![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি
-অত্যান্ত ভরা ক্রান্ত
হৃদয়ে নিয়ে আজকে আপনাকে লিখছি। মাননীয়
প্রধানমন্ত্রী,আ পনি অবগত আছেন ,আমরা পলিটেকনিক
শিক্ষার্থীরা কিছু ন্যায্য দাবী দাওয়া আদায়ের
লক্ষে একটি নামে মাত্র সংগঠনের
ডাকে পরীক্ষা বর্জন করেছিলাম এবং আন্দোলন
করেছিলাম।উত্তেজ িত ছাত্ররা নিজেদের অস্তিত্ব ও
সম্মান অক্ষুন্য রাখার জন্য রাজ পথে নেমেছিল।
ফলে পুলিশের সাথে ছত্রদের সংঘর্ষ বাঁধে।
পলিটেকনিকছাত্রদ ের এই আন্দোলন
সহিংশতায় রূপ নেয়। এমন সংকটময়
পরিস্থিতিতে শিক্ষা সচিব ও গনপূর্ত
সচিব বলেন, আমাদের পদমর্যার
পরিবর্তন হয়নি।আমদের ভ্রান্ত
ধারনার জন্য নাকি আমরা আন্দোলন
করেছি।তাই যদি হয়, তাহলে ২০০৮
সালের বিতর্কিত গেজেট?
যেখানে স্পষ্ট
করে লেখা আছে পলিটেকন থেকে পাশ
করা শিক্ষার্থীরা হবে সুপারভাইজার।
প্রকৌশলী হবেন তারাই
যাহারা স্নাতক। তখন তাহারা আমদের
১৫ দিন সময় দেয় যে,বিতর্কিত গেজেট
১৫ দিনের মধ্যে সংশোধন করা হবে।
এমন কি সংবাদ সম্মেলন
করে বলেছিলেন।সব টিভি চ্যানেল
তা প্রাচার করে।কিন্তু দীর্ঘ আড়াই
মাস অতিবাহিত হতে চলল গেজেট নামক
সোনার হরিন এখনো প্রাকাশ হল না।
আমাদের জীবন থেকে একটি বছর লস্
হতে চলেছে।পরীক্ষা হওয়া না হওয়ার
টেনশন আমদের ঢুকে ঢুকে খাচ্ছে।
আমি সহ অনেকেরই পারিবারিক
অবস্থা ভাল না।হয়তবা আমরা এতদিন
পরীক্ষা শেষ করে কেন
একটি বেসরকারি কোম্পানিতে যোগদান
করলাম হয়।কিন্তু আজ সে আশা আমাদের
তাসের ঘরের মত ভেঙ্গে গেছে।আজ
আমাদের পরিবারের শোচনীয় অবস্থা।
এমন মেঘলা দিনে আজ আপনার হস্তক্ষেপ কামনা করি।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অবগত
করতে চাই আমরা এস,এস,সি পাশ করে আসি।
আমরা খারাপ স্টুডেন্ট না।
আমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হই।
আমদের প্রত্যেকরই জিপিএ ৪.৫০ এর
উপরে।আমরা ১৪ বছর স্কুলিং।আর বি এস
সি রা ১৬ বছর স্কুলিং।তাদের ও
ইঞ্জিনিয়ারিং শিক্ষা ৪ বছর
আমাদেরও ৪ বছর।মাঝ
খানে তারা ইন্টারমিডিয়েট করে ২
বছর।তাহলে আমরা বলতে চাই
আমরা যদি ৪ বছর
ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহন
করে সুপারভাইজার হই, তাহলে তারাও
তো ৪ বছর ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহন
করে,ইন্টারমিডিয় েট করার জন্য
তাদের সিনিয়ার সুপারভাইজার
করা হইক।
দেশনেতৃ,আমরা আপনার
দিকে তাকিয়ে আছি।এই গেজেটের জন্য
আমাদের ৫ জন এর মত ভাই জীবন
দিয়েছেন।হাজার হাজার ভাই পুলিশের
নির্মম নির্যতনের শিকার হয়েছেন।
এখনো অনেকে জেলে আছেন।
তাই আপনার কাছে আমার সবিনয়
নিবেদন আপনি আমাদের
অতিলম্বে গেজেট প্রকাশ
করে পরীক্ষার সু ব্যবস্থা করবেন।
এবং আতক কৃত ভাইদের মুক্তি দিবেন।আর
যদি না পারেন আমাদেরকে আপনার
বাহিনী দিয়ে মেরে ফেলুন।সুপারভাইজ র হওযার
চেয়ে মরে যাওয়া অনেক
ভাল
©somewhere in net ltd.