নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

এক মানুষের দুই ধর্ম (ইসলাম & খ্রীস্টান) !!

১৬ ই মে, ২০১৬ দুপুর ১:১৭


দুবাইতে কমলা দেয়ার সুবাদে বিভিন্ন ভাষাভাষী , সংস্কৃতি, ধর্ম নানা বর্ণ নানা আকৃতির মানুষের সাথে পরিচয়। বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষের সমন্বয়ে দুবাই একটি ছোটখাট মাল্টিকালচারাল সিটি। এখানে মসজিদ মন্দির গির্জা সবই আছে। ১০% লোকাল আর বাকি সব আমার মত ভিনদেশী। এই ছোট্র শহরটিতে প্রায় ১৫০ টি দেশের মানুষের বসবাস।

বেশির ভাগ মানুষের সাথে পরিচয় ফুটবল/টেনিস খেলতে যেয়ে। বাসার সাথে প্লে গ্রাউন্ড , সন্ধ্যায় ফ্লাড লাইটে খেলাধুলা করি। একদিন কৌতুহল বসতো লিটো নামে একজনকে জিজ্ঞাসা করলাম তোমার ধর্ম কি ? লিটো কিছু সময় চুপ করে থেকে বলল আমি ঠিক জানি না।

--তুমি কি ধর্ম বিশ্বাস করো না ?
না না আমি ধর্ম বিশাস করি। তবে একটা না দুইটা।
--আমার কৌতূহল আরো বেড়ে গেল , আমি বললাম সেটা কিভাবে ? তারপর ও বলতে শুরু করলো

আমার মা মুসলিম আর বাবা খ্রিস্টান। আমার মা বাবা দুজন নিজ নিজ ধর্ম পালন করে। আমি যখন মায়ের সাথে থাকি তখন ইসলাম ধর্ম পালন করি, আবার বাবার সাথে থাকলে গির্জায় ও যাই। সব ধর্মের মূল বাণী তো একই পার্থক্য শুধু বাহ্যিক প্রকাশে। সব ধর্মই মানুষের কল্যানের জন্য -সেটা ইসলাম ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে কিংবা খৃষ্টার্ন ধর্মেও আছে।

--এখানে তুমি তো তোমার বাবা মার সাথে থাক না, এইখানে তুমি কোন ধর্ম পালন করো ?

ঈদের সময় মুসলিম বন্ধুদের সাথে নামাজে যাই আবার আমার অন্য বন্ধুদের সাথে ক্রিসমাচ পালন করতে গির্জায় ও যাই ! হাসতে হাসতে বলল, ডাবল আনন্দ !!

--তুমি বিয়ে করবা কোন ধর্মের মেয়েকে ?
আমার এক মুসলিম বান্ধবী আছে। আমি ওকেই বিয়ে করব।

ওকে যে কি বলব কিছুই বুজতে পারলাম না। প্রসঙ্গ চেন্জ করে অন্য দিকে মনোনিবেশ করলাম। বলে রাখি , লিটোর দেশের বাড়ি ফিলিপাইন।

খান একাডেমী'র প্রতিষ্ঠাতা সালমান খান: এক মানুষের তিন দেশ দাবীদার (BD, IN, PK)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

নতুন বলেছেন: বিদেশে বেশির ভাগ মানুষই তোমার ধম` কি প্রশ্নটা করেনা। সেটা নিয়ে তেমন মাথা ঘামায় না বেশির ভাগ মানুষ।

আমার এক কলিগ ছিলে বাবা খৃস্টিয়ান মা মুসলিস... এবং সে খৃস্টান ধম` অনুসরন করে...

১৬ ই মে, ২০১৬ দুপুর ১:৩৪

রফিকুজজামান লিটন বলেছেন: হ্যা ঠিকই বলছেন , পরিচয় পর্বে কেউই ধর্ম নিয়ে জিজ্ঞাসা করে না। আমি লিটোকে অনেক দিন থেকে চিনি , কৌতুহল বসতো একদিন জিজ্ঞাসা করে ফেলি :)

২| ১৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩১

আহলান বলেছেন: ওয়াহ!

১৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৭

রফিকুজজামান লিটন বলেছেন: :)

৩| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৩

কৌশিক মোদক বলেছেন: ভারতের কেরলে বিয়ে হবার পর কোন মেয়ের ধর্ম পরিবর্তন ঐচ্ছিক। সেখানে একই পরিবারে একজন বউ হিন্দু আর একজন মুসলিম আবার অপরজন খ্রিসচান হামেশাই দেখা যায়। ছেলের বাড়ি মুসলিম মাথায় ফেজ টুপি, বউ এদিকে সিদুর পড়া হিন্দু, কতটা স্বাধীন চেতা হলে তবে মহিলা দের এই সম্মান দেওয়া যায়।

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

রফিকুজজামান লিটন বলেছেন: আমার এক কলিগ বাবা হয়েছেন , কিন্তু ওরা এখনো বিয়া করেনি , গত পাচ বছর ধরে একসাথে বসবাস করছেন। দু জনের বাড়ি জার্মানি। ঢাকা শহরে অনেককেই দেখছি দু জন দু ধর্মের মানুষ কিন্তু বিয়ে করে দিব্বি ঘর সংসার করছে। আমার এক জিপি র কলিগ মুসুলমান কিন্তু তার স্ত্রী হিন্দু। দু জন দু ধর্ম পালন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.