নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

দুবাই গ্লোবাল ভিলেজে একদিন (ছবি ব্লগ)

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪



বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে। এটা অনেকটা আমাদের দেশের বাণিজ্য মেলার মতো। প্রতি বছর ছয় মাস ব্যাপী (নভেম্বর থেকে এপ্রিল) বিশ্ব গ্রাম ওপেন থাকে। এখানে প্রায় সব দেশের প্যাভিলিয়ন থাকে।শত শত শোরুম বা দোকান নিয়ে এক একটা দেশের বিশাল প্যাভিলিয়ন । প্রচুর পর্যটক প্রতি বছর বিশ্ব গ্রামে কেনাকাটা , ঘুরতে এবং সংস্কৃতি অনুষ্ঠান দেখতে আসে। বিশ্বের প্রায় সব দেশের পর্ণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান , খাবার এবং অনেক ধরনের রাইড চরম ভাবে আকর্ষনীয়। কর্মব্যস্ত প্রবাস জীবনে চার দেয়ালে ঘেরা বাধা পেরিয়ে একটু স্বস্তি, একটু বিনোদনের জন্য অনেকেই পরিবার সহ ঘুরতে চলে আসেন বিশ্ব গ্রামে।





[কুয়েতের প্যাভিলিয়ন ]



[কিছু পরিচিত মুখ ]



[বিশ্ব গ্রামের ভিতরে লেক ]





[ইন্ডিয়ান প্যাভিলিয়ন]





[ইরাকের প্যাভিলিয়ন ]





বিশ্ব গ্রামে উন্মুক্ত মঞ্চ আছে। বিভিন্ন দেশের শিল্পীরা তাদের সংস্কৃতি ,সঙ্গীত, নৃত্য, সাহিত্য, নাট্যশালা বিশ্ব বাসীর সামনে তুলে ধরে। লেবাননের শিল্পীরা মঞ্চে পারফর্ম করছে। শত শত দর্শক খোলা আকাশের নিচে তাদের পারফর্ম দেখছে।







































[আফ্রিকার প্যাভিলিয়ন ]





[কাতার প্যাভিলিয়ন প্রবেশের পথ]





[ফজলু ভাই ভাবি ]





[চিনের প্যাভিলিয়ন ]













[ইউরোপ প্যাভিলিয়ন ]











দুঃখিত, বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন নাই :(



দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ )

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ডিসেম্বরে গিয়েছিলাম ...
খুব মজা পেয়েছে বাচ্চা রা
আপনি লোকাল খাবারের দোকানের কিছু ছবি দিলে পারতেন
তেলে ভাজা পিঠা আর ডিমের একটা রুটি জাতিয় পিঠে খেতে ভাল ছিল ।

সুন্দর সব ছবি
শুভ কামনা :)

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৪

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মনিরা আপু। থেমে থেমে গুরি গুরি বৃষ্টি হচ্ছিল । খুব বেশি একটা ঘুরতে পারছিলাম না। ক্যামেরা বেশির ভাগ সময় ব্যাগে ছিল। তবে খোলা একটা দোকানের ছামোচা অসাধারণ ছিল।

ভালো থাকুন সবসময় !! :)

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২২

নতুন বলেছেন: গত বছর গিয়েছিলাম... এই বছরে যাওয়া হবে না আর...

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৭

রফিকুজজামান লিটন বলেছেন: :) :)

৩| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২১

সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

রফিকুজজামান লিটন বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ ! :)

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

আমি তুমি আমরা বলেছেন: বাংলাদেশের প্যাভিলিয়ন নাই? হায় হায়।

পোস্টে ভাল লাগা রইল :)

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ "আমি তুমি আমরা" ! :) প্রায় ১০ লাখ বাংলাদেশীর বসবাস আরব আমিরাতে। প্রচুর বাংলাদেশী ব্যবসায়ীও আছেন কিন্তু এমন প্লাটফর্মে আমাদের কোনো প্যাভিলিয়ন নাই । আশা করি ভবিষ্যতে অনেক বড় প্যাভিলিয়ন দেখব !!

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮

ইছমাইল বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/ismail_uae09/04-2015/ismail_uae09_1782570452551c130f6ce7b2.58161359_tiny.jpg ইন্ডিয়ান বাহন হিসেবে দেখানো হয়েছে.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.