| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি, তুমি, আমরা কেউ ভাল নেই। আমার দেশ ভাল নেই ,ভাল নেই এই গ্রহের কোন একটুকরো ভূখণ্ড।
আজ বা আগামী কাল ইতিহাস হয়ে যেতে পারি ফ্যানাটিক দের সুনজরে পরে। আর পুলিশ প্রশাসনের নজরে পরলে তো পুরাই জিঙ্গালালাহু।
অপরাধঃ কোন এক সন্ধ্যায় ঘরে ফেরার পথে হয়ত তাকিয়েছিলাম ছেলেটার আয়াত গভীর কালো চোখে বা ছেলেটার সদ্য ভারা মিটিয়ে দেয়া রিকশাওলাকে বলেছিলাম চাচা যাবেন ? সন্দেহ ওই ছেলেটিকে নিয়েও।
বাংলাদেশের পুলিশ জঙ্গিদের থেকে কম যায় না একেবারে। এতই সহজ ? প্রশ্নবোধক চিনহ টা ভুলে যাই। এতই সহজ।
আমি তাদের মত হতে চাই যাদের কিছুতেই কিছু আসে যায় না। তাঁরা সত্যি ভাল থাকতে চায় বলেই সব কিছুর বাইরে থাকতে পারে ,কত ভাগ্যবান তাঁরা , তাদের বাইরের পৃথিবীর নিষ্ঠুরতা,মালিন্য, হঠকারিতা,তুচ্ছতা ক্ষুদ্রতার সম্মুখীন হয়ে কখনো ব্যথিত হতে হয় না ।
ঠিক ফিওদর দয়স্তভস্কির দ্যা ইডিয়ট এর নায়ক চরিত্রের মত।
একটা খুব প্রচণ্ড ইচ্ছেশক্তির দরকার।
আমি ভাল আছি তুমিও ভাল থাকবে, ভাল থাকবে এই গ্রহের প্রতিটা প্রাণী, ভাল থাকবে আমার দেশ।
কোথাও কোন যুদ্ধ নেই, অপমৃত্যু নেই , জমাট বাঁধা কোন রক্ত নেই।
আহা! কতদিন প্রান খুলে হাসে না পৃথিবী ।
২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৭
মাহামুদা লিজা বলেছেন: কেন জানিনা খুব মন খারাপ লাগছিল তাই আবোলতাবোল যা মনে আসলো লিখলাম।আমি এই ব্যাধি সংক্রামনের কারন হতে চাই না অবশ্য ।পরার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৩
খায়রুল আহসান বলেছেন: আমার দেশ ভাল নেই ,ভাল নেই এই গ্রহের কোন একটুকরো ভূখণ্ড - এই ভালো না থাকাটা সংক্রামক ব্যাধির মত ছড়িয়ে পড়ছে চারিদিকে। তবুও, শেষে এসে যেকথা বলেছেন, ভালো থাকার আপনার আশাবাদ পূরণ হোক!