নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

চুরি করা মানসিক রোগ?

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩



বেশ কিছুদিন ধরে এক কূটনীতিকের নেদারল্যান্ডে চুরি করা নিয়ে ভার্চুয়াল জগৎ বেশ সরগরম। এটা আপাত দৃষ্টিতে খুব দুঃখজনক ঘটনা। আমি যতদুর জানি সে বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার এবং বেশ ভদ্র ফ্যামিলির একমাত্র সন্তান। সে কেন একটা হেড ফোন চুরি করতে গেল আমার মাথায় আসছে না। এটা হতে পারে সৌখিন চুরি অথবা তার মানসিক সমস্যা আছে।



এবার আসি আমার দুই বন্ধুর চুরি করা নিয়ে মজার কিছু ঘটনা । এমনকি আমারও ছোটবেলায় চুরি করার অভ্যাস ছিল। সে ঘটনায় পরে আসছি। আমার এক বন্ধু বেশ সচ্ছল এবং হাইলি এডুকেটেড পরবারের ছেলে। অভাব বলে যে কিছু থাকতে পারে বা সে যা চেয়েছে কিন্তু পরিবার থেকে দেয়নি এমনটা বেশ অসম্ভব। তারপরও এই বন্ধুর চরম নেশা ছিল ডেপার্টমেন্টাল স্টোর থেকে চুরি করা। অনেক সময় ধরা পড়ত তখন আমরা বিভিন্ন রকম কথা বার্তা বলে নিয়ে আসতাম।একবার একটা দোকান থেকে পারফিউম চুরি করে ধরা পড়ল। কিন্তু বন্ধুর চেহারার মধ্যে এত ভদ্রতার ছাপ যে দোকানিও তাকে চোর বলতে পারছে না আবার ছেড়েও দিতে পারছে না। আমরা বললাম ,ও এটা তো অন্য বন্ধুর পরিশোধ করার কথা ছিল বলে দাম দিয়ে সেবারের মত রক্ষা করি। এছাড়াও অনেক প্যাথিটিক চুরি ও সে করেছে। কোনো না কোনো ভাবে সে রক্ষা পেয়েছে। বন্ধুটি আমার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন মিটফোর্ড হাসপাতালের ডাক্তার।





আমার আরেক বন্ধু পরিবারের একমাত্র সন্তান। বাবা বিশাল বড় ব্যবসায়ী। তার বড় অভ্যাস ছিল স্যারের বাসা বা বন্ধুদের ভালো কোনো জিনিস দেখলেই চুরি করা। মাথায় ছিল কোকড়া চুল। হালকা কোনো জিনিস সে সহজেই চুরি করে চুলের মধ্যে লুকাতে পারত। আমরা সবাই এটা জানতাম এবং কোনো কিছু চুরি হলে ওকে ধরতাম এবং পেয়েও যেতাম। কলেজে পরার সময় বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম । স্যারের বাসায় যা পেত তাই চুরি করত।একজনের কলম চুরি হলে সবাই সবার ব্যাগ, পকেট সার্চ করে খুঁজে পাচ্ছিলাম না ,পরে ওর মাথায় চুল থেকে বের করি। এই বন্ধুটি এখন "চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের" শিক্ষক।





ছোটবেলায় বাবার পকেট থেকে টাকা চুরি করা ছিল আমার নিত্যদিনের কাজ। এজন্য বাবা কখনো কিছু বলত না কিন্তু আম্মার ভত্সনা শুনতে হতো মাঝে মাঝে। দেখা গেছে বাবা বাইরে গেছে পকেটে কোনো টাকা নাই। অনেক সময় বাবা অনেক বিব্রত পরিস্থিতিতেও পড়েছেন। এরপর বাবা আমার জন্য ড্রেসিং টেবিলের তালাবিহীন ডয়ারে টাকা রেখে দিতেন। আমার যখন যা লাগত ঐখান থেকে নিতাম। এটলিস্ট বাবার কাছে টাকা চাওয়া লাগত না। এরপর চুরি করার অভ্যস ও চলে যায় :)



দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ )

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: টাইপে যত্ন দিতে হবে।

কিন্তু বন্ধুর চেহারার মধ্যে এত ভদ্রতার ছাপ যে দোকানিও তাকে চোর বলতে পারছে না আমার ছেড়েও দিতে পারছে না........

ছোটবেলা থেকে শিশুদের ভালভাবে যত্ন নিলে কিংবা বুঝিয়ে বললে, এটা কাঠিয়ে উঠা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। অামাদের বাসায় বাবা সব সময় কিছু টাকা বাহিরেই রাখতো কিন্তু অামরা তা কখনো ধরে দেখেনি এবং অামরা এখন অামাদের পরবর্তী জেনারেশনকে সেভাবেই তৈরি করবো।

ভালে পোস্ট।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই , বানান ঠিক করে দিয়েছি। আপনি ঠিকই বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিবারিক শিক্ষা কিন্তু তারপর ও কিছু ব্যতিক্রম থেকে যায় :)

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

মেহেদী হাসান জয় বলেছেন: চুরি করতে মন চাইছে! ভাবছি কি করবো !

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহা........অভিজ্ঞতা থাকা ভালো তবে সাবধান............ :P

৩| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৮

বর্ণিল হিমু বলেছেন: বড়লোক মানুষদের চুরি করার মূল প্রেরণা হচ্ছে, থ্রিলার মুভি গুলো......
ওগুলোতে দেখেন না যে দূর্ধর্ষ চোর গুলো কিরাম জীবনের ঝুঁকি নিয়ে চুরি করে.......

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহাহা...........হতে পারে :)

৪| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬

এনামুল রেজা বলেছেন: সৌখিন চুরির অভ্যাসটা মানসিক ব্যাধি।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা ভাই , সহমত ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬

রন৬৬৬ বলেছেন: Kleptomania is the inability to refrain from the urge to steal items and is done for reasons other than personal use or financial gain. First described in 1816, kleptomania is classified in psychiatry as an impulse control disorder. Alternatively, some of the main characteristics of the disorder, which consist of recurring intrusion feelings, an inability to resist the urge to steal, and a release of pressure following the theft, suggest that kleptomania could be an obsessive-compulsive spectrum disorder, although this is disputed.

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪১

রফিকুজজামান লিটন বলেছেন: |-) B-)

৬| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

আল্লহর সৈনিক বলেছেন: হাহাহা ....

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: হাসেন কেনে রে ভাই , চোর হইলেও মানুষ খারাপ না! :P :P

৭| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: অবস্থাপন্ন পরিবার থেকে উঠে এসব লোকের চুরি সম্ভবত কোন মানসিক সমস্যার মধ্যেই পড়বে।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৫১

রফিকুজজামান লিটন বলেছেন: হতে পারে মানসিক সমস্যা তবে এর মধ্যে একধরনের মজা পেতাম। :P :P

৮| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

নাহিদ রুদ্রনীল বলেছেন: পরিবার থেকে শিক্ষা পেলে চুরির অভ্যাস হয় না। :)

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৫৩

রফিকুজজামান লিটন বলেছেন: পরিবার থেকে তো ভালো শিক্ষাই পেয়েছি তারপরও কেন জানি চোর আছিলাম :P :P

৯| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫১

ইস্কান্দার মীর্যা বলেছেন: এনামুল রেজা বলেছেন: সৌখিন চুরির অভ্যাসটা মানসিক ব্যাধি।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৫৪

রফিকুজজামান লিটন বলেছেন: হতে পারে মানসিক সমস্যা তবে এর মধ্যে একধরনের মজা পেতাম। :P B-)

১০| ১৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সংগে আমি একমত।

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০

রফিকুজজামান লিটন বলেছেন: B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.