![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“পার্সোনাল লাইব্রেরী নেটওয়ার্ক”
একটা পার্সোনাল লাইব্রেরী নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজন বোধ করছি বেশ কিছুদিন ধরে। ব্যক্তিগত সংগ্রহে থাকা বই, ই-বইগুলোকে একটা ডাটাবেজে নিয়ে আসার মত ব্যাপারটা। সদস্যরা চাইলেই নেটওয়ার্ক সাইটে ঢু মেরে দেখে নিতে পারতেন, তার চাওয়া বইটি আছে কিনা কারো কাছে।
এরকম একটি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট ডেভেলপ করা বিবিধ বিষয় সাপেক্ষ। তাই বলে, হাত গুটিয়ে বসে থাকতে চাইছি না। Google Drive –কে কাজে লাগিয়ে মোটামুটি চলনসই একটি নেটওয়ার্ক গড়ে নেয়া যেতে পারে এখনই।
সে লক্ষ্যে, কিছু ই-বই আপ করে চালু করে দিলামঃ
www.boierbazar.com www.boierbazar.com
সবাইকে আহবান করব, যার কাছে যা কিছু ই-বই আছে, তাই নিয়ে এগিয়ে আসুন। এগিয়ে নিন “পার্সোনাল লাইব্রেরী নেটওয়ার্ক”।
©somewhere in net ltd.