![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দয়া করে ভালভাবে পড়ুন এবং পরামর্শ দিন.................
ঢাকার বাইরের একজনের কাছ থেকে মাছ নিতে চে্ষ্টা করতেছি। যিনি মাছ দেবেন, তিনি নিজে মাছ ধরেন ( স্বচক্ষে দেখা) কিন্তু তারা এজন্য ৫০,০০০/-টাকা অগ্রিম চাচ্ছেন, ( এটাকে তারা দাদন বলেন)।
এখন এই অগ্রিম টাকা না দিলে তারা আমার জন্য ঢাকা্য মাছ পাঠাবেন না। ( কারন তারা যে মাছ ধরেন সেই মাছ স্হানীয় মাছ ব্যবসায়ীরা তাদের কাছে গিয়ে নগদ টাকায় কিনে নিয়ে যায়। এটাও নিজের চোখে দেখা )।
এখন যদি চুক্তি করতেই হয় কিভাবে চুক্তি করতে হবে? আর তারা যদি চুক্তির বরখেলাফ করে, তাহলেও আমার কিছু করার থাকবে না.....কারন তাদের এলাকয় ( ময়মনসিংহ/ নেত্রকোনা) গিয়ে তাদের সাথে কিছুই করতে পারব না। তার উপর এই মাছের সোর্স যার মাধ্যমে পেয়েছি, সে ঐ এলাকার চেয়ারমানের ছেলে, যিনি মাছ সাপ্লাই দেবেন তার সাথে সেও জড়িত থাকবে।
আমার এক বন্ধু ঐ এলাকার লোকদের ব্যাপারে কঠিনভাবে সতর্ক করে দিয়েছে........... .......।এখন কিভাবে কি করব বুঝতে পারছি না।
....................
waiting for an advice................plzzzzzzzzzzzzzzzz
২| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
জীবিত থাকিয়াও মৃত বলেছেন: স্ট্যাম্পে লিখে টাকা দিলে আপনার কাছে শক্ত প্রমান থাকবে? বুঝলাম.....।কিন্তু তারা যদি বিশ্বাস ভন্গ করে ...........আমি ঢাকা থেকে ১৪০ কিমি দুরে গিয়ে তাদের সাথে কি কোন সুবিধা করতে পারব? আমি ঐ এলাকার ঐ ২ জন ছাড়া আর কাউকেই চিনি না।
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
নতুন বলেছেন: তার উপর এই মাছের সোর্স যার মাধ্যমে পেয়েছি, সে ঐ এলাকার চেয়ারমানের ছেলে, যিনি মাছ সাপ্লাই দেবেন তার সাথে সেও জড়িত থাকবে।
তার সাথে আপনার সম্পক কেমন? তিনি যদি ভাল হন তাহলে টাকার মাইর যাবার সম্ভবনা মত। না হলে সমস্যা হতে পারে।
আর ভাল হয় কয়েক মাস নগদে লোক পাঠিয়ে ওদের কাছে থেকে কিনে নিন। ওদের সাথে সম্পক ভাল হয়ে আপনিই বুঝতে পারবেন ৫০হাজার দেওয়া কেমন হবে। ( তাতে আপনার লাভ কম হবে কিন্তু আপনি ওদের সাথে আরো যুক্ত হবেন)
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
জীবিত থাকিয়াও মৃত বলেছেন: চেয়ারমানের ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়। তারপর তার এলাকায় গিয়ে ঘুরে এসেছি, যিনি মাছ ধরেন ও বিক্রি করেন, তার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ( তারা সম্পর্কে গ্রামের মামা-ভাগ্নে)। সমস্যা হল, চেয়ারমানের ছেলেকে ফোন দিলে ফোন ধরে না / ১০ বার ফোন দিলে ১ বার ধরে, এরকম মানুষের সাথে কাজ করা মুশকিল।
৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭
নতুন বলেছেন: হুম আপনার ঐ এলাকায় যেহেতু পরিচিত কেউ নাই যে আপনার পক্ষে কাজ করবে এবং আপনার টাকা আদায়ে কাজে লাগতে পারে।
টাকা দেওয়া রিক্সি ...
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
আল ইমরান বলেছেন: নম্বর রাখার পর মন্তব্য মুছে দিয়েন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
আল ইমরান বলেছেন: আমার আব্বার কাঁচামাল (ফল) এর ব্যবসা। আমরা দাদন সিস্টেমে ব্যবসা করি। টাকা মাইর যাওয়ার যে সম্ভাবনা নাই তা বলব না। তবে ব্যবসা করতে চাইলে বিশ্বাস করতেই হবে। তবে স্ট্যাম্পে লিখে টাকা দিলে আপনার কাছে শক্ত প্রমান থাকবে। কোন রিসিট বা ভাউচার ছাড়া টাকা লেনদেন করবেন না।