![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতিপয় নির্বোধ যুক্তি দেখান যে:
ডিপ্লোমা নার্স দের কি ডাক্তার বলা হয়?
প্যারা-মেডিকেল বা 'ম্যাটস' এর
ডিপ্লোমা গ্রাজুয়েট গণ কি ডাক্তার
উপাধি পায়?
পায় না।
তাহলে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গণ
কেন ইঞ্জিনিয়ার হতে পারবেন।
সুন্দর চমৎকার যুক্তি।
যেন বলছেন যে
ইংলিশ এ অনার্স কে কি B.Sc বলে,
তাহলে ফিজিক্স এ অনার্স কে কেন B.sc
বলা হয়???
হে গর্ধপ!!
'ডিপ্লোমা- ইন নার্সিং' এর গ্রাজুয়েট দের
যেমন Nurse বলে তেমনি "B.sc/M.sc in
Nursing" এর গ্রাজুয়েট দের ও Nurse
বলা হয়।
তাদের কেন ডাক্তার
বলা হবে রে হাম্বা??
Course টাই তো নার্সিং এর।
ডিপ্লোমা Nurse দের যদি নার্স
না বলে আয়া বলা হত তাইলে তারা ও
মাঠে নামত।
প্যারা মেডিকেল এর সাবজেক্ট হল:
# ডেন্টাল,
# প্যাথলজি,
# ফার্মেসি ইত্যাদি
এই Subject এর উপর Diploma, B.sc, M.sc,
P.hd যাই করা হোক তারা ডেন্টিস্ট,
Pathologist ও ফার্মাসিস্ট ই হবেন।
ডাক্তার কেন হবে রে গাধা??
আমাদের কোর্সে এর নাম "ডিপ্লোমা ইন
ইঞ্জিনিয়ারিং"। (Diploma in Engineering)
আমাদের ও তো সেই প্রশ্ন,
B.sc না করে ও ডিপ্লোমা নার্সেরা নার্স,
ডিপ্লোমা ডেন্টিস্ট রা ডেন্টিস্ট,
ডিপ্লোমা ফার্মাসিস্ট রা ফার্মাসিস্ট,
তাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রা কেন
সুপারভাইজার???
আপনারা কি জানেন???
©somewhere in net ltd.