![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে আমার কোন বন্ধু ছিল না,ছিল উন্মাত্তাল পদ্মায় ছিপ নৌকার মতোএক বিষন্ন কিশোরী,যে আমাকে মাঝে মাঝে চিঠি লিখতো।কিন্ত....আমি তার নিঃসঙ্গতাকে স্পর্শ করিনি হৃদয়ে শোকের চিহ্ণ নিয়েআজ আমি পলাতকতুমি জানলেনা........
এই ভারতের বাজিকররা পাকিস্তানের ৩ ক্রিকেটার (বাট, আসিফ, আমির) কে নষ্ট করেছে। এখন বাংলাদেশ কে ধরেছে। অরা আস্তে আস্তে বাংলাদেশের সব নষ্ট করে দেবে। তারা নিজেরাই টাকার প্রস্তাব দেয় আবার তা নিজেরাই ধরিয়ে দেয়। এটাই ভারতের আসল চেহারা।
১/ শেন ওয়ার্ন ম্যাচ পাতানোর দায়ে কোথায় ধরা পড়েছিলেন ?
উত্তর - মুম্বাইতে
২/ হার্শেল গিবস কোথায় ম্যাচ পাতিয়ে ধরা পড়েছিলেন ?
উত্তর - মুম্বাইতে
৩/ ওয়াসিম আকরাম এর সাথে কোন বুকির যোগাযোগ ধরা পড়েছিলো ?
উত্তর - মুম্বাই ভিত্তিক ডন ছোটা শাকিলের সাথে।
৪/ আযহারউদ্দিন , জাদেজা এর সাথে কোন দেশী বুকিদের যোগাযোগ ছিলো ?
উত্তর - ভারতীয় বুকিদের
৫/ আইপিএল , বিপিএল , শ্রীলংকার এসএসপিওএল এ কোন দেশী বুকিরা জড়িত ?
উত্তর - ভারতীয়
আইসিসি , এইসব তদন্ত - শাস্তি এইসব বাদ দিয়ে ভারত নামক দেশটাকে ক্রিকেট থেকে বহিষ্কার করুক , দেখবেন সব ঠিক হয়ে যাবে।
ক্রিকেট আবার কলঙ্কমুক্ত হবে। যত নষ্টের গোড়া ঐ...........
২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: @দূর আকাশের নীল তারা... ধরেন আপনার একটা ছেলে আছে, সে আরও ১০টা ছেলের সাথে মিশে। এর মধ্যে যদি একটা ছেলে খারাপ হয়, তখন কি আপনি চাইবেন যে আপনার ছেলে সেই ১০জনের মধ্যে খারাপ জনের সাথেও মিশুক? মোটেই চাইবেন না। কারণ খারাপের সাথে মিশলে খারাপ হয়ে যেতে পারে, এবং সেই সম্ভাবনাটাই বেশী। তাই আপনি আগে ঐ ছেলে থেকে নিজের ছেলেকে বাচাঁবেন।
কিছু লোকের ভারত প্রেম দেখলে মনে প্রশ্ন উঠে, এইগুলান আসল কই থেকে....
৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:২২
রূপসা ০০৭ বলেছেন: ১৯৭১ এর পর পাকিস্তান এর সাথে আমাদের কোন প্রব্লেম হয় নি। তারা আমাদের কোন বেপারে নাক গলায়নি। পারলে ভালো করেছে, না পারলে চুপ থেকেছে। কিন্তু ভারত আমাদের প্রত্যেক টা ব্যাপারে নাক গলিয়েছে, দেখতে আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এমন বুদ্ধি দিয়েছে যাতে সুদূর প্রসারি বাঁশ গেছে। তার পর ও আমি বুঝি না কেন মানুষ ভারত ছাড়া বুঝেনা। শুধু বুদ্ধি না প্রয়োজনে তারা টাকা ব্যয় করে আমাদের বাঁশ দিয়েছে।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৪৬
দূর আকাশের নীল তারা বলেছেন: ভারত অসৎ বলে আমি কেন সৎ হব না?