নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

জাবেল হাফিত পর্বতের অপরূপ সৌন্দয্য (ছবিব্লগ)

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

জাবেল হাফিত আরব বিশ্বের সর্বোচ্চ পাহাড়। পাহাড়টির উচ্চতা ৪০৯৮ ফিট। পাহাড়ের চূড়ায় উঠতে সমতল থেকে প্রায় ১২ কি. মি. পথ পারি দিতে হয়। এটি আরব আমিরাতের "আল আইন" নামক শহরে ওমান বর্ডারের কাছে অবস্থিত। আশরাফ ভাই বলছেন আল আইন এসেছেন আর জাবেল হাফিতে যাবেন না এটা কি হয় ? চলেন ঘুরে আসি। আমরা শহর থেকে পাহাড়ের দিকে যেতে শুরু করছি। সাথে আছে আশরাফ ভাই, ভাবি , ফজলু ভাই । আশরাফ ভাই গাড়ি ড্রাইভ করছে। রাতের আলোতে আল আইন শহরটা বেশ ভলো লাগছে। অনেক গাছ , প্রসস্থ রাস্তা , নেই কোনো জ্যাম। কিছুদুর যেতেই দূর থেকে চোখে পড়ল উচু পাহাড়।



উঁচু উঁচু সব পাহাড়। যেন হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে।মনে হছে কিছু পাহাড় উঁকি দিচ্ছে দুই পাহাড়ের মাঝ দিয়ে। পাহাড়গুলো অন্যরকম।পাহাড়ী আকাবাঁকা রাস্তাকে দূর থেকে সাপের মতো পেছানো মানে এমন মনে হচ্ছে যে, একটা দীর্ঘ সাপ যেন একটির পর একটি পাহাড়কে পেছিয়ে রেখেছে । আর সে ফণা তুলে আছে পাহাড়ের চূড়ায়। পাহাড়ী রাস্তায় গাড়ি চালানো একটু ভুল হলেই যেন বিষদাত বসিয়ে দিবে। অবাক হয়ে সেই সব দৃশ্য দেখে দেখে ক্রমশ উপর দিকে উঠছি।পাহাড়ের সাথে সবুজের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। পাহাড়ের চারপাশে কিছুটা সবুজ মনে হচ্ছে । রাতের ল্যাম্পস্টের আলো আধারিতে পাহাড়গুলোকে রূপসী রমণীর মতো দেখাচ্ছে । লাবণ্যময়ী এ পাহাড়ের গায়ের রং নিয়ন বাতির রং ধারণ করছে। স্বপ্নের মতো দাড়িয়ে আছে পাহাড়গুলো। আমাদের মধ্যে অন্যরকম উত্তেজনা। ওগুলো অদ্ভুত, খুব সুন্দর। পাহাড়ের নয়াভিরাম দৃশ্যে বিমোহিত।



[আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা]



[আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা]



[আশরাফ ভাই, আমি , ফজলু ভাই আর ভাবি ক্যামেরার পিছনে ]

















চলতে চলতে পাহাড়ের মধ্যখানে পার্কিংয়ে থামছি । পাহাড়ে উঠতে অনেকগুলো পার্কিং চোখে পড়ল রাস্তার পাশেই। সেখানে গাছের কাঠের মাঝে খুদাই করে পাথর দিয়ে লিখে হয়েছে বর্ণিল সব ইতিহাস। আমরা ছবি তুলে উপরের দিকে যাচ্ছি। যত সাহসী হোক না কেন মনের মাঝে একটু করে হলেও আতংক ভর করা অস্বাভাবিক নয়। এই রাস্তায় বড় কোনো দুর্ঘটনা হয় নি আশরাফ ভাইয়ের কাছ থেকে জেনে বেশ আশস্থ হলাম। যাক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। রাস্তাটা অতোটা ভয়ংকর নয় যতটা আমাদের বান্দরবন নীলগিরি রুট। রাস্তার পাশে রলিং দেয়া আছে। তার পর ও ভাবছি আমাদের গাড়িটা এখান থেকে স্লিপ করে তাহলে আমাদের আর খুঁজে পাওয়া সব্ভব নয়। বড় গাড়ি আর আশরাফ ভাই বেশ ভালো ড্রাইভ করছে সো দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম। আশরাফ ভাই এবং ফজলু ভাই আমাকে বেশ পচানোর চেস্টা করছে কিন্তু ভাবি আমাকে সাপোর্ট দেয়ার খুব একটা মজা করতে পারছে না। পর্যটকদের আকর্ষণ করার জন্য জাবেল হাফিতের নীচে আছে লেক। দৃষ্টিনন্দিত সুইমিংপুল । পাহাড়ের কারে যেতে চোখে পর্বে ৫ তারা হোটেল , পার্ক , রুলারের বাড়ি।





[রাতের আল আইন শহর]





[পাহাড়ের উপর ৫ স্টার মারকুরি গ্র্যান্ড হোটেল ]



আমরা চূড়ায় পৌঁছে চা হাতে নিয়ে আল আইন শহরটাকে দেখছি। রাতের বেলায় এ যেন অন্য ভুবন, অনন্য রুপ। চারদিকে কেবল নিয়ন বাতির রাজত্ব। নয়ন জুড়ানো বর্ণিল আলোর মেলা। যেন এক স্বপ্নদৃশ্য। হু হু করে হাওয়া বইছে । এমন মন মাতানো হাওয়ায় কিছুটা আনমনা হয়ে যাচ্ছি। সব মিলিয়ে অপূর্ব এক সুন্দর মন মাতানো অনুভূতি নিয়ে দুবাইয়ের পথে রওনা হলাম।

[কিছু ছবি ধার করা]



দুবাই টু ওমান ভ্রমণ (ছবিব্লগ)

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:২০

নূর আল আমিন বলেছেন: ভালো লাগলো

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৪

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আমিন ভাই। :)

২| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বাহ! চমৎকার উপস্থাপনা .....
ভালোলাগা রইলো ....

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৫

রফিকুজজামান লিটন বলেছেন: আপনার প্রতিও অনেক অনেক ভালবাসা ....

৩| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চারদিকে কেবল নিয়ন বাতির রাজত্ব। নয়ন জুড়ানো বর্ণিল আলোর মেলা। যেন এক স্বপ্নদৃশ্য। হু হু করে হাওয়া বইছে । এমন মন মাতানো হাওয়ায় কিছুটা আনমনা হয়ে যাচ্ছি।

আহা.. কি সৌন্দর্য!!!!

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: আহা....... কি অপরূপ সুন্দর!!! এ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না..... ধন্যবাদ আপনাকে :)

৪| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

হাসান রাজু বলেছেন: কিছুই নাই কয়টা পাহাড় মাত্র । সেইটাকেই কত সুন্দর করে সাজানো হয়েছে । আমার শহরের (হবিগঞ্জ) ভিতরে একটা নদী আছে (এখন এটা লেকের আকার ধারন করেছে) এই হতভাগা দেশের শহর না হলে কত সুন্দরই না হত । আফসোস । ঢাকার কথা বাদ দিলাম ।

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২২

রফিকুজজামান লিটন বলেছেন: আমাদের দেশটা অনেক সুন্দর । বান্দরবন , রাঙ্গামাটি কতো সুন্দর সবুজ পাহাড় । আমরা সেভাবে সাজাতে পারি নি ।

৫| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

বাবেষ্ট বলেছেন: Very good post. Very beautiful.
Salam & Respect to all of you.

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

রফিকুজজামান লিটন বলেছেন: Alaikum Assalam . Thank you so much for the excellent comment !!

৬| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

খাটাস বলেছেন: দৃষ্টিনন্দন পোস্ট। ভাল লাগা রইল পোস্টে। শুভ কামনা জানবেন।

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

রফিকুজজামান লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !!

৭| ২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ফা হিম বলেছেন: কি সুন্দর!!!

২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

রফিকুজজামান লিটন বলেছেন: অপরূপ!!

৮| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর!

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৩

রফিকুজজামান লিটন বলেছেন: চোখ ধাঁধানো সুন্দর !! ধন্যবাদ !

৯| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৬

jajabor13 বলেছেন: দারুণ...

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৩

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ!!

১০| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:২৪

আবু শাকিল বলেছেন: আবুধাবি আছি অনেকদিন ধরে যাব যাব বলে এখনো জাবেল হাফিত দেখা হয় নাই।আপনার ছবি দেখে ইচ্ছা টা প্রকট আকার ধারন করল।ঈদ এর ছুটিতেই যাব আশা করছি।
ছবি গুলো ভাল লাগল ।

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:৫০

রফিকুজজামান লিটন বলেছেন: সময় করে ঘুরে আসুন ,বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

১১| ২৯ শে জুন, ২০১৪ রাত ১১:২৫

বোকামানুষ বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর

পোস্ট ভাল লেগেছে

২৯ শে জুন, ২০১৪ রাত ১১:২৯

রফিকুজজামান লিটন বলেছেন: ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ!!

১২| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২৯

প্রবাসী পাঠক বলেছেন: দুবার গিয়েছি জাবেল হাফিত। পাহাড়ের চূড়া থেকে একসাথে পুরোটা আল-আইন নগরী আর নিয়ন বাতির বর্ণিল আলো মুগ্ধ হয়ে উপভোগ করেছিলাম। রাতের জাবেল হাফিত যেন স্বপ্নপুরী। রাতের বেলা অবশ্য ওমান এর দিকের ভিউ দেখা যায় না। বিকাল এর সময় গেলে একসাথে ওমান এর ভিউ, সূর্য ডোবার দৃশ্য এবং রাতের আল-আইন নগরীর সৌন্দর্য সব একসাথে উপভোগ করতে পারবে।

৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৪১

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ পাঠক ভাই। এটাই আমার প্রথম যাওয়া। নেক্সট টাইম দিনের আলোতে যাব !!

১৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: প্রথম ছবিটা কি আপনার তোলা নাকি লিটন ভাই? খুব ভালো লেগেছে ছবিটা।

৩০ শে জুন, ২০১৪ ভোর ৫:৫৮

রফিকুজজামান লিটন বলেছেন: না ভাইয়া! ধন্যবাদ !

১৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস পোষ্ট!!!

++++++

৩০ শে জুন, ২০১৪ ভোর ৫:৫৯

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ শোভন ভাই !!

১৫| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:৩৬

কথার_খই বলেছেন: ছবি সাপোর্ট করতেছেনা মোবাইলে কারণ কি?

৩০ শে জুন, ২০১৪ ভোর ৬:০১

রফিকুজজামান লিটন বলেছেন: মোবাইলে আমিও ছবি দেখতে পারছি না। ফিক্স করার চেস্টা করছি ।

১৬| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:৩৫

নতুন বলেছেন: ছবিগুলি সুন্দর হইছে...

রাতে জাবেলে হাফিত খুবই চমতকার লাগে...

৩০ শে জুন, ২০১৪ ভোর ৬:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: নিয়ন আলোয় জাবেলে হাফিত সত্যিই অসাধারণ !!

১৭| ৩০ শে জুন, ২০১৪ সকাল ৯:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার ছবি পোস্ট++++

৩০ শে জুন, ২০১৪ দুপুর ১২:১০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমি!!

১৮| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


নাইস +++

০১ লা জুলাই, ২০১৪ রাত ১:৫৩

রফিকুজজামান লিটন বলেছেন: Thanks

১৯| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: ছবি আর লিখনি মিলে চমৎকার একটি পোস্ট ।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ।

২০| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:২১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মাসসেরা সংকলনে যাচ্ছে. ...
অভিনন্দন অগ্রীম ....

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ নাসিফ ভাই। খুব ভাল লাগে এমন সুন্দর কথায় :)

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

ইছমাইল বলেছেন: খুব ভালো লাগলো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.