![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে আমার কোন বন্ধু ছিল না,ছিল উন্মাত্তাল পদ্মায় ছিপ নৌকার মতোএক বিষন্ন কিশোরী,যে আমাকে মাঝে মাঝে চিঠি লিখতো।কিন্ত....আমি তার নিঃসঙ্গতাকে স্পর্শ করিনি হৃদয়ে শোকের চিহ্ণ নিয়েআজ আমি পলাতকতুমি জানলেনা........
মুস্তাফিজ মুস্তাফিজ করা বাদ দেন। বাংলাদেশ মুস্তাফিজদের কদর দিতে জানে??"
এনামুল হক জুনিয়র, মাত্র আঠারো বছর বয়সে "সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এক টেস্টে ১০ উইকেট" এর ওয়াসিম আকরাম এর করা রেকর্ড ভেঙে দিয়েছিল। জানেন, সে এখন কি করে???
মোহাম্মাদ আশরাফুল, মাত্র ১৭ বছর বয়সে "সবচেয়ে কম বয়সী খেলোয়াড়" হিসেবে টেস্টে শতক করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। আর পরের কাহিনী তো জানাই, এই আশরাফুলকেআমরা যে পরিমাণ পচাইছি, ছোলাই মদ বানানোর আগে ভাতকেও এত্ত
পরিমাণ পচানো হয় না!!!
আবুল হাসান , অভিষেক টেস্টে ১০ নাম্বারে ব্যাট করে শতরান তুলে নিয়ে ১১০ বছরের রেকর্ড ভেঙেদেন। এখন দলে এত্ত ভাল সব প্লেয়ার, আবুল হাসানের ১০ নাম্বারে নামার সুযোগটাও হয় না।
তাইজুল ইসলাম, টেস্টে ৩৯ রানে আট উইকেট, বাংলাদেশে টেস্ট ক্রিকেটে বেস্ট বোলিং। ওয়ানডেতে জীবনের প্রথম ম্যাচেই হ্যাট্রিক,.বিশ্ব ক্রিকেট ইতিহাসের একেবারে নতুন কোন রেকর্ড। জানিনা, তাইজুল নেক্সট জাতীয় দলে কখনো খেলতে পারবে কিনা!!
সোহাগ গাজী, জিয়াউর রহমান, আনামুল হক বিজয়,................ বাংলাদেশে রেকর্ডের অভাব নাই, কেও রেকর্ড করলে আমরা যত্ত মাথায় নিয়া লাফাইছি, মাথা থেকে ফেলে দেয়ার সময়ে খুব বিশ্রীভাবেই ফেলছি। রেকর্ড করেইবাংলাদেশ দলে খেলা শুরু করছে এমন ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়, আবার সে ক্রিকেটারদের অপমান করে করে ধূলায় মিশায়ে দিছি এমন সংখ্যাও কম না। এক ম্যাচ খারাপ খেললে, তামিমের বউকে ফোন দিয়েগালাগাল করে এমন মানুষ ও এই দেশে আছে।
So অফ যান ভাই আপনাদের লাফানি জানা আছে আমার.....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
ছোট্ট নদী বলেছেন:
২| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই এমন করে বুলতে হয় নাকি? +++
৩| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১:১৪
নৈশ শিকারী বলেছেন: কার্টেসি দেয়া উচিত ছিল।
৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৩
ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে আমরা সবচাইতে নিকৃস্ট দুর্ণীতিবাজ লোভি ঘুষখোর পরশ্রীকাতর অশিক্ষিত অসভ্য....।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১
কালনী নদী বলেছেন: বারে ছোট্র নদী আপনার দেখি এত্য অভিমান !
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ রাত ১:৪২
আশরাফুল করিম খান বলেছেন: সেইরাম হইছে