নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি চোর

গুপ্ত চোর

লিংকন_ফেণী

প্রযুক্তি লিখক

লিংকন_ফেণী › বিস্তারিত পোস্টঃ

একজন আদিবাসী বোনকে বাঁচাতে এগিয়ে আসুন

২০ শে মে, ২০১৪ সকাল ৮:৫৪





নাম তিথি চাকমা। দীঘিনালা সরকারী কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্রী। পিতার নামঃ তরুন কান্তি চাকমা, মাতার নামঃ মমতা চাকমা। বাবা একজন কৃষক। গ্রামঃ দিঘীনালা উপজেলায় উঃ পুকুর ঘাট গ্রামে। তিথি গত ৫/৬ ধরে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছে। হাসপাতালের ডাঃ দের কথা মতে সে নাকি ব্রেইন ইনফেকশন এবং নিউমোনিয়ার আক্রান্ত এবং দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন। প্রথমে চট্টগ্রাম শহরে GEC মোড়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎধীন ছিলো। অতি ব্য্যবহুল হওয়ার আগ্রাবাদ, মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হই। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ICU তে লাইফ সাপোর্ট এ আছে। ICU, ভেন্টিলেটর সাপোর্ট এবং ডাক্তারের খরচ সহ প্রতিদিন ২০ হাজার টাকার উপরে খরচ হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে আর্থিক টানাটানি সত্তেও এ যাবৎ প্রায় ৬/৭ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। নিজের অতি আদরের মেয়ে চিকিৎসার খরচ যোগাতে গরিব তিথির বাবা অত্যান্ত অসহায় হয়ে পড়েছে।





আমরা কত টাকা কতভাবে অপচয় করে থাকি। অন্তঃত সে অংশ থেকে কিছু সাহায্য করলে একটি মানুষ পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে। মুখে হাঁসি ফুটবে একটি বাবার।

মহৎ ব্যক্তিদের কাছে আকুল আবেদন একজন আদিবাসী বোনকে সবাই বাঁচাতে এগিয়ে আসুন। একটি কথা আছে,

ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জন

গড়ে তোলে মহাদেশ, সাগর অথল



আপনার- আমার সামান্য সহায়তা বৃহৎআকার ধারন করে একটি জীবন বাঁচানো সম্ভব।



আর্থিক সহায়তার জন্যঃ

--------------------------------------

ব্যাংক একাউন্ট

নামঃ Jagat Jyoti Chakma (তিথির কাকা)

Account No: 17251

Islami Bank Ltd.

Karwan Bazar, Dhaka



বিকাশ (Personal ): 01723-736751 (তিথির ভাই- প্রিভেল চাকমা)



দেশের বাইরে যারা আছেন "Jagat Jyoti Chakma" নামে Western Union এ আর্থিক সহায়তা পাঠাতে পারেন।



বিস্তারির জানতে ফোন করতে পারেনঃ 01556-588952 (তিথির বাবা)



দয়াকরে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন ।



ছবি নেওয়া হয়েছে : https://www.facebook.com/rain.reni প্রোফাইল থেকে।



বিদ্রঃ গতকাল মোবাইল ফোনে তিথির নিকতাত্বীয় থেকে তথ্য নেওয়ায় কলেজের নাম এবং তিথির ভাইয়ের নাম ভূল তথ্য দেওয়া হয়েছিলো। এ জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ সকাল ১০:৫৭

হেডস্যার বলেছেন:
আদিবাসী নয়, উপজাতি।

২০ শে মে, ২০১৪ দুপুর ২:৩৮

লিংকন_ফেণী বলেছেন: যেখানে সেখানে রাজনীতি ডুকাতে আপনাদের ভালো লাগে তাই না??????????

২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

হেডস্যার বলেছেন:
বেশি বুইঝেন না। কোনটা রাজনীতি?

আমি তো বলি নাই যেঃ আওয়ামিলীগ না, বিএনপি।
বলছিঃ আদিবাসী না, উপজাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.