নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরাবতীর বাগান চাই

বাংলাদেশকে নিয়ে শংকিত

শিরিন

এতো লাল আমি কোথাও দেখি নি। ফুলে বা অস্তরাগে, যতো লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে। রক্তে এ লাল আগুন ছড়ায় চেতনাকে করে সংহত, জড় দর্শন খুলে দেয় জটা ছন্দের জালও অংশত।

শিরিন › বিস্তারিত পোস্টঃ

মডেল হওয়ার সহজ টিপস

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩১





টেলিভিশনের পর্দায় কিংবা র‌্যাম্পে মডেলদের উপস্থিতি আমাদের বিমোহিত করে। সময় বদলের সঙ্গে সঙ্গে চিত্রতারকা কিংবা টিভি তারকা অথবা ব্যান্ড তারকার পাশাপাশি এখন সমান গুরুত্ব পাচ্ছেন মডেলরা। একজন মডেলের গ্ল্যামারের দীপ্তি চোখ ধাঁধিয়ে দেয়, তাঁদের চালচলন, ঝলমলে জীবনযাপন হাতছানি দেয় অন্য এক স্বপ্নের জগতের। শুধু যশ, খ্যাতি কিংবা ক্যামেরার ঝিলিক নয়। বর্তমান বিশ্বে একজন যোগ্য মডেলের টাকাও থাকে কাড়ি কাড়ি। আপনিও যদি এই স্বপ্নের পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে যেনে নিন কিছু সহজ টিপস।



প্রস্তুতি নং-১

এটা গ্ল্যামার ওয়ার্ল্ড। তাই পায়ের নখ থেকে চুল পর্যন্ত থাকতে হবে ফিট। সফল মডেল হতে হলে অবশ্যই নিজের একটা স্টাইল ও ইমেজ দাঁড় করাতে হবে। নিজের মতো করে নিজের সৌন্দর্য প্রকাশ করতে হবে। আর সবসময় টোটাল শরীরটাকে ফিট রাখতে হবে।



প্রস্তুতি নং-২

মডেলিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশভূষা, চুলের স্টাইল, হাঁটাচলা, দাঁড়ানোর ভঙ্গি, চোখের চাহনি ও ভুবন ভোলানো হাসি। আর যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো শুদ্ধ উচ্চারণ। আমরা অনেকে মনে করি ইংরেজি বলতে পারলেই স্মার্ট হয়ে গেলাম। মডেল হতে হলে অবশ্যই বাংলা ও ইংরেজি দুটো ভাষাকেই শুদ্ধভাবে আয়ত্ত করতে হবে।



প্রস্তুতি নং-৩

সব সময় কাজ নিয়ে ভাবতে হবে। বিভিন্ন ক্যাটালগ ও ম্যাগাজিন মনোযোগ দিয়ে দেখতে হবে। এক্সপ্রেশনগুলো দেখে চর্চা করতে হবে। বিজ্ঞাপন দেখে অনুশীলন করতে হবে। সফল মডেলদের জীবনকথা ও টিপসগুলো মনোযোগ দিয়ে নিজের মধ্যে স্থাপন করতে হবে।



প্রস্তুতি নং-৪

একজন মডেল হতে প্রয়োজন একটি পরিপূর্ণ পোর্টফোলিও। এ ক্ষেত্রে একজন পেশাদার ফটোগ্রাফারকে দিয়ে একটি পোর্টফলিও বানাতে হবে। সাধারণ একটি পোর্টফোলিওতে থাকে মডেলের নানা অ্যাঙ্গেল থেকে তোলা ছবি।



প্রস্তুতি নং-৫

সুন্দর ছবি তুলে পরিপূর্ণ পোর্টফলিও তৈরি হয়ে গেলে বিভিন্ন অ্যাজেন্সিতে ছবি পাঠানোর উদ্যোগ নিতে হবে। প্রশ্ন জাগতে পারে ছবি পাঠাবেন কোথায়? সোজা উত্তর বিজ্ঞাপনী সংস্থায়। বিশেষ করে নামকরা বিজ্ঞাপনী সংস্থাগুলোতে। আরও পাঠাতে পারেন বিভিন্ন বুটিক হাউসে এবং পত্রিকা অফিসগুলোতে। প্রয়োজনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন, মডেলিংয়ের সঙ্গে যুক্ত এমন ফটোগ্রাফার, মেকাপ, আর্টস, ফ্যাশন হাউস অর্গানাইজার এমন কারও সঙ্গে। পোর্টফোলিওর সঙ্গে একটি সুন্দর পরিপূর্ণ সিভি জমা দিতে ভুলবেন না।



এভাবেই পৌঁছে যেতে পারেন আপনার স্বপ্নময় মডেলিং জগতে। যদি ক্যারিয়ার গড়তে চান মডেলিংয়ে প্রস্তুতি শুরু হোক এখনই।









মন্তব্য ৬৬ টি রেটিং +৮/-২৪

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

অপ্রিয় কথা বলেছেন: ম্যাডাম কুতাকার মডেল।
আমিও সেকানকার মডেল হইতাম চাই।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

শিরিন বলেছেন: এটা কি ধরনের ভাষা?

আমি আফজাল ভাইয়ের সাথে কাজ করি

২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪১

ওমর হাসান আল জাহিদ বলেছেন: ভালই লিখেছেন। তবে আপনি চেষ্টা করছেন কি?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

শিরিন বলেছেন: আমি আফজাল ভাইয়ের সাথে কাজ করি, ধন্যবাদ

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪২

এ. এস. এম. রাহাত খান বলেছেন: "মডেলিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেÑ বেশভূষা, চুলের স্টাইল, হাঁটাচলা, দাঁড়ানোর ভঙ্গি, চোখের চাহনি ও ভুবন ভোলানো হাসি"


হ বিলাই হাটা না কি জানি কয়,আমিও শুনছিলাম আগে....

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

শিরিন বলেছেন: হ্যা হ্যা এ শব্দ কই পেলেন, এটা আমরা মজা করে ব্যবহার করি মাঝে মাঝে

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
টিপস নং ৬ : কোন অবস্থাতেই মাজা সোজা রাখা চলবে না বা সোজা হয়ে দাড়ানো যাবে না।

টিপস নং ৭ : ইংরেজী ভালো না জানলেও So , But এসব জানলেই চলবে।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

শিরিন বলেছেন: আ্যমেচার যারা তাদের চলবে, প্রফেশনাল হতে হলে ইংরেজীর বিকল্প নেই

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

বেতাল বলেছেন: মডেল হবার পরে মাসিক আয় কেমন হয়?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

শিরিন বলেছেন: কাজের উপর নির্ভর করে, তবে মোটামুটি পরিচিতি থাকলে টিভি, পেপার, ম্যাগাজিন, বিলবোর্ড আর বিভিন্ন পণ্যের মডেল হবার সুযোগ থাকে।

প্রাথমিক অবস্হায় মাসিক ২০,০০০-৪০,০০০ আয় করার সুযোগ আছে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

বিবর্তনবাদী বলেছেন: অনেকেই মাইনাস দিল। আমি প্লাস দিলাম, তিন্নিকে। তিন্নির ফটুক সম্বলিত পোস্টে মাইনাস দেওয়া খেমতা আমার নাই:#>:#>:#>:#>

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০

শিরিন বলেছেন: ছবিটা পরিবর্তন করলাম, ধারনা করছিলাম ওটার জন্যই মাইনাচ পাচ্ছি :(

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০

অপ্রিয় কথা বলেছেন: লেখক বলেছেন: এটা কি ধরনের ভাষা?

এটা একটা মুক্কর ভাষা।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০

বিবর্তনবাদী বলেছেন: ছবি চেঞ্জ করলেন কেনX(X(X(X(X(X(X(X(X(X(X(

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

শিরিন বলেছেন: এত ভক্ত?? দিলাম দুটো ছবি

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫০

চাচামিঞা বলেছেন: আফজাল ভাইডা আবার কেডা? ঐ যে কান দুইডা বড় বড়........?

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫২

জটিল বলেছেন: আপনার আফজাল ভাই কি আপনারে ব্লগ এ লিখতে কয় এসব !
আর ফটুকটা কার !

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

শিরিন বলেছেন: ব্লগে কি কারো অনুমতি নিয়ে লিখতে হয় নাকি? জানতাম না।

উপরের ছবিটি আনিকা রাব্বানীর, নীচের দুটি শ্রাবস্তী আদনান তিন্নির

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

অপ্রিয় কথা বলেছেন: শুইনছিলাম মডেল হইতে হইলে অনেক কিছু(!!!!!) স্যাক্রিফাইস করা লাগে।এটাও কি যোগ্যতার মধ্যে পড়েনা?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

শিরিন বলেছেন: আপনাকে ব্লক করছি, মানসিকতার উন্নয়ন ঘটান

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

টিংকু ট্রাভেলার বলেছেন: কিছু মনে করবেন না, আপনি আফজাল ভায়ের সাথে কি কাজ করেন? টিপসে কিছু বাদ পড়েনিতো? কারণ মেয়েরা এধরনের টিপস দেখে স্বপ্ন দেখতে থাকবে, তৈরী হতে থাকবে, ধরনা দিতে থাকবে, আর যারা সিরেক্টর তার সিলেকশন কাউচে বসে স্ক্রীণ টেষ্ট নিতে থাকবে। বলবে আরেকটু সাহসী হও।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

শিরিন বলেছেন: আপনি যেটা বলতে চাচ্ছেন সেগুলো একেবারেই ঘটেনা তা নয়। তবে সবাইকে নিজের উচ্চতা বুঝতে হবে। কারো যদি যোগ্যতা থাকে আর ভালো এজেন্সির সাথে যোগাযোগ রাখে, এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম।

আমরা অনেকসময় সহজে অনেক কিছু পাবার জন্য সব বিকিয়ে দিতে প্রস্তুত থাকি

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০২

সার্কিট বলেছেন: টিংকু ট্রাভেলার বলেছেন : কিছু মনে করবেন না, আপনি আফজাল ভায়ের সাথে কি কাজ করেন?................................................
২নং ছবিটায় তিন্নির পিছনে সাদা শার্ট পরা লোকটি নাকে চেপে আছে ক্যান? মডেল থেকে দূর্গন্ধও বের হয় নাকি ?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৫

শিরিন বলেছেন: ব্যাক্তিগত বিষয় নিয়ে আগ্রহ না দেখালেই কি নয়?

ফালতু ধরনের প্রশ্ন না করলে খুশী হব

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১০

মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ । ছবিগুলো লিখার সাথে মানানসই কি ? প্রথম ছবিটা বরং ভাল ছিল ।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭

ওমর হাসান আল জাহিদ বলেছেন: আপু, আমি কিভাবে আফজাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি? একটু বলবেন ?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৩

শিরিন বলেছেন: ৬১/১ নয়া পল্টনের অফিসে আসতে পারেন

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৮

বিবর্তনবাদী বলেছেন: থ্যাঙ্কু।

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৯

সেলিম জাহাঙ্গীর বলেছেন: মডেল, টিভি নাটক আর চলচ্চিত্র যাই বলি না কেন একটা কথা কিন্তু মানতে হবে, এই লাইনে মেয়েদের কদর খুব বেশী। যারা ইনিয়ে বিনিয়ে সবাইকে ম্যানেজ করতে পারে মানে খুশি করতে পারে তারা খুব সহজেই স্টার হয়ে যায়। আপনার লেখাটা ভালো তবে আমি যা বললাম এই গুনটাও থাকতে হয় মডেলদের।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৪

শিরিন বলেছেন: বিশ্বব্যাপীই তাই, মডেল বলতেই প্রথমেই মেয়েদের কথা আসে

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৩

এ. এস. এম. রাহাত খান বলেছেন: খাইছে!!!!!!!!!!!!আপনি ত আমাগ মত আমব্লগার না!!!!!আপনি সিলিব্রেটিব্লগার (:-p)....আফজাল ভাইজান্রে আমার বস লাগে!!উনি মাইয়া,মা সবাইরে কিতনা সুন্দর মেন্টেইন করতে পারে।যারে কয় চির সবুজ......

তা পইলা ফটুকখান কি আপনার?

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৪

শিরিন বলেছেন: জ্বীনা, উপরে লিখেছি পরিচয়

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪০

এ. এস. এম. রাহাত খান বলেছেন: "সেলিম জাহাঙ্গীর বলেছেন: মডেল, টিভি নাটক আর চলচ্চিত্র যাই বলি না কেন একটা কথা কিন্তু মানতে হবে, এই লাইনে মেয়েদের কদর খুব বেশী। যারা ইনিয়ে বিনিয়ে সবাইকে ম্যানেজ করতে পারে মানে খুশি করতে পারে তারা খুব সহজেই স্টার হয়ে যায়। আপনার লেখাটা ভালো তবে আমি যা বললাম এই গুনটাও থাকতে হয় মডেলদের।"


বর্তমান বাস্তবতায় এটাই নাম্বার ১ যোগ্যতা।
আর নানা সময়(আপনার প্রদর্শিত মডেল সহ) তাদের নিয়ে যে ডকুমেন্টারি টাইপ স্কেন্ডাল, বাজারে,নেটে মুঠো ফোনে পাওয়া যায় সেগুলি মানিয়ে নেয়ার ক্ষমতাও থাকতে হচ্ছে এখনকার মডেলদের।!!!!!!!!!!!

কিন্তু এর বাইরেও সত্যিকার যোগ্যতা সম্পন্ন মডেলও আছে।তারকা খ্যেতিয় সব না,এটা আমারা কেন জানি বার বার ভুলে যাই

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৫

নিঃসঙ্গ বলেছেন: পোস্ট পরে নিজেরে লাইনে দেখতে ছিলাম পরে বুজলাম এইটা মেয়ে দের জন্য আমার না :( পোস্টের জন্য আপনারে ধইন্যপাতা :)

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬

মেন্টাল বলেছেন: আনিকা রাব্বানীর আরো কিচু ছবি দেন

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৯

অচেনা সৈকত বলেছেন: আপু, আপনার ভাল উদ্দেশ্য নিয়ে করা পোষ্টে জনগণের কমেন্টগুলো খুবই ইন্টারেস্টিং। কিছু মনে করবেন নাএতে।আপনি আফজালের সাথে কাজ করেন জেনে ভাল লাগল। যদি অসুবিধা না থাকে আপনার কাজের অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন। পড়তে ভালই লাগবে মনে হচ্ছে।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৬

শিরিন বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমাদের বেশীরভাগ পুরুষদের মানসিকতা তাইই

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৩

ফারহান দাউদ বলেছেন: সামহোয়ারিনে কখনোই বিনোদনের অভাব হয়না,হাসতেই আছি:)

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭

ক্ষুদ্র বলেছেন: ফারহান দাউদ বলেছেন: সামহোয়ারিনে কখনোই বিনোদনের অভাব হয়না,হাসতেই আছি:)

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪১

ড্রিমক্যাচার বলেছেন: পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১৫ জনের ভাল লাগেনি


এতগুলা মাইনাস কেন বুজলাম না

একজন ব্লগার তার নিজের প্রফেশনে নতুনরা কিভাবে ভালো করবে সেই পরামর্শ দিয়ে পোস্ট দিয়েছেন এখানে এত মাইনাস দেবার কি আছে

ভালো পোস্ট

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৭

শিরিন বলেছেন: ধন্যবাদ

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৪

দৌবারিক বলেছেন: 'পণ্য হওয়ার সহজ টিপস'।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৮

শিরিন বলেছেন: এটা দৃষ্টিভঙির ব্যাপার

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২০

মুহিব বলেছেন: ইসশ অল্পের জন্য আমি মডেল হতে পারলাম না। শুধু ১-৫ নং বিষয়টি আমি মেইনটেন করতে পারব না।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫

নুশেরা বলেছেন: পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই লেখাটা দেখলাম। চলতি বিশ্বের প্রেক্ষাপটে এ বিষয়টি বাস্তবতারই একটা অংশ। সে হিসেবে পোস্টটিকে অপছন্দ করার কিছু নেই।
কিন্তু করুণ কঠিন বাস্তবতার পৃথিবীতে ভোগবাদী মানসের পরিপুষ্টির সঙ্গে জড়িত কোনকিছুকে শ্রদ্ধা নিয়ে গ্রহণ করতে মন সায় দেয় না। হয়তো সেটা আমার নিজস্ব সমস্যা।

আপনি ভাল লেখেন; আরও লিখুন, শিরিন।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৮

শিরিন বলেছেন: ধন্যবাদ আপু

২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

কানা বাবা বলেছেন:
ভালো লেখা...
পিলাচ্...


(কুন্ পুস্টে জানি দেক্লাম স্বামী বিবেকানন্দরে ফ্রড কৈয়া ফালাইলেন...
ক্যান্, আফা?)

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২০

শিরিন বলেছেন: পরে সময়-সুযোগ হলে লিখব এ নিয়ে। আপনি একটা লেখা দিন, তিনি কেন ফ্রড না সেটা নিয়ে

৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫

ধীবর বলেছেন: পেশা হিসেবে মডেলিং খুবই অস্থায়ী। আজ সুপারস্টার তো আগামীকাল পাত্তা নেই। তাছাড়া আমাদের সমাজ এখনো সে স্তরে পৌছায়নি, যেখানে মডেলদের বাঁকা চোখে দেখা হয় না। নারীদের শুধু মডেল হতে হবে কেন? তাই এধরণের "টিপস" ভবিষ্যতের কোন এক সময়ের জন্য জমা রাখাটাই শ্রেয়।

তিন্নি মুটিয়ে গেছে, বিশ্রি লাগছে দেখতে।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:১৯

শিরিন বলেছেন: লেখাটি পুরোপুরি নারীদের জন্য নয়। যোগ্যতা থাকলে এ পেশায় অনেকদিন টিকে থাকা যায়।

৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২১

নুশেরা বলেছেন: শিরিন, আপনাকে বিশেষ একটা ধন্যবাদ, আনিকা রাব্বানীর ছবি দেয়ার জন্য। নাম দেখে চেনা লাগছিল, ছবিটা ভাল করে দেখে চিনলাম। ইনি আমার খালা হন; আমার মায়ের আপন মামাতো বোন! যদিও বিশেষ কারণে পারিবারিক বিচ্ছিন্নতায় বহুবছর কোন যোগাযোগ নেই।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪০

শিরিন বলেছেন: ও তাই!

৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৫

রুখসানা তাজীন বলেছেন: আপনার কয়েকটা লেখা পড়ে মনে হল প্রথম আলোর 'নকশা' টাইপ পাতার জন্য তৈরী করা। না, হলেও দোষের কিছু না। এমনি কৌতূহল।

আমার ৮ মাসাধিক ব্লগজীবনে এই প্রথম ড্রিমক্যাচারকে পজেটিভ মন্তব্য করতে দেখলাম। আমি পুরা অভিভূত। পোস্টটা যথেষ্ট গুরুত্ব সহকারে না পড়ে আর পারছিনা!

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪০

শিরিন বলেছেন: :) মজা পেলাম আপনার মন্তব্য পড়ে

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

মানুষ বলেছেন: মডেল হওয়া কবীরা গুনাহ। বেগানা পুরুষের সামনে হিজাব বিহীন চলা ফেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার হেদায়েত করুন।

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪২

শিরিন বলেছেন: যে ছবির আইকন দিয়েছেন, সেখানেও কিন্তু কোন মেয়ে হিজাব পরে চলে নি

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪২

আরণ্যক যাযাবর বলেছেন:
যারা মাইনাস দিসে, তাদের ঘটনা আলাদা। তারা এসব ছবি দেখে রোযা ধরে রাখতে পারে নাই। টাইটেলে লিখে দেবেন, ঈমানদার মুসলিমদের পোস্টে প্রবেশের দরকার নাই।

ভালো লেখা।

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: "ওহে নাী, বিক্রি কর তোমার যা আছে সবই। যদি বুদ্ধি না থাকে তবে তোমার ওই লোভ** ....।"

" আর আমি অপেক্ষায় আছি সেই দিনের যেই দিন তোমার মূল্য.......................''.''''.'''



Death Metal Rulez................

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

শিরিন বলেছেন: যা বলতে চাচ্ছেন সেটা বির্তকের বিষয়

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:১১

অচেনা সৈকত বলেছেন: হুমম..ড্রিমক্যাচারের পজিটিভ কমেন্ট দেখে আমিও অবাক। আজব দুনিয়া!!!
শিরিন আপু, যে যাই বলুক আপনি এরকম আরো পোস্ট দিতে পারেন। অনেকের কাজে লাগবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৬

শিরিন বলেছেন: ধন্যবাদ সৈকত

৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

রাঙা মীয়া বলেছেন: রেম্প (কিবোর্ডে আসেনা) এ কাজ করে বাংলাদেশের নারী মডেলদের ভেতর কার হাইট সবচে বেশী ?জানা থাকলে হাইট কতো জানাবেন .....

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০১

শিরিন বলেছেন: বিবি আপার কাছাকাছি কেউ নেই, উনি ৫ ফুট ১০। এখন যারা আছে সবারই ৫ ফুট ৫ থেকে ৬ এর মধ্যে

৩৮| ২০ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৫

নীলাবেশ বলেছেন: আপু আপনার পোষ্টএর জন্য ধন্যবাদ।
আমার এক বান্ধবী আছে যার হাইট ৫'৭''।আর সে মডেলিং করতে চায়।আপনি কি সাহা্য্য করতে পারবেন?
If you please contact [email protected]

৩৯| ২০ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পরিচালককে নিজেরে অনেক কিছু বিলিয়ে দিতে হয় ,সে বিষয়ে তো কিছু বললেন না

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০১

দুচোখ ভরা জল বলেছেন: আপনার এ পোস্টের জন্য ধন্যবাদ।আপুনি আমি মডেল হতে আগ্রহী।আমার হাইট ৫'১১''। আপনি কি আমায় ভাল কোন মডেল ফটোগ্রাফার এর ঠিকানা দিতে পারবেন?অথবা এমন কোন স্টুডিওর ঠিকানা জানাতে পারবেন যারা খুব ভাল মডেলিং ফটোগ্রাফী করেন।এবং আপনার কোন প্রবলেম না হলে আমি কি আপনার মেইল আইডিতে আপনার সাথে যোগাযোগ করতে পারি?
এটা আমার মেইল আইডি[email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.