট স্থান ব্যতিত পার হলে ২০০ দিরহাম ফাইন গুনতে হতে পারে।



দুবাইতে প্রচুর বাগান হচ্ছে। চারদিকে প্রচুর গাছপালা। গাছ গুলোর বয়স ৪ থেকে ৫ বছরের মত হবে বা তার ও কম।এরা গাছের পিছনে প্রচুর ব্যয় করে।একটি গাছ একটি পাইপ নীতি অবলম্বন করছে। প্রতিটি গাছের সাথে পাইপ বাধা। প্রতিদিন সকাল , সন্ধ্যা দুবার পানি দেয়। এর ফলাফল হাতে হাতে টের পাচ্ছে।দুবাইতে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।



২০০৮ সালের ১৩ জানুয়ারি "বুশ পাবলিক ছুটি" ঘোষণা করা হয়। ঐদিন বুশ দুবাই ভিজিট করতে এসেছিল। এরা জাতি হিসাবেও বেশ অতিথিপরায়ন!



দুবাইয়ে ১০% লোকাল আমিরাতি বাকি ৯০% ই বিদেশী , প্রায় ১৬০ টা দেশের মানুষ এখানে বসবাস করে।



দুবাইতে কোনো প্রাকৃতিক সম্পদ(যেমন গোল্ড, অয়েল, গ্যাস) নেই বললেই চলে। এদের জিডিপির ৬% এর মতো আসে প্রাকৃতিক সম্পদ থেকে আর বাকি সব আসে টুরিস্ট , রিয়েল স্টেট ও অন্যান্য খ্যাত থেকে। এরা শুধু চিন্তা শক্তি(mind resources) দিয়েই নিজেদের এতটা ডেভলোপ করেছে।



দুবাইয়ের(DUBAI) কিছু মজার তথ্য: ১ম পর্ব



[আমি এই শহরে নতুন , জানার চেষ্টা করছি মাত্র।কোনো ভুল তথ্য থাকলে জানাইয়েন প্লিজ ]

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর তো!

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১

রফিকুজজামান লিটন বলেছেন: :) :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

একজন ঘূণপোকা বলেছেন: B:-) B:-) B:-)

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২

রফিকুজজামান লিটন বলেছেন: ;) ;)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২

স্বপ্নসমুদ্র বলেছেন: ওমা। বাসে ফিফাসা লাগলে কিতা করন লাগবো?

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: অবশ্যই বাস থেকে নেমে পিপাসা মিটাতে হপে :P :P

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১

মিথিলা মাহমুদ বলেছেন: :||

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭

রফিকুজজামান লিটন বলেছেন: :) :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

কৈশর বলেছেন: B-))

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: আপনার প্রপিক সুন্দর হইছে। :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: দুবাই যামু টাকা দাও। :D ভাই নাটকের কথা মনে পরে গেলো।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

রফিকুজজামান লিটন বলেছেন: ভাই নাটকের লিঙ্ক থাকলে দিয়েন। নাটকের নাম অনেকবার শুনছি কিন্তু দেখা হয় নি :P

৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ভ্রমন কারী বলেছেন: আজব তো !! B:-) B:-)

তা বস চাকরী করেন জিপিতে, থাকেন দুবাই !! B:-/ B:-/ B:-/ কেমনে কি ??

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০

রফিকুজজামান লিটন বলেছেন: Recently i have changed my job :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

জনাব মাহাবুব বলেছেন: আহা! স্বপ্নের দুবাই। দুবাই যাইতে মুঞ্চায় :D :D :D

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

রফিকুজজামান লিটন বলেছেন: দোয়া করি আপনার স্বপ্ন পুরন হোক!!

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: দুবাইয়ের গল্প অর্ধেকটা ঢেকে বলেছেন ভাই। তবে তথ্যগুলির জন্য ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

রফিকুজজামান লিটন বলেছেন: আমি বুঝিনি আপনি কি বলতে চেয়েছেন । আপনাকেও ধন্যবাদ ।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

শান্তির দেবদূত বলেছেন:
ট্রেনে ঘুমাইলে জরিমানা! খাইছে! আমিতো গাড়ি, বাস ট্রেনে চড়েই লম্বা একটা ঘুম দেই :( আমার কি হবে! দুবাই তো আমার জন্য নিষিদ্ধ নগরী :(

শুধু চিন্তা সম্পদ দিয়ে এই অভাবনীয় উন্নতি! ওয়াও! তাইলে আমাদের এত ভুড়ি ভুড়ি বুদ্ধিজীবীরা কি করে?

নতুন কিছু জানলাম। ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

রফিকুজজামান লিটন বলেছেন: আপনি তো শান্তির দেবদূত সো আপনার জন্য সব মাফ। :)

সবাই ভাবে তেলের টাকায় দুবাইয়ের হাই রাইজ বিল্ডিং গুলো হচ্ছে আসলে দুবাইয়ের কোন তেল সম্পদ নাই।

আমাদের দেশে এত সম্পদ থাকতেও আমরা সেভাবে উন্নতি করতে পারছি না শুধু মাত্র একজন চিন্তাশীল স্বপ্ন দেখানোর মানুষ নেই বলে। :(

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪

দি সুফি বলেছেন: গাড়িতে পাশের সিটে যাত্রী ঘুমিয়ে গায়ের উপর পরছে - এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। X(( বাংলাদেশেও গাড়িতে ঘুমালে জরিমানার ব্যাবস্থা করা উচিত (দূরপাল্লার গাড়ি ব্যাতীত)!

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: একজন যাত্রী কতো আপন হলে আরেক জনের গায়ে হেলা দিয়া ঘুমাতে পারে :P এই আপন মানুষ গুলো শুধু বাংলাদেশেই পাবেন :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

সংগ্রামী বালক বলেছেন: ভাই যা ও একটু যাওয়ার আশা ছিলো।জরিমানার অংক দেইখা সে আশাতে গুড়ে বালি।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪২

রফিকুজজামান লিটন বলেছেন: দু একবার জরিমানা দিবেন তারপর দেখবেন অটোমেটিক সব ঠিক হয়ে গেছে :)

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর পোস্ট।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

রফিকুজজামান লিটন বলেছেন: শুভ নববর্ষ!! শুভ হোক আপনার প্রতিটিদিন, প্রতিটিক্ষণ !!

১৪| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এক পরিচিত ভাই দুবাইয়ের রাস্তায় কম গতিতে গাড়ী চালানোর জন্য জরিমানা খেয়েছে শুনেছি... B-) B-)

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

রফিকুজজামান লিটন বলেছেন: হ্যাঁ , হাইওয়েতে সর্বনিম্ন এবং সর্বচ্চো স্পীড ফিক্সড করা থাকে। এর কোনটার ব্যাতিক্রম হলে জরিমানা গুনতে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.