নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

গলার ভিতর আটকে আছে জ্বল-জ্যান্ত আস্ত কই মাছ !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭



আমার ডাক্তার ফ্রেন্ড তার ভয়ংকর রোগীর গল্প বলছিলো। সে জীবনেও এই ধরণের রোগী দেখা তো দূরে থাক গল্প শুনেনি। এটা ছিল গত কালকের ঘটনা।

"মাছ ধরতে গেছে। একটা কই মাছ দাঁত দিয়ে ধরে আরেকটি ধরতে গেছে। এরমধ্যে কই মাছ টা মুখের মধ্যে চলে গেছে । এবার প্রাণ নিয়ে টানাটানি। গলা দিয়ে বেশ রক্ত ক্ষরণ হচ্ছিলো।

আমাদের এখানে কিছু করার ছিল না। মাছের লেজ দেখা যাচ্ছিল সেটা ধরে টানার চেষ্টা করেছি। কিন্তু মাছের কানের কাঁটা গলাতে আটকে আছে। বের করে আনা যায়নি। পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ফ্রেন্ডের দীর্ঘশ্বাস --জানি না লোকটা বেঁচে আছে কিনা !!"

ছোট বেলায় আমিও মাছ ধরেছি, অনেক আনন্দের ছিল সেই সব দিনগুলি। আমার মাছ ধরার চরম শখ ছিল। কখনো বড়শি দিয়ে, জাল দিয়ে কখনোও বা কাদা পানিতে পুকুরে নেমে প্রচুর মাছ ধরেছি। গ্রামের বাড়িতে গেলে মাছ ধরার নেশা পেয়ে যেত । মাছ ধরার আনন্দ ...আহা!! যদিও আমি মাছ খাই না তবুও মাছধরা ছিল নেশার মত ! তবে ভালো একটা নেশা। ধৈর্যের পরীক্ষা হয়।

অচেনা ঐ মানুষটার জন্য বেশ মায়াই লাগছে। অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা রইলো - পরম করুনাময়ের কাছে দোয়া করছি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক !!

মাছ ধরা চলুক, চলতে থাক.........

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

বোরহাান বলেছেন: একদম অন্যরকম ব্যাপারটা! হাসবো কি দুঃখ প্রকাশ করবো ভেবে পাচ্ছিনা! যাই হোক দোয়া রইলো মহান আল্লাহ তা'য়ালা যেনো উনাকে অচিরেই সুস্থতা দান করে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

রফিকুজজামান লিটন বলেছেন: আমিন !!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: এত বড় কই মাছ যার মুখে ঢুকে তার মুখটা কত বড় জানতে ইচ্ছা করে।

একজনের দাদাবাড়ির সেই বিশাল কড়াই আর আরেকজনের নানাবাড়ির বিশাল মাছের কথাই মনে পড়লো!:(

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

রফিকুজজামান লিটন বলেছেন: দাদাবাড়ির গল্পটা বলেন আপু , আমার জানা নাই :)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

রফিকুজজামান লিটন বলেছেন: আমি "চাঁদগাজী" নিকের মন্তব্য মুছে দিয়েছি। প্লিজ শালীনতা বজায় রেখে মন্তব্য করুন। "তার গলা দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিলো " তাকে রেফার্ড করা ছাড়া কোনো উপায় ছিল না ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



ওকে কার কাছে পাঠানো হয়েছে? সেখানেও ডাক্তারই ব্যবস্হা নেবেন, আপনার ফ্রেন্ড ইডিয়ট। শক্তিশালী কাঁচি দিয়ে লম্বালম্বিভাবে মাছকে কেটে টুকরা করে বের করা সম্ভব হতো; তার আগে নাক দিয়ে অক্সিজেনের সংযোগ দেয়ার দরকার ছিলো; আপনার ফ্রেন্ডকে ৫ বছরের রিকসা ড্রাইবার কোর্সে পাঠানো দরকার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। হয়তো পরিস্থিতি অনুকূল ছিল না।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: মানে যতবড় কড়াই তত বড় মাছের মত এই ভয়ংকর মাছ যার মুখে ঢুকেছিলো তার মুখটাও মনে হয় তেমনি হবে।

অথবা এমনও হতে পারে পিচ্চি কই ছিলো। যাইহোক এই পোস্ট পড়েই আমার ভয় লেগেছে কারণ কইমাছের কাটা এতই শক্ত রান্না কই এর কাঁটা ফুটলেও খবর হয়ে যায় আর সেই লোকটার কি হয়েছিলো কে জানে!:(

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

রফিকুজজামান লিটন বলেছেন: B-) :(

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:




রক্ত ঝরলে, কার কাছে রেফার্ড করেছে? আপনিও বন্ধুর সমান বুদ্ধিমান।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহা.....আমার বুদ্ধি কম , এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে আমার বন্ধু অনেক মেধাবী এবং ভালো ডাক্তার !!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সুস্থতার জন্য দোআ রইলো ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ !!

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

অ্যানালগ বলেছেন: নিজে হ্যন্ডল করার মতো লজিস্টিক্স আর এক্সপেরিয়েন্স না থাকলে নেক্সট লেভেলে এসকেলেট করাটাই শ্রেয়।

কিছু বদ-পাজি লোক থাকবেই সবকিছুতেই ভুল ধরার জন্য, জাস্ট ইগনোর দেম।

আশাকরি ভালো আছেন আমিরাতে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ,শুভ কামনা !!

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

অগ্নি সারথি বলেছেন: নিউজটা মনে হয় বিডি বিউজ২৪ এ এসছে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

রফিকুজজামান লিটন বলেছেন: ... মনটাই খারাপ হয়ে গেল। আহ! :(( :((

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছোটবেলায় একটা বাচ্চার গলায় বাইন মাছ ঢুকে মারা যাওয়ার কথা শুনেছি। দাঁত দিয়ে রেখেছিল কিন্তু মুখের ভেতর ঢুকে যায় মাছ...

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

রফিকুজজামান লিটন বলেছেন: :( :((

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: বিপদেই পড়েছে লোকটা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

রফিকুজজামান লিটন বলেছেন: :((

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

সাদা মনের মানুষ বলেছেন: এমন একটা গল্প তো অনেক আগে শুনেছিলাম, অথচ এটা ঘটলো এতোদিনে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

রফিকুজজামান লিটন বলেছেন: :(

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

ইকবাল আসাদ বলেছেন: শেষে লোকটা মারা গেল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

রফিকুজজামান লিটন বলেছেন: :(( :((

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

আবু ইশমাম বলেছেন: দুঃখ লাগছে খুব

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

রফিকুজজামান লিটন বলেছেন: :(( :((

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: যা হোক লোকটির সুস্থতার জন্য সবারই দোয়া করা উচিত। এরকম ঘটনা আগেও শুনেছি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: :( :((

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: গড!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫

রফিকুজজামান লিটন বলেছেন: :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.