নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রথমবারের মতো দুবাই প্যারেডে বাংলাদেশীদের গর্বিত অংশগ্রহন !! (ছবিব্লগ)

০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩



প্রবাসে এসে বুঝতে পেরেছি, দেশ কী, দেশের মায়া কী। দূরে গেলে প্রেম বাড়ে শুনেছিলাম। দেশপ্রেমের ক্ষেত্রেও যে সত্যি, তা বুঝলাম প্রবাসে এসে। প্রবাসে যারা আছেন সবারই একই অনুভুতি। দেশের জন্য অকাতরে কাঁদে মণ প্রাণ। বাংলাদেশের প্রয়োজনে যেকোনো সময় নিজে থেকেই এগিয়ে আসেন। শত কষ্টের মধ্যেও ভুলে যাননা তাদের প্রিয় মাতৃভূমিকে। তাইতো শত ব্যস্ততায়ও দেশ প্রেমের টানে শত শত প্রবাসী দুবাই প্যারেডে অংশগ্রহন করে। বাংলার মানুষের সরলতা, বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন,কৃষ্টি, ঐতিহ্য, uae তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরাই ছিল এ প্যারেডের মূল উদ্দেশ্য ।







uae এর ৪৩ তম জাতীয় দিবসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের স্বতষ্ফুর্ত অংশ গ্রহন স্থানীয় ভাবে বেশ প্রশংসিত হয়েছে। প্যারেডে বাংলাদেশ সহ ৪৩টি দেশ অংশ গ্রহন করে।প্যারেডে র‌্যালীসহ বিভিন্ন সাঁজে নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হয়।দেশীয় ঐতিয্যবাহী পাজামা-পাঞ্জাবী,বাসন্তী শাড়ি পরিহিত বরযাত্রী , ফেস্টুন, পতাকা, পালকি, ঢোল বাসী, একতারা, বাউল, জামাই, বউ, সাপুড়ে, পাহাড়ি মেয়ে, বর ,পালকিতে লজ্জাবতী বধু , নৃত্যরত সখীরা,বাদ্য-বাজনা সহ বাংলাদেশীদের হাতে ছিল বাংলাদেশ এবং uae জাতীয় পতাকার এক বিশাল বহর। বাঙালি সংস্কৃতির নানা উপকরণে সজ্জিত যা সকল দেশের মানুষের কাছে সমাদৃত ও প্রসংশিত হয়েছে।





[বাঁ থেকে ফারহান ভাই , নওশের আঙ্কেল এবং পাভেল ভাই ]



ক্যামেরার পিছনের মানুষ ফারহান ভাই। সব সময় কাজ করেন নিরবে নিভৃতে। ফারহান ভাইয়ের মাথা থেকে আইডিয়া। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পরে সদা হাস্যময় প্রাণোচ্ছ্বল পাভেল ভাইয়ের উপর। জনমত তৈরি, রিহার্সেল , আর্থিক অনুদান তোলা সহ যাবতীয় দায়িত্ব অত্যন্ত দক্ষ ও নিষ্ঠার সাথে পালন করে গেছেন। সার্বিক সহযোগিতার হাত বাড়ান বয়সে প্রবীন কিন্তু মানসে ও মননে, চিন্তায় ও কর্মে একজন নবীন নওশের আঙ্কেল। প্রবাসীদের যেকোনো সামাজিক সাংষ্কৃতিক অনুষ্ঠানগুলিতে তিনিই থাকেন সবার মধ্যমণি হয়ে। যোগ্য নেতৃত্ব, দৃঢ় আত্মবিশ্বাস এবং অভীষ্ট লক্ষ্য নিয়ে চললে কোন অর্জনই যে অসম্ভব নয়, এত অল্প সময়ের মধ্যে আপনারা প্রমাণ করে দেখিয়েছেন। বিশ্ববাসীর কাছে নৈপূন্যতার সাথে দেশকে উপস্থাপন করার জন্য সবার পক্ষ থেকে এই ত্রয়ীদের আন্তরিক অভিনন্দন।





[শিশুদের সাথে তোহা ভাই !]



দুবাই প্যারেডে আমার সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশী শিশুদের অংশগ্রহন। বাচ্চা গুলি এত কিউট এবং সুন্দর ভাবে বাউল, সাপুড়ে মেয়ে, নব বধু , সখী, পাহাড়ি মেয়ে সেজেছে যে বিদেশীদের ব্যাপক নজর কারে। সবাই বাচ্চাদের সাথে ছবি তুলতে ব্যস্ত। বাচ্চারাও হাসিমাখা মুখ নিয়ে তাদের সাথে ছবি তুলছে। একজন বলছে ভাইয়া আমার হাসি হাসি মুখ করে থাকতে থাকতে আমার গাল ব্যথা হয়ে যাচ্ছে :) বুঝতেই পারছেন কি পরিমান ছবি তোলার রিকোয়েস্ট ছিল।



[হৃদয়ে বাংলাদেশ ]



দুবাই প্যারেডের ভিতরে যেয়ে ছবি তোলার আমার অনুমতি ছিল না।দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে অনুমতি চাচ্ছিলাম তখন আমার বুকে বাংলাদেশ লিখা ব্যানার দেখে, হাসিমুখে "বাংলাদেশ" বলে আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। আমার সাথে একজন ভারতীয় ফটোগ্রাফার ছিলেন । তার উক্তি "তোমরা দেখিয়ে দিয়েছো"। তার সাথে যতবার প্যারেডে দেখা হয়েছে ততবার হাত উচিয়ে হাসিমুখে অভিবাদন জানিয়েছে। রোমানিয়ার মেয়েদের দলের ছবি নেয়ার সময় তারা সমস্বরে "বাংলাদেশ" "বাংলাদেশ" বলে চিত্কার করছিল। এ সবই সম্ভব হয়েছে বাংলাদেশের শৈল্পিক, নান্দনিক ও দৃষ্টিনন্দন পারফর্মেন্সের জন্য।





[পালকিতে লজ্জারাঙা বধু যায়। পালকি কাধে সর্ব বামে ব্লগার তুহিন ভাই ]















[পতাকা উচু করে ধরে আছেন ফাহিম ভাই , ডান পাশে নোবেল ভাই এবং গাড়ির রেপ্লিকা হাতে শরিফ ভাই !!]













[মাঝের সাদা পাঞ্জাবি পরিহিত তানভির ভাই বাংলাদেশ লেখা ব্যানার ধরে আছেন]

















[ নিচে দেখুন বিদেশীদের কিছু পারফর্মেন্স]























































=> যা ব্যথিত করেছে ......

* আজমান ভিত্তিক বাংলাদেশী একটি সংস্কৃতি সংগঠন, সম্মানী ছাড়া প্যারেডে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। তাদের ছাড়াই এতো সুন্দর বর্ণিল আয়োজন দেখে তারাও হয়তো অনুতপ্ত। আশা রাখি দেশের তরে পরবর্তীতে তারা অংশগ্রহণ করবেন ।

* বাংলাদেশ হাইকমিশন এই মহান উদ্যোগে এগিয়ে আসলে আরো ভালো লাগত।





শত শত ক্যামেরা , উত্সুক জনতা, লাইভ ব্রডকাস্টিং, প্রায় ২৫০ টি দেশের মানুষের বসবাস দুবাই নগরী সহ সারা বিশ্ব বাংলাদেশকে দেখল এক অন্যরূপে যা কখনো ভাবেনি আগে। “ সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়" ।



কবির ভাষায় ....



হাসবে জাতি,গড়বো দেশ

বিশ্বব্যাপি বলে উঠবে-

বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্যা বেস্ট!!







দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ )

মন্তব্য ৫৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন পোষ্ট , লেখা পড়ে ছবি দেখে আনন্দে চোখে পানি চলে আসল নিজে থাকতে পারলে আরও ভালো লাগত । খুব খুব সুন্দর হয়েছে সব গুল ছবি

শুভ কামনা :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

রফিকুজজামান লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ "মনিরা আপু" !!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শাফি উদ্দীন বলেছেন:
গড়বো আমরা দেশ
সোনার বাংলাদেশ।


গৌরবের বিষয়।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ শাফি আঙ্কেল, একদিন আমরাই গড়ব সোনার বাংলাদেশ !!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মুদ্‌দাকির বলেছেন: :) :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

রফিকুজজামান লিটন বলেছেন: মুদ্‌দাকির ভাই, এত হাসলে হবে .... lol :)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

সাাজ্জাাদ বলেছেন: আসার খুব ইচ্ছা ছিল কিন্তু পারিনি। আফসোস লাগছে এখন।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই, এজন্যই আমার লিখা। পরবর্তীতে কাউকে যেন মিস না করি :) আশা করছি সাথে পাব ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: “ সাবাস বাংলাদেশ; এ পৃথিবী অবাক তাকিয়ে রয়" ।

উদ্যোক্তা এবং অংশগ্রহনকারীদের অভিনন্দন!!

+++++

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

রফিকুজজামান লিটন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ , কষ্ট করে পড়ার জন্য :)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ছবিগুলো চমৎকার লাগল। ++

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই চমৎকার মন্তব্যের জন্য । শুভ কামনা রইলো !!

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৯

ইমরান আশফাক বলেছেন: খুবই চমৎকার লাগলো, ধন্যবাদ আপনাদেরকে এমন একটি সাহসী উদ্যোগ নেবার জন্যে।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০

রফিকুজজামান লিটন বলেছেন: আয়োজকরা তাদের এ নিখুঁত কারুকাজ ও উদ্যোগের জন্য সত্যিই প্রশংসার দাবিদার । ধন্যবাদ ইমরান ভাই ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

মামুন রশিদ বলেছেন: অসাধারণ! আপনাদের ইভেন্টের কথা আগেই জেনেছিলাম । প্রবাসে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারা দারুণ ব্যাপার ।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

রফিকুজজামান লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। ভাল থাকবেন ………………

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

পাগলু মিজান বলেছেন: হাসবে জাতি,গড়বো দেশ
বিশ্বব্যাপি বলে উঠবে-
বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্যা বেস্ট!!

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মিজান ভাই এত সুন্দর ছবি শেয়ার দেয়ার জন্য :) শুভ কামনা ! !

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা +

চমৎকার পোস্টটি দেখে মন কিছুটা ভালো হল ।

ভালো থাকবেন ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ অপূর্ণ ভাই। আপনার লেখা গুলো অনেক ভালো পাই। শুভকামনা , ভালো থাকবেন।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০০

বংশী নদীর পাড়ে বলেছেন: দুবাই-এ রয়েছি অনেকদিন যাবত কিন্তু কর্ম ব্যস্ততার জন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারিনা। খুব ভাল লাগলো বাংলাদেশীদের এই অংশগ্রহণের কথা শুনে। ইউএই জানুক বাঙালীরা আসলে সংস্কৃতমনা, বাংলাদেশেরও রয়েছে নিজস্ব কৃষ্টি-কালচার। ধন্যবাদ আপনাকে।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৬

রফিকুজজামান লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য ! এ ধরনের আয়োজনে আপনাকেও পাশে পাব !

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬

নতুন বলেছেন: শুভ জন্মদিন ভাই...

মিছ করলাম এই বিরাট অনুস্ঠান... :(

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২১

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ ! শুভ কামনা সব সময় .....

আর মিছ করেন না :)

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২০

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া ...

আসাধারন সব কাহিনী আর অপূর্ব ভাল লাগায় কেটে যাক সময় গুলো
অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপু ! সতত শুভকামনা সবসময় :)

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

তুষার কাব্য বলেছেন: অসাধারণ উদ্যোগ...মা মাটি দেশ কে উপস্থাপন করার যে গর্ব তা আর কিছুতেই পাওয়া যায়না...অভিনন্দন....

০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য ভাই। সত্যিই সেই মুহূর্ত গুলো ছিল অসাধারণ ,অন্যরকম আনন্দ যা কখনোও ভুলবার নয় !

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

ভিটামিন সি বলেছেন: পাগল হইয়া যামু তো এতো সুন্দর সুন্দর ছবি দেখলে।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহাহা ........... :) :) :) :)

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

এনামুল রেজা বলেছেন: বাহ! এতো ফাটাফাটি ব্যাপার.. প্রবাসেও টুকরো টুকরো বাংলাদেশ। ভালো লাগলো খুব। :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

রফিকুজজামান লিটন বলেছেন: আপন কৃষ্টি, আচার, সংস্কৃতি ........ সত্যিই এ যেন একটুকরো বাংলাদেশ !

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

খাটাস বলেছেন: বাহ চমৎকার ব্যাপার। :)
অনেক ভাল লাগল।

সাথে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল লিটন ভাই। :)
হেপি বাড্ডে। !:#P

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

রফিকুজজামান লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ! ভালো থাকুন। শুভ কামনা সবসময় !

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১১

বোকামানুষ বলেছেন: দারুন লাগলো বাংলাদেশের এই অংশগ্রহনের কথা জেনে এবং সবার মন জয়ের কথা শুনে


সাবাশ বাংলাদেশ +++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

রফিকুজজামান লিটন বলেছেন: প্যারেড ঘিরে বাংলাদেশীদের মধ্যে ছিল উৎসবের আমেজ ! এত বৈচিত্রপূর্ণ , নানাবর্ণে সজ্জিত আমাদের রালির মত আর কোনো দেশের মধ্যে খুঁজে পাইনি ।
ধন্যবাদ আপনাকে ! :)

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ।।বাংলাদেশ অমর হউক।।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনাকে !!

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! খুব ভালো লাগলো ছবিগুলো দেখে!

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন !!

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ জন্মদিন!

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

রফিকুজজামান লিটন বলেছেন: শুভ কামনা সবসময় !!

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ জন্মদিন ভ্রাতঃ

অনেক অনেক শুভকামনা অনন্ত সূখী সমৃদ্ধ সূখী জীবনের তরে :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

রফিকুজজামান লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা : সুস্থ থাকুন,সুখে থাকুন ...

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

আনিসুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাইয়া ছবিগুলো শেয়ার করার জন্য। ইচ্ছা থাকলেও আসতে পারিনি, এখন মনে হচ্ছে বিশাল কিছু মিস করলাম।
বিজয় দিবস নিয়ে কোন প্রোগ্রাম থাকলে জানাবেন আশা করি।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আনিসুল ভাই। অনেক মজার ছিল ,চেনা অচেনা অনেকের সাথে পরিচয় সব মিলিয়ে একটা উৎসবের আমেজ ছিল। পরবর্তী কোনো আয়োজনে অবশ্যই আসবেন।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

সাদাকালোরঙিন বলেছেন: চমৎকার পোষ্ট। দেশকে অন্যদের মাঝে এমন চমৎকার করে তুলে ধরার জন্য ধন্যবাদ। ফেসবুকে শেয়ার করার অনুমতি চাচ্ছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনাকে ! আমার লেখা শেয়ার করার জন্য অনুমতির প্রয়োজন নাই। প্লিজ শেয়ার করুন :)

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

বাবাক বলেছেন: আপনার পুরো ব্লগটাই - আমার দারুন ভালো লেগেছে। পুরানো লেখাগুলোর সাথেও আমার ভালো পরচয় আছে- আগে থেকেই।
অবশ্যই ভালো থাকবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন শুভকামনায় !

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর !!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

রফিকুজজামান লিটন বলেছেন: :) :)

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

রাকিব আহমেদ বলেছেন: দারুন!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ রাকিব ভাই ! :) :)

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২

সাহাদাত উদরাজী বলেছেন: দেশের সন্মান বাড়ুক।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সাহাদাত ভাই :) দেশের সন্মান সবার আগে। সবাই মিলে নিজের দেশটাকে শক্ত অবস্থানে নিয়ে যাই।

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রেরণার এক ছবি ব্লগ। আমরা গর্বিত আমার বাংলাদেশী।

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই! ভালো থাকুন! শুভকামনা সবসময় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.