| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রেনে পাথরের আঘাতে নারী প্রকৌশলীর মৃত্যু![]()
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৭) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত প্রীতি শনিবার রাত ১১টার দিকে স্বামীর সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রীতি দাশ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে নর্দার্ন ইউনিভার্সিটিতে এমফিল করছিলেন। তার স্বামী মিন্টু দাশ ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে কর্মরত। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জামতলা এলাকায়।
চট্টগ্রাম রেলওয়ে থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলামেইলকে জানান, রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতকারীদের ছোড়া পাথরে প্রীতি দাশ মাথায় গুরুতর আঘাত পান। এ অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
২|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০
খেয়া ঘাট বলেছেন: কী মর্মান্তিক মৃত্যু। ভাবছি উনার জায়গায় আমিও হতে পারতাম।
আমরা হয়তোবা ভুলে যাবো, কিন্ত উনার পরিবার এই দুঃখ সইবে কেমন করে?
৩|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১০
ঢাকাবাসী বলেছেন: আমাদের এই অপ্রশিক্ষিত পুলিশ জানেনা এসব সিচুয়েশন কিভাবে হ্যান্ডল করতে হয়। এই ইট ছোড়া হচ্ছে বছরের পর বছর ধরে অথচ কোন সরকার কোন পুলিশ কিছু করেনা খালি মজা লোটে!
যে জায়গাসমূহ থেকে পাথর ছোড়া হয় ঐসব জায়গায় আসা মাত্র গোটা বিশেক ফাকা গুলি করেন, ঐ হারামজাদা পোলাপান বা বুড়ারা বাপ বাপ করে পালাবে্। দিন দশেক করেন দেখেন ফলাফল্ ।
৪|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭
অহনাব বলেছেন: আমি একবার ট্রেনে যাওয়ার সময় বাহির থেকে ইটের আঘাত পেয়েছিলাম। যদিও আল্লাহর রহমতে তেমন ক্ষতি হয় নি।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭
তারেক বলেছেন: আমি ২০০৫ সালে রাজশাহী থেকে ফিরার সময় বাহির থেকে কতগুলো ফাজিল ছেলের ছোড়া পাথরের টুকরার আঘাত পেয়েছিলাম।ব্যাপারটা ছোট খাট মনে হলেও এর ফল কিন্তু অনেক ভয়াবহ। কারন যারা মারে তারা মজা করে মারে কিন্তু ভুক্তোভুগির জানে এর পরিনাম কত খারাপ ও ভয়াবহ।