নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি চোর

গুপ্ত চোর

লিংকন_ফেণী

প্রযুক্তি লিখক

লিংকন_ফেণী › বিস্তারিত পোস্টঃ

জন নেত্রী শেখ হাসিনা- আপনাকে বলছি, আমাদের মান-সম্মান বাঁচান

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

প্রথমে আমি বা আমাদের পরিচয় দিচ্ছি- হয়ত আপনারা আমাদেরকে চিনেন?

আমরা প্রত্যেক ক্লাসে আপনাদের সাথে লেখা পড়া করি আর নিজের খেয়ে সারাক্ষণ আপনাদের সাথে তর্ক বিতর্ক করে যাই আর আপনাদেরকে বুঝাই " প্লিজ ভাইয়ারা, আপনারা ৭১ এর বিরোধীদেরকে কখনো সমর্থন করবেন না "।

কারণ আমরা নিজেদেরকে সরাসরি আ:লীগ বলতে নারাজ তবুও মাঝে মাঝে আপনারা আমাদেরকে আ:লীগ বলে গালি-গালাজ করেন কারণ আমাদের সকল যুক্তি তর্কের ফলাফল সব সময় আ:লীগের পক্ষে চলে আসে ত তাই। আর ফলাফল কেনই বা আ:লীগের পক্ষে আসবে না, তারা যে ৭১ এ মহান মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেয়া দল...................।



সত্যিকার অর্থে আমরা সাধারণ দেশ প্রেমিক তবুও আপনারা অনেকে আমাদেরকে ইন্ডিয়ার দালাল বলে থাকেন, যদিও আমরা তার জন্য মাইন্ড করি না, কারণ সৃষ্টি কর্তা সব জানেন।



আল্লাহর কসম করে বলছি- আমরা না পাকিস্তান দালাল না ইন্ডিয়ার দালাল। আমরা সত্যিকারে বাংলাদেশ প্রেমি, যেখানে থাকবে না মানুষের কোন বেদাবেদ। মুসলিম, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই।



আমাদের মূল মন্ত্র গুলো হল-

১- আমরা বাঙ্গালি

২- আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি

৩- জাতীর পিতা বঙ্গবন্ধু

৪- ২৬ মার্চ মেজর জিয়া স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

৫- মুসলিম, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান সবাই মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছে সেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য সবাই এক সাথে অংশগ্রহন করবে।

৬- রাষ্ট্রের ধর্ম হবে মানব ধর্ম (তথা কোন একক ধর্মকে প্রাধান্ন দেয়া হবে না)

৭- ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।

৮- শিবিরের নেতা-কর্মীদের রাজাকার বলে গালি দিবো না, তারাও আমাদের ভাই, বন্ধু, প্রতিবেশি।

৯- বর্তমানে ছাত্রলীগের কর্মীদের চেয়ে শিবির অনেক ভালো- কারণ তারা ৫ওয়ার্ক নামাজ পড়ে যা ছাত্র লীগের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, তাই ছাত্র লীগকে অবশ্যই ভালো কাজের জন্য শিবিরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিৎ

১০- শিবিরের নেতা-কর্মীদের মাথায় ৭১ এর দালালরা ভর করছে সুতরাং

ঐ দালালদের নিমূল করলে মনে হয়- তারা আরো বেশি দেশ প্রেমিক হবে।

১১- দেশে গণতান্ত্রিক সরকার চাই।

---------------------------------------- -------------

আ:লীগ দেশের জন্য অনেক করছে, আমাদের অর্থনীতি অনেক বেড়ে গেছে, জিডিপি বেড়েছে, রিজার্ব ৬ মাসের আছে..............তথা দেশ এগিয়ে যাচ্ছে- তবে গণতন্ত্র নষ্ট করার দায়ও তাদের নিতে হবে।

---------------- প্রশাসন কে ব্যবহার করে সব উপজেলার ভোট কেড়ে নেয়া আ:লীগের ঠিক হয়নি। হয়ত প্রধান মন্ত্রী শেখ হাসিনা- গণভবন থেকে এই কথা গুলো জানেন না যে- কিভাবে তার নেতা-কর্মীরা ভোট কেন্দ্র দখল করে জয় হচ্ছে।

আমিও আগে ভাবতাম এগুলো সব জামাত-বি,এন,পি -র মিথ্যা প্রচারণ কিন্তু যখন নিজেই ভোট দিতে গেলাম আমার চোখে সব পরিষ্কার হয়ে গেল............।

উল্লেখ্য আমার দেখা ফেণীর ছাগলনাইয়া উপজেলার সব ভোট কিভাবে চুরি করা হয়েছে, আর কিভাবে অযোগ্য লোক চেয়ারম্যান হয়েছে। প্লিজ প্লিজ প্লিজ এই সব বন্ধ করুন, এই ছোট ছোট খারাপ কাজগুলোর জন্য আ:লীগের বড় বড় সোনালী ইতিহাস গুলো মিথ্যা হয়ে যাচ্ছে, যার জন্য আর আমরা ক্লাসে পারছিনা, নতুন প্রজন্ম কে আ:লীগের দিকে আহ্বান করতে ......................... কারণ চক্ষু লজ্জা বলতে ত আমাদের কিছু আছে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.