নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

খান একাডেমী\'র প্রতিষ্ঠাতা সালমান খান: এক মানুষের তিন দেশ (BD, IN, PK) দাবীদার, সাথে বাজিধরা :)

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬


[ফোব্স ম্যাগাজিনের প্রচ্ছদে সালমান খান ]
আমরা চারজন (একজন সিরিয়ান , একজন ইন্ডিয়ান আর একজন পাকিস্তানি) বসে আড্ডা দিচ্ছি। আড্ডার নিদ্দিষ্ট কোনো বিষয় বস্তু নাই। সিরিয়ার যুদ্ধ ,পাকিস্তানের বোম ব্লাস্ট , ভারতের নিম্ন গোত্র সমস্যা এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সেলিব্রেটি নিয়ে আলোচনা চলছে। হটাৎ করে সিরিয়ান বলছে আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে সালমান খান একজন। অনলাইন শিক্ষায় এক বিপ্লবাত্মক ধারণা এনেছেন সালমান খান। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তাঁর, গোটা পৃথিবী জুড়ে। "সকলের জন্য, সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান" স্লোগানে এই প্রতিষ্ঠানটি শিক্ষা নিয়ে কাজ করছে। প্রতিমাসে ৬ মিলিয়ন (ইউনিক) ছাত্র তার ওয়েবসাইট থেকে সাহায্য নিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান করে নিয়েছিল সালমান খান। খান একাডেমি প্রতি মাসে ইন্টারনেটের মাধ্যমে ৩০ কোটিরও বেশি পাঠ প্রায় ১ কোটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিচ্ছে।অসাধারণ সব পরিকল্পনা জনসমক্ষে আনার জন্য গুগল তাদের প্রজেক্ট 'টেন টু দ্য হান্ড্রেড'-এ খান একাডেমীকে বিজয়ী হিসেবে ২ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করে।

সিরিয়ান এর কাছ থেকে এত এত ভূয়সী প্রশংসা শুনে গর্বে প্রাণটা ভরে গেলো। আমি বললাম সালমান খান "বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান"।
অমনি পাকিস্তানি চিল্লানি দিয়ে বলে সালমান খান "পাকিস্তানী আমেরিকান"
আর ইন্ডিয়ান বলে উঠলো আমি উইকিপিডিয়াতে দেখছি সে ভারতীয় ইথ্নিক।

সিরিয়ান আমাদের তিনজনের দিকে তাকিয়ে বলে তোমরা কি মজা করছ আমার সাথে। একজন মানুষ কিভাবে তিন দেশের হতে পারে? আমরা আমাদের দাবীতে অটল। আমি ভাবছি বাকি দুজন আমার সাথে ফান করছে কিন্তু ওরা বলছে ওরা প্রমান দিতে না পারলে লাঞ্চ করাবে । সিরিয়ান বলল তোমরা কেউ গুগলের সাহায্য নিতে পারবে না। আগে তোমরা তোমাদের প্রমাণ গুলো বলো আর যে দুজন প্রমান দিতে পারবে না তারা সবাইকে লাঞ্চ করাবে। আমরা তিন জনই রাজি হয়ে গেলাম এবং তিনজনই ১০০% নিশ্চিত আমাদের স্ব স্ব দাবীর পক্ষে। পাকিস্তানি একটু বেশিই উচ্ছসিত কারণ সালমান খানকে দেখতে নাকি পাকিস্তানিদের মতো লাগে।

আমি, পাকিস্তানিকে বললাম তুমি তো হারবা, তোমার টাকা আগেই বের করে রাখো। ক্রেডিট কার্ড বের করে বলে বাকি দুজন ও টাকা বের করো। আমি বললাম তোমার ক্রেডিট কার্ডে তো টাকা নাই। সেতো পারলে খাইয়া ফেলায় এমন ভাব।সে তো দেখি গরগর করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড পর্যন্ত বলে দিচ্ছে। [রাগী মানুষকে রাগানোর মধ্যে আলাদা একটা মজা আছে আর আমি সযতনে সেটাই করে যাচ্ছি। ] সিরিয়ান বলল তোমরা তোমাদের পক্ষের যুক্তি গুলো বলো।

ইন্ডিয়ান: আমি উইকিপিডিয়াতে দেখছি সে ভারতীয়। তার মা ভারতীয় এবং ওর বয়স যখন তিন বছর তখন ওর বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। সে মামাদের কাছে আমেরিকাতে মানুষ হয়েছে তবে ওর বাবার বিষয়ে কিছু জানি না।

পাকিস্তানি: আমি তাকে পরিবারসহ পাকিস্তানে যেতে দেখেছি (মিডিয়ায়)। সালমান খান যখন পাকিস্তানে আসে আমাদের মিডিয়ায় ফলাও করে প্রচার করে। আমি যতদুর জানি সালমান খানের পরিবারের আদি নিবাস পাকিস্তানের করাচিতে। তার বাবা মা সম্পর্কে জানি না।

আমি : আমি তো ওদের যুক্তি শুনে পুরাই থ ! আমি এসব কোনদিনই শুনি নি।আমাদের প্রত্রিকায় দেখেছি "প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীজনদের মধ্যে সালমান খান একজন"। তার সাক্ষাত্কার দেখিছিলাম, তিনি সব টিউটোরিয়াল বাংলায় করতে চান।তিনি বলছিলেন অনুবাদের কাছে বাংলা ভাষা আমার কাছে অবশ্যই অগ্রাধিকার পাবে। [তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত, সত্যি বলতে তার পরিবার সম্পর্কে আমিও তেমন কিছু জানতাম না আর এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে চিন্তা ও করিনি ]

ওদের শক্তিশালী যুক্তির কাছে আমার যুক্তি খুবই নগন্য। এমন একজন বিশ্ব-মানবতাবাদী মানুষ সম্পর্কে বেশি কিছু জানি না ভেবে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো। সিরিয়ান এবার সবাইকে ইন্টারনেট থেকে প্রমান দেখাতে বলল। যে যার মোবাইল থেকে নেট সার্চ করছি। নেট থেকে যে তথ্য পেলাম তা দেখে আমার সবাই অবাক আর সপ্রশংস দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছি।

সালমান খানের বাবা ডা. ফখরুল আমিন খানের বাড়ি বাংলাদেশের বরিশালে, মাত্র ১৪ বছর বয়সেই বাবাকে হারান। তাঁর মা মাসুদা খানের বাড়ি কোলকাতা ইন্ডিয়া এবং বিয়ে করেছেন 'পাকিস্তানী আমেরিকান' ডা. উমাইমা মার্ভিকে। সালমান খানের পরিবারের আদি নিবাস পাকিস্তানের করাচিতে এমন দাবির পক্ষে সত্যতা খুঁজে পাইনি। সালমান খান MIT থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক-স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পূর্ণ করেন। হার্ভার্ডে থাকার সময় উমাইমার সাথে পরিচয় থেকে প্রনয়। উমাইমা ও সে সময় হার্ভার্ডে মেডিকেলে পড়তেন। ইমরান এবং দিয়া নামে তাদের দুটি সন্তান রয়েছে।

[ উমাইমা -সালমান খান ]

সিরিয়ান : বিস্মিত সিরিয়ান বলে এটা কি করে সম্ভব ? একদেশ তার দাদাবাড়ি আরেকদেশ তার নানাবাড়ি আর পাশের দেশ পাকিস্তান তার শশুরবাড়ি। কি কাকতালীয় ব্যাপার আমরা আগে কেউই জানতাম না। প্রতিবেশী তিন দেশের সঙ্গে সুন্দর সংযোগ স্থাপন করেছেন। তোমরা কেউই বাজিতে হারোনি। তিনি একজন আন্তর্জাতিক নাগরিক।

মানবতাবাদীরা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে থাকেন। বিশ্বজুড়ে নতুন প্রজন্মের কাছে তিনি এখন এক অনুকরণীয় ব্যক্তিত্ব।গোটা বিশ্বের জন্য এক ভার্চুয়াল স্কুল । বিশ্ব মানবতাবাদী সালমান খানের এমন কীর্তি সত্যিই অবাক করার মতো বিষয়। বিশ্ব মানবতাবাদের জয় হউক !!

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিশ্ব মানবতাবাদের জয় হউক !!

এটাই শেষ কথা। ধন্যবাদ ভাই রফিকুজ্জামান।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই , কষ্ট করে পরার জন্য।

২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৪

ছাসা ডোনার বলেছেন: অদ্ভুদ এক ঘটনা!!!

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রফিকুজজামান লিটন বলেছেন: সত্যিই অদ্ভুদ, ধন্যবাদ ভাই !!

৩| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫

পুশকিন বলেছেন: ভালো ছিলো লেখা।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রফিকুজজামান লিটন বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ পুশকিন ভাই !!

৪| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

শ্রাবণধারা বলেছেন: সালমান খানের মা মাসুদা খান ২০১৪ তে ঢাকায় এসেছিলেন । তার সাক্ষাতকারের লিংকটা নিচে দিলাম । উইকির তথ্যে কিছু ভুল আছে । সালমান খানের মা জানাচ্ছেন তার বাবা মারা গেছেন স্যালের বয়স যখন ১২। আর স্যালের মা মাসুদা খানের বাড়ি যে কোলকাতায় এই তথ্যটা সঠিক নাও হতে পারে বলে আমার ধারণা । স্যালের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, অতএব ধরে নেয়া যেতে পারে সালমানের শিশু বিশেষজ্ঞ বাবা ৪৭ এর দেশ ভাগের অনেক পরেই মাসুদা খানকে বিয়ে করেন । তাদের বিয়ে ইউএসেতে না হলে কোলকাতার মেয়ের সাথে বিয়ে হবার কথা নয়। তবে মাসুদা খানের পূর্বপুরুষেরা ওপারের হতে পারেন অথবা স্যালের নানার কর্মস্থলও কোলকাতা হতে পারে।

সালমান খান মায়ের কাছে ‘স্যাল’

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা নতুন তথ্য জানানোর জন্য। আমাদের আড্ডায় উঠে আশা সব তথ্যর সত্যতা যাচাই সম্ভব হয়নি তবে আমরা সব তথ্য উইকি থেকে পেয়েছি।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

আমিই মিসির আলী বলেছেন: সালমান খান সম্পর্কে অনেক আগে থেকেই ধারনা ছিলো।
তার খান একাডেমীর স্টুডেন্ট আমার এক ভাইগ্না।
উনি আমাদের গর্ব।

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মিসির ভাই , তিনি আমাদের গৌরব!!

৬| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: সালমান খানের পরিবার সম্পর্কে জেনে ভাল লাগলো ।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৭

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনাকে !!

৭| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:১০

রেজওয়ান তানিম বলেছেন: একেবারেই জানা ছিল না বিষয়টা

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৪

রফিকুজজামান লিটন বলেছেন: জানাতে পেরে নিজেরে ধন্য মনে করছি। :) ধন্যবাদ!!

৮| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ দারুণ ব্যাপার তো।

আমিও জেনেছিলাম তিনি বাংলাদেশী বংশোদ্ভূত। এর বাইরে এত কিছু জানা ছিলনা।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী আপু , অসাধারণ আড্ডা !! অসাধারণ অভিজ্ঞতা !! :)

৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৩৫

হন্টক হিমু বলেছেন: অদ্ভুত।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ হিমু ভাই , অদ্ভুত, বিস্ময়কর !!

১০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:৫৬

সায়েল বলেছেন: তবে উনি আল্টিমেটলি এ দেশেরই।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সায়েল ভাই , আল্টিমেটলি তিনি আমাদের !! :)

১১| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৪৮

সাগর মাঝি বলেছেন: সালমান খান সম্পর্কে এ বিশাল তথ্য আগে জানা ছিলোনা। ধন্যবাদ লেখক ভাই।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সাগর মাঝি ভাই, আমার ও জেনে ভালো লাগছে !

১২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৭

তাসজিদ বলেছেন: খান অ্যাকাডেমি রে ভালা পাই। B-)

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

রফিকুজজামান লিটন বলেছেন: সালমান খান রে ভালা পাই ! ধন্যবাদ তাসজিদ ভাই ।

১৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০

অলওয়েজ ড্রিম বলেছেন: বেশ কিছু তথ্য জানলাম। ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনাকে , নিজেকেও ধন্য মনে করছি কিছু তথ্য জানাতে পেড়ে ! :)

১৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমরা কেউই বাজিতে হারোনি। তিনি একজন আন্তর্জাতিক নাগরিক :)

=p~ =p~ =p~

+++++++

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

রফিকুজজামান লিটন বলেছেন: গ্লোবাল সিটিজেন !! ধন্যবাদ !!

১৫| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪১

হাসান নাঈম বলেছেন: তিনি একজন আন্তর্জাতিক নাগরিক

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩

রফিকুজজামান লিটন বলেছেন: গ্লোবাল সিটিজেন !! ধন্যবাদ নাঈম ভাই !!

১৬| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

Safin বলেছেন: শুরুটা করলেন কৌতুকের মত, শেষটা প্রবন্ধের মত এবং মাঝখানে পুরোটাই গল্প!

বাহ!!! ভাল্লাগসে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সাফিন ভাই , আপনার কমেন্ট তো পুরাই ঝাঝা +++++

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

আমি তুমি আমরা বলেছেন: বিস্মিত সিরিয়ান বলে এটা কি করে সম্ভব ? একদেশ তার দাদাবাড়ি আরেকদেশ তার নানাবাড়ি আর পাশের দেশ পাকিস্তান তার শশুরবাড়ি।

জানা ছিল না। পড়ে ভালই মজা পেলাম :)

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ "আমি তুমি আমরা " । অবাক হয়েছিলাম আমি নিজেও । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.