![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার হাসি হোক অমলিন-------------
আকাশ নীল চিরন্তন সত্য
যুগে যুগে এর রং নীল বদলাইনা কোন কালেও
কালো মেঘে কখনো ঢেকে গেলেও
সেই নীল রঙে কখনো কোন দাগ হয়না ।
পবিত্রতার বহিঃপ্রকাশ সাদা
নীলের মাঝে সাদা যেন শুভ্র সুন্দর নির্মল
কোন এক দিন নীল
তুমি এসেছিলে --বলেছিলে সাদাকে
তুমি আমার প্রেম, আমার ভালবাসা
আমার হৃদয়, আমার প্রাণ
আমি আসবো বুকের মাঝে থাকবে তুমি সযতনে ।
সাগরের ঢেউ থেকে উত্তালতা
নিয়ে এসে সাজাবো বলে
চলে গিয়েছিলে তুমি ।
সেইদিন থেকে সাদা ঠায় দাড়িয়ে
রোদ বৃষ্টি ঝড় জলচ্ছাস
কেউ মন গলাতে পারেনি
নীল আসবে উত্তালতা দিয়ে সাজাবে
তারপর উত্তালে উত্তালে চলে যাবে
দূরে অনেক অনেক দূরে
যেখানে সাদা ও নীলের উত্তলতায়
পরিপূর্ণ থাকবে প্রতিটি হৃদয় মন আত্নার জলকণা,
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১০
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
এস.আর.এফ খাঁন বলেছেন: এটাকে কবিতা কয় না রে বইন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১১
লীনা জািম্বল বলেছেন: ভাই--কবি হলে না হয় কবিতা লিখতাম-- আমিতো লীনা -----------
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
বেলায়েত মাছুম বলেছেন: ভাল লাগলো। +
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১১
লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ ভাই ----------
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
আহমদ আবদুল হালিম বলেছেন: ভালই ................