![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন থেকে অনেক দূরে
হারিয়ে যাওয়া মানুষের খোঁজে
মন ছুটে চলে বার বার ।
দুঃখ গুলো সব ডানা বেধে তাগাদা দিচ্ছে আমায় ।
কি হবে বেচে থেকে অসহ্য যন্ত্রনাময় দুনিয়া ?
যেখানে নেই আর ভালোবাসা !
সবাই প্রতারণার খেলায় মেতে উঠেছে
এই পৃথিবী তোমার জন্য নহে ।
চলে এসো আমাদের জগতে
যেখানে নেই কোন বাধা ,নেই কোন সীমানা
নেই কোন দিন ,নেই কোন রাত ।
অন্ধকারের নিস্তব্ধতায় কেউ আসবেনা
দুঃসংবাদ নিয়ে তোমার ঘুম ভাঙাতে ।
মন উড়ে বেড়াবে দিগন্ত থেকে দিগন্তরে ......
তাদের এই প্রস্তাব বার বার আমাকে ভাবতে বাধ্য করে
তাদের জগতে মন ছুটে যেতে চায়
অসহ্য লাগে এই বেচে থাকা আমার ।
নিজস্বাধীনতায় ঘুমাতে ইচ্ছে করে !
যেই ঘুম ভাঙ্গবেনা বছরকে বছর
কেহ দুঃসংবাদ নিয়ে আসবেনা ঘুম ভাঙাতে ।
কেউ বলবেনা এতো ঘূমাচ্ছো কেন ?
সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে
আপন মানুষ গুলোর কাছে এসে শুনতে হবেনা কোন কথা ।
তাই আমাকে ভাবতে হচ্ছে
আমাকে" ভাবাচ্চে অজানা এক জগত !
যেখানে শত শত মানুষ দুহাতে সব দুঃখ কষ্ট দূরে ঠেলে
চলে গেছে একটু শান্তিতে ঘুমাবে বলে ।
আমারও মন চায় তাদের মতন ঘুমিয়ে যাই
যে ঘুম ভাঙ্গবেনা আর কোন দিন ।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৬
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ।
২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১২
বোকামন বলেছেন:
যেখানে শত শত মানুষ দুহাতে সব দুঃখ কষ্ট দূরে ঠেলে
চলে গেছে একটু শান্তিতে ঘুমাবে বলে ।
দুঃখ-কষ্ট নিয়েই আমাদের জেগে থাকতে হয়।
বেঁচে থাকার জন্য ... আপনাদের জন্য ...।
[ইমোগুলো না থাকলেই ভালো লাগবে পড়তে,হয়তো]
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । নেট অনেক স্লো তাই এডিট করতে অনেক দেরী হয়ে গেলো ।
৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬
আমি সাজিদ বলেছেন: ভাই, পড়তে বেশ ভালো লেগেছে, ভালো লিখেছেন …ভালো লাগা রইলো অনেক অনেক… বিষন্নতায় ভরা কবিতা, সাথে অন্তহীন ঘুমের ইচ্ছা…যে ঘুম থেকে কখনো উঠতে হবে না.…জানেন, মাঝে মাঝে এমনটাই ইচ্ছে করে আমার-ও.…সব ছেড়ে কোথাও চলে যাই…
সমালোচনা - হাল ছেড়ে দেওয়া বা বাঁচতে না চাওয়ার আকুতি ডিপ্রেশন থেকে সৃষ্ট…আর ডিপ্রেশন অনেক খারাপ জিনিষ… রাতে একটা করে ইপিলিম ক্রোনো ২০০ এমজি খাবেন
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১
লিঙ্কনহুসাইন বলেছেন:
হা হা খুবৈ মজার কমেন্ট পাইলাম
৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৭
আমি সাজিদ বলেছেন: বেশী মজার ? তাহলে গুরুগম্ভীর একটা কমেন্ট দিবো কি ? আচ্ছা দিচ্ছি-
কবিটাটি পাঠ করে বোঝা যাচ্ছে, আপনার কল্পনামূলে জীবনের কোন অতিবাস্তব আদর্শের প্রতি আসক্তি নেই।কিন্তু পরিপূর্ণ স্বাস্থে উত্সারিত প্রাণপ্রাচুর্যময় জীবন-চৈতন্য আপনার কবি মানস
সমুদ্ভাসিত…
উফ্ফ্ফ…
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি। নিরপেক্ষ মানুষ নিচে একটি কমেন্ট করেছে তার সাথেই তাল মিলিয়ে বলি প্রতিটি মানুষই একটা সময়ে এই ধরনের চিন্তা ভাবনা করে । আর বিশ্বাস হয় তো করবেননা আমি গত ৬-৭ বছর ধরে এই সময়টার মধ্যে বন্দী আছি । প্রতিটা দিন বিকৃত ভাবনা মনের মাঝে বাসা বাধে , এই ৬-৭ বছরে কম করে হলেও কয়েক হাজার বার এই ধরনের চিন্তা মনে এসেছে ! আমি জানি আমার মানুষিক চিকিৎসার প্রয়োজন । আর প্রথম চিকিৎসাটাই নিঃসঙ্গতা দূর করতে হবে ! একাকিত্ব মানুষকে পাগল করে দেয় । আর আমি সম্পূর্ণ একা এই ৬-৭ বছর ধরে সাধারণ ছোট খাটো কষ্ট গুলা আমাকে অনেক কষ্ট দেয় অনেক ভাবতে বাধ্য করে । ফেইস বুক আর ব্লগিং করেই এতো দিন বেচে আছি নিঃসঙ্গতা দূর করার এককপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । আমার এই মানুষিক সমস্যা দূর করার জন্য সব চাইতে বেশি প্রয়োজন আমার পরিবার আত্মীয় স্বজনের সঙ পাওয়া । কিন্তু তা আর হয়ে উঠছেনা আমি এমন একটা স্থানে বন্দী হয়ে আছি কোন কিছুই ভাবতে পারিনা । আর এই কারণেই সব কিছু অসহ্য হয়ে উঠছে । চিন্তা শক্তি লোপ পাচ্ছে । চোখ বুঝলে সরিষা ফুল দেখি মাঝে মাঝে খুনি হয়ে যেতে ইচ্ছে করে , মাঝে মাঝে মনে হয় আরেক জনের জন্য কেন আমি মরবো ! নাহ তাকে খুন করেই মরি
শত কষ্ট নিয়ে তার পরেও বেচে থাকা
৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫২
নিরপেক্ষ মানুষ বলেছেন: জীবনের কোন না কোন সময় এই ধরণের বিষণ্ণতায় প্রায় সবাই ভোগে।তারপর আস্তে আস্তে তা আবার চলেও যায়।যারা এই পরিস্থিতিতে পড়ে তারাই জানে এই অবস্থা কতটা ভয়াবহ...
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ আসল জায়গায় হাত দেওয়ার জন্য ।
৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের সব বিষণ্ণতা দূর হয়ে যাক। শুভ কামনা রইল।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২২
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ।
৭| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২
স্বঘোষিত মিসির আলী বলেছেন: সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে
আপন মানুষ গুলোর কাছে এসে শুনতে হবেনা কোন কথা ।
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
লিঙ্কনহুসাইন বলেছেন: ধুর ! আপন বলে কেহ নাই আমার আশে পাশে ।
৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪
আমিনুর রহমান বলেছেন:
বিষন্ন কবিতা বিষণ্ণ লাগছে
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯
লিঙ্কনহুসাইন বলেছেন:
৯| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
একজন আরমান বলেছেন:
যেখানে শত শত মানুষ দুহাতে সব দুঃখ কষ্ট দূরে ঠেলে
চলে গেছে একটু শান্তিতে ঘুমাবে বলে ।
দুঃখ-কষ্ট নিয়েই আমাদের জেগে থাকতে হয়।
বেঁচে থাকার জন্য ... আপনাদের জন্য ...।
দারুণ লিখেছেন লিঙ্কন ভাই।
২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ।
১০| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
১১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
মামুন রশিদ বলেছেন: বিষন্ন সময় কেটে যাক । শুভ কামনা ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
১২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩১
মেহেদী হাসান মানিক বলেছেন:
+++
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ধুর এভাবে কেউ হাসে নাকি ।
১৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩
মেহেদী হাসান মানিক বলেছেন: ওরাল-বি আর মেডি প্লাস ডিএস দিয়া দাত মাজছি ত তাই এমুন হাসি
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: ধুর মিয়া
১৪| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯
আরজু পনি বলেছেন:
এভাবে মন খারাপ করে থাকতে নেই ।
পৃথিবীটা অনেক সুন্দর ।
আর বিষন্ন কবিতাও সুন্দর , তবে তা যেন শুধুই কবিতা হয় ...জীবনে যেন তার প্রভাব না পড়ে ।
শুভকামনা রইল লিঙ্কন ।।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ আফা কবিতা কবিতাই :প
১৫| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় প্লাস। বিষন্নতায় ভরা কবিতা পড়তে ভাল লাগে।বিষন্নতা দূর হয় মনের। আপনার মনে কোন বিষন্নতা থাকলে সেটা দূর হয়ে যাক। ভাল থাকবেন++++++++++++++++
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
হাসান মাহবুব বলেছেন: আপনি যে সত্যি ঘটনা অবলম্বনে একটা বিশাল পোস্ট দিসিলেন ঐটা কোথায়?
প্লাস দিলাম এখানে।
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ভাইজান মুছে ফেলেছি ।
১৭| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
তাসজিদ বলেছেন: অন্ধকারের নিস্তব্ধতায় কেউ আসবেনা
দুঃসংবাদ নিয়ে তোমার ঘুম ভাঙাতে ।
মন উড়ে বেড়াবে দিগন্ত থেকে দিগন্তরে
+++++++++++++++++++++
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ ।
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, কবিতা কবিতাই....
এটা ঠিক...তাই যত মন খারাপ করা দারুণ দারুণ কবিতা হয় আমরা ভাবি কবি বুঝি খুব কষ্টে আছে, সেই দুঃখে আমরাও দুঃখি হই
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০
লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি ধন্যবাদ আফা । আসলে সেই দিন আমার মন বেশি খারাপ ছিল ।
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: দুঃখে ভেঙ্গে পড়লে চলবে না, দুঃখের বিরুদ্ধে দাড়াতে হবে বুক চিতিয়ে।
ভালো লাগা রেখে গেলাম+++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
২০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
আরজু পনি বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল লিঙ্কন
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৭:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন:
ধন্যবাদ পু
২১| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু! সেই সংগে মন্তব্য অবশ্যই।
ভাল থাকবেন। ধন্যবাদ!
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৭:৪৬
লিঙ্কনহুসাইন বলেছেন: আইচ্ছা ।
২২| ২৮ শে জুন, ২০১৪ রাত ১২:৫৬
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দুঃখ গুলো সব ডানা বেধে তাগাদা দিচ্ছে আমায় ।
কি হবে বেচে থেকে অসহ্য যন্ত্রনাময় দুনিয়া ?
যেখানে নেই আর ভালোবাসা !
সবাই প্রতারণার খেলায় মেতে উঠেছে
এই পৃথিবী তোমার জন্য নহে ।
চলে এসো আমাদের জগতে
যেখানে নেই কোন বাধা ,নেই কোন সীমানা
নেই কোন দিন ,নেই কোন রাত ।
অন্ধকারের নিস্তব্ধতায় কেউ আসবেনা
দুঃসংবাদ নিয়ে তোমার ঘুম ভাঙাতে ।
মন উড়ে বেড়াবে দিগন্ত থেকে দিগন্তরে ...... লেখাগুলো অনবদ্য ...
সবচেয়ে ভালোলাগলো এই অংশটা ...
শুভকামনা জানবেন ...
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ৭:৪৭
লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১২
তারছেড়া লিমন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++