![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।
কয়েকদিন ধরে দুবাইতে টিপ্ টিপ্ বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা , মরুভূমির তেজি সূর্যি মামারও তেমন দেখা নাই। মরুভূমিতে এমন আবহাওয়া সত্যিই বিরল। আশ্চর্যজনক হলেও সত্য সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম উপায়ে বৃষ্টি নামিয়ে আনছে। বিমানে করে আর্দ্র মেঘাচ্ছন্ন আকাশে লবণ স্ফটিক (salt crystal flares) বাস্ট করানো হয় , এতে মেঘের আদ্রতা বেড়ে যেয়ে বৃষ্টিবিন্দু হয়ে ঝড়ে পরে।
কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর এই প্রক্রিয়াকে বলে ক্লাউড সীডিং [Cloud seeding]। ২০০১ সালে আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্ত করে দুবাই। এরপর থেকে নিয়মিত কৃত্রিম বৃষ্টিপাত কর্মসূচি চালিয়ে আসছে ।
এখন পর্যন্ত এই বছরে ইউএই আবহাওয়া ব্যুরো ৬ টি এয়ারক্রাফ্ট দ্বারা ১০০ বার ক্লাউড মিশন পরিচালনা করেছে। অত্যাধুনিক রাডার দ্বারা ইউএই আকাশে ঘন কালো মেঘ ভেসে যাওয়া পর্যবেক্ষণ করা হয়। আবহাওয়া বুঝে প্লেন থেকে ক্লাউড সীডিং করে ভেসে যাওয়া মেঘগুলোকে বৃষ্টি আঁকারে নামিয়ে আনা হয়। এতে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই বলেও মনে করছেন আবহাওয়া ব্যুরো।
ছবি : গালফ-নিউজ
নারীর নিরাপত্তা .....
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই , আমার ব্লগে স্বাগতম !
২| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬
মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিষয় নিয়ে লেখছেন।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ,শুভ কামনা মামুন ভাই !!
৩| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
কলিমুদ্দি দফাদার বলেছেন: জেনে ভালো লাগলো।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫
রফিকুজজামান লিটন বলেছেন: ভালো লাগা প্রকাশের জন্য কৃতজ্ঞতা!!
৪| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
বিলকিছ৫৩৯২ বলেছেন: ধন্যবাদ ভাই, আগে জানতামনা এখন জেনেছি।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০১
রফিকুজজামান লিটন বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু !!
৫| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২
রফিকুজজামান লিটন বলেছেন: কাজী ফাতেমা আপু অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য !!
৬| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
শোভ বলেছেন: তাহলে মেঘের জন্য আর ফেরেশতা মিকাইল এর দরকার নেই !!!!!!!!
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৫
রফিকুজজামান লিটন বলেছেন: ভাই আমার ধর্মীয় জ্ঞান খুবই সীমিত। ওলামা-আলেমদের জিজ্ঞাসা করুন!!
৭| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৬
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার ব্যাপার তো।
কোন কোন গানে শোনা যায়, তোমার জন্য বৃষ্টি নামাবো ইত্যাদি ইত্যাদি। এসব আগে অসম্ভব মনে হতো। পাম মারার জন্যই কইত।
এখন তো ওসব কেউ কইলে সিরিয়াসলি নিতে হবে।
শোভ বলেছেন: তাহলে মেঘের জন্য আর ফেরেশতা মিকাইল এর দরকার নেই !!!!!!!!
হা হা।
হক কথা
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৯
রফিকুজজামান লিটন বলেছেন: স্বাগতম আমার ব্লগে আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ !!
৮| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
হাদী কুষ্টিয়া বলেছেন: ভাই শেয়ার করলাম আপনার লিখাটা ..........।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯
রফিকুজজামান লিটন বলেছেন: অবশ্যই পাড়াতো (কুষ্টিয়া ) ভাই , ধন্যবাদ আপনাকে !!
৯| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬
অগ্নি সারথি বলেছেন: শোভ বলেছেন: তাহলে মেঘের জন্য আর ফেরেশতা মিকাইল এর দরকার নেই !!!!!!!!
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭
রফিকুজজামান লিটন বলেছেন: ভাই আমার ধর্মীয় জ্ঞান খুবই সীমিত !!
১০| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২
জুন বলেছেন: এই কৃত্রিম বৃষ্টিপাতের আবিষ্কারক থাইল্যান্ডের রাজা ভুমিবল যিনি কোন বিষয়ে পারদর্শী ছিলেন না সেটাই ভাবনার বিষয়। তার এই আবিস্কার পেটেন্ট করা আর এটা ব্যাবহারে থাই রয়েল প্রজেক্ট এর অনুমতি নিতে হয় রফিকুজ্জামান লিটন।
লিংকটা দেখলেই বুঝবেন।
https://vulcanpost.com/590668/king-bhumibol
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ জুন আপু , আপনার সুন্দর তথ্যের জন্য। কৃত্রিম বৃষ্টিপাতের অনেক গুলো পদ্ধতি আছে। যেমন চীন ভূমি থেকে রাসায়নিক দ্রব সম্বলিত মিসাইল উৎক্ষেপণ করে বৃষ্টি নামায়। কেউ আকাশে ড্রাই আইস ছিটিয়ে বৃষ্টি নামায়, আবার কেউ সল্ট স্ফটিক ছিটিয়ে।
১১| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫
জুন বলেছেন: আপনি কাইন্ডলি লিংকটা দেখলেই বুঝবেন মর্ডান টেকনিকটা কেমন যার উল্লেখ আপনি করেছেন দুবাই এর বৃষ্টি ঠিক এই টেকনিকেই নামানো হয়েছে রফিকুজ্জামান লিটন
https://vulcanpost.com/590668/king-bhumibol
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২২
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপু, আমি সময় করে পড়ে নিবো। আমার আবার এইসব বিষয়ে অনেক ইন্টারেস্ট
১২| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
জেনে ভালো লাগলো ,,,,তাতে খরচা পাতি কেমন হবে । বেশি না কম ?
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯
রফিকুজজামান লিটন বলেছেন: আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা। তারা এইসব কাজে বিলিয়ন ডলার ব্যয় করছে। এবার কৃত্রিম বিশাল পাহাড় বানাচ্ছে ।
বিজ্ঞানীরা বলছেন, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উপরে উঠে যাবে গরম বাতাস। এরপর ঠাণ্ডা হয়ে সেই বাতাস থেকেই নামবে বৃষ্টি। কৃত্রিম এই পাহাড় তৈরি করতে খরচ হবে দেড় হাজার কোটি টাকা।
১৩| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪
করুণাধারা বলেছেন:
দুবাই সরকার তাদের মরুভূমিকে সবুজ করে তোলার জন্য rain enhancement project বলে পঞ্চাশ লক্ষ ডলারের প্রকল্প শুরু করেছে।এখানে দেখুনview this link
আর আমাদের সবুজ দেশটা মরুভূমি হতে চল্ল।
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪
রফিকুজজামান লিটন বলেছেন: দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। ধন্যবাদ !!
১৪| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: জেনে ভালো লাগল।
২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৫
রফিকুজজামান লিটন বলেছেন: জানাতে পেরেও ভালো লাগছে। ধন্যবাদ রাজীব ভাই !!
১৫| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
লবন গুলো কোথায় যাচ্ছে? লবনের পরিমাণ কি রকম?
২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৯
রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহাহা ...... ভেবে দেখি নাই ........ ভাববার বিষয় !!
১৬| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪১
সচেতনহ্যাপী বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।। সাথে আমরাও তো অজানাকে জানলাম।।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৯
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৭| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫১
মানবী বলেছেন: অসাধারন পোস্ট!
"জুন বলেছেন: এই কৃত্রিম বৃষ্টিপাতের আবিষ্কারক থাইল্যান্ডের রাজা ভুমিবল যিনি কোন বিষয়ে পারদর্শী ছিলেন না সেটাই ভাবনার বিষয়।"
- সত্যকথা! একজন সত্যিকারের দেশপ্রেমী নেতার পক্ষেই জনমানুষের কল্যাণের জন্য অসম্ভবকে সম্ভব করার সব স্বপ্ন আর বাস্তবায়ন সম্ভব! আমাদের নেতা নেত্রীদের ইতিহাস নিলে তাদেরও অগ্রপথিক হিসেবে পাওয়া যাবে, ঘুষ গ্রহনের বিভিন্ন উপায় আর দূর্নীতির সমুদ্রে ভেসে যাবার নিত্য নতুন পন্থার আবিস্কারক হিসেবে!
তথ্যসমৃদ্ধ চমৎকার পোস্টটির জন্য ধন্যবাদ রফিকুজজামান লিটন ।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩০
রফিকুজজামান লিটন বলেছেন: দারুণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ !!
১৮| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৭
সাদা মনের মানুষ বলেছেন: যন্ত্রের কাছে প্রকৃতি পরাজিত হচ্ছে ক্রমান্বয়ে
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩০
রফিকুজজামান লিটন বলেছেন: প্রযুক্তি দ্বারা প্রকৃতি নিয়ন্ত্রণ। ধন্যবাদ !
১৯| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন শেয়ার ।
ভ্রাতা - কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে কিছু লিংক দেন- বিস্তারিত পড়ি ।
২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫
রফিকুজজামান লিটন বলেছেন: জুন আপুর দেয়া লিংকটা পড়তে পারেন https://vulcanpost.com/590668/king-bhumibol
২০| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০
বিষাদ সময় বলেছেন: ভাল লাগলো পোস্টটিপড়ে। তবে বিষয়টা হরহামেসা ঘটালে চিন্তার ব্যাপার। ভারত পদ্মায় বাঁধ দিয়ে উজানে পানি প্রত্যহার করে নিচ্ছে আর ভাটির দেশ হিসাবে আমাদের প্রান ওষ্ঠাগত। তেমনি উজানের দেশ কৃত্রিম উপায়ে সব মেঘ বৃষ্টি আকারে নামিয়ে ফেললে ভাটির দেশ আর দু চার ফোটাও বৃষ্টি পাবে না। বাধবে মেঘ শেয়ারিং কেচাল হাঃ হাঃ হাঃ............
২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০
রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহা ........ চরম এনালাইসিস ....... এভাবে ভাবিনি কখনো
২১| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
জুন বলেছেন: @ ভাই বিষাদ সময় আপনার উল্লিখিত মেঘ দখলের নীচতা শুধু আমাদের বৃহৎ প্রতিবেশীর দ্বারাই সম্ভব । চীন পারে কিনা জানি না। তবে দুনিয়ার আর কোন দেশেই বাধ দিয়ে নদীর পুরো পানি প্রত্যাহার করে নিজেদের অন্য নদী নাব্য রাখে এটা একমাত্র আমাদের বৃহৎ এবং প্রিয় প্রতিবেশীই করতে পারে । নইলে দুনিয়ায় কত নদী আটটা দশটা দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই নাব্যতায় ।
২২| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
বিষাদ সময় বলেছেন: @ জুন আপা ঠিকই বলেছেন । তবে এর সাথে দু-একটা কথা বলতে চাই। একটি রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সাথে কেমন আচরন করবে তা মনে হয় নির্ভর করে সে রাষ্ট্রটির চরিত্রের উপর অর্থাৎ রাষ্ট্রটি কি আগ্রাসী না আগ্রাসী নয় তার উপর। আর কোন রাষ্ট্র যদি আমাদের প্রতিবেশির মত আগ্রাসী আর সেমি সভ্য হয় তাহলে তার আগ্রাসন চলে নগ্ন উপায়ে। আর সভ্য আগ্রাসী রাষ্ট্রগুলো আগ্রাসন চালায় শৈল্পিক পদ্ধতিতে অর্থাৎ কোন সংঘ, কোন ট্রিটি বা বিশ্ব শান্তির ছদ্মাবরনে। তাকিয়ে দেখেন মধ্য প্রাচ্য বা আফগানস্তানের দিকে।
উন্নত রষ্ট্রগুলো বুঝে গেছে যে নদীর উপর বাঁধ নির্মান করলে শেষ পর্যন্ত ফলাফল কারও জন্যই ভাল হয়না যা আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি এখনও বুঝতে পারেনি। তারা বুঝতে বুঝতে হয়তো নদীগুলো পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে যাবে। ধন্যবাদ, ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক আগেই শুনেছিলাম বিদেশে কৃত্তিম বৃষ্টিপাত করানো হয়। শেয়ারের জন্য ধন্যবাদ।