![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ । নাম টা বললেই এখন যে চিত্র চোখে ভেসে ওঠে তা হল টাইগাররা প্রানপনে লড়ে যাচ্ছে বিজয় ছিনিয়ে আনার জন্য এবং সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচ নিজেদের করে নিয়েছে ।
বাংলাদেশ ক্রিকেটের অবস্থা চিরদিনই এমন ছিল না । বাংলাদেশ প্রথম ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৯৮৬ সালে । প্রথম জয়ের মুখ দেখতে খেলতে হয় ২২ টি ম্যাচ । অর্থাৎ পরাজয়ের গ্লানি সহ্য করে ১৯৮৮ সালে ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজে কেনিয়ার বিপক্ষে পায় প্রথম জয়ের দেখা ।
১৯৯৯ সাল । বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ । ওয়ানডে ক্রিকেটে জয় পেলেও বিশ্বকাপে জয়ের দেখা পায়নি তখনো । ২৪ মে , ১৯৯৯ । বাংলাদেশ ১৮৫/৯ , স্কটল্যান্ড ১৬৩/১০ । অর্থাৎ বাংলাদশ ২২ রানে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বিজয় অর্জন করে ।
বিশ্বকাপে তৃতীয় জয় টা পাকিস্তানের বিপক্ষে । ১৯৯৯ সালের ৩১ মে । যেখানে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২৩/৯ । জবাবে পাকিস্তান ১৬১ রানেই গুটিয়ে যায় ।
বিদেশের মাটিতে সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশের জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম জয় পায় ।
এর পর আমাদের সামনেই অনেক শক্তিশালী দলকে পরাজিত করেছে বাংলার টাইগার রা । এখন আর কোন দলকেই হারানোর বাকি নাই । বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ সফলতা ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা । তবুও এর মাঝে আছে ইংল্যান্ড এর মত বড় দলকে হারানোর অভিজ্ঞতা । ভারত , জিম্বাবুয়ে , কেনিয়া , কেনাডা , ওয়েস্ট ইন্ডিজ , সাউথ আফ্রিকা সহ অনেক দেশের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ সহ সিরিজ জয়ের ঘটনাও আছে ।
এই পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ম্যাচ
মোট ম্যাচ - ৩১৫
জয় - ১০০
পরাজয় - ২১১
ড্র - ০০
নো রেজাল্ট - ৪
ভবিষ্যতে জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বিশ্বকাপের দেখা পাবে বাংলাদেশ এই প্রত্যাশা করি ।
©somewhere in net ltd.