| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তার মত আমিও অপেক্ষায় ছিলাম ঠিক রাস্তা হয়ে
বিকেলে যদি একবার দেখা হয়,
ছবির ভেতর থেকে উঠে এসে সে যদি একবার আমাকে মুগ্ধ করে
চোখের পলকে উড়ে যাবে ঘুম মাইরি ।
ক্লান্তির হাতছুয়ে আধামরা সেরেব্রাল কর্টেক্স চমকে উঠবে
আর ভেদ করে যাবে আলোর রোশনাই প্রবল স্রোতে।
হাত থেকে পড়ে যাবে জলন্ত সিগারেট
একদম চাওনা বলে ভীষণ বলবো-ছুঁয়েও দেখিনা কোনদিন ……
তুমি জানবে তুমি হাসবে- শুধু বলবে মিথ্যা…………
আমি দেখবো ঐ শালুক ফুলের মত মনভাঙ্গা চোখ
বাঁকা দাঁতে তারপর ক্ষতবিক্ষত হবে কতক হৃদয় ………
কিছুই হলনা………না বলা ভিতর খুলে,
তবুও জেগে থাকে কল্পলোক ।
ফিরে এসে রাতের জানালায় রাখি চোখ
দেখি তুমি জেগে আছ চাঁদ হয়ে, এই দেখে ভুলি শোক ……………।
©somewhere in net ltd.