| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তসমাস রক্তসমাস
নত হচ্ছি ভূমি বরাবর-জামার বোতাম খুলে হাত রাখ আমার বুকে
স্পর্শ কর তপ্ত আঘাতে আর আগুন সমুদ্র ঢাল চোখে মুখে ।
জেগে উঠা প্রতিটা লোম গোলাপের গাছ হয়ে জন্ম নিতে ঈশ্বরকে দেখাবে বৃদ্ধাঙ্গুলি ।
স্পর্শের বাইরে পৃথিবীতেই প্রথম,
শোভা পাবে শুধু তোমার হাতেই আশ্চর্য সব গোলাপ আগুনের মত লাল।
তজন্য ডিঙ্গাতে হবে না মহাপ্রাচীর ,সাঁতরাতে হবেনা নোনাজল সমুদ্র
একটাই শুধু শর্ত দিলাম ভীষণ রকম সোজা !
নিয়ে যেন এসো না গো যেন তেন প্রেম।
বিশ্বাস কর তুমি যেনতেন হয়ে আসলে আমিও হয়ে যাই যেনতেন
যদি ছলনা নিয়ে আসো সে মন্ত্র আমিও শিখেছি নারী।
আর যদি প্রকৃতির কাছে শিখে আসো অবিক্রীত সততার নগ্ন ধারাপাত,
বুক আর বক্ষ বেড়ে উঠা অঢেল সভ্যতা,
তবে স্যালুট তোমায় ।
আমি বুক পেতে দিচ্ছি ইচ্ছে মত চাষ করো যতটা প্রয়োজন তোমার লাগুক যত দিনরাত ।
©somewhere in net ltd.