| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ১৬ কোটি জনতার বুকের উপর দাড়িয়ে থাকা
বাকশালী এক সরকার,
আমি শান্তি প্রতিষ্ঠার ছদ্ম নামে দেশ কে করেছি
অশান্তির এক কারাগার।
সাগর-রুনি, ব্লগার থেকে শাহবাগী, রাজাকার-
পক্ষে-বিপক্ষে সকল ই আমার
চেতনার ই কারবার।
আমি জোর করে ছিনিয়ে নিয়েছি ১৬ কোটি জনতার অধিকার,
আমার কাছে মুল্যহীন যত কান্না চিৎকার আর হাহাকার।
আমি গনতন্ত্র কে গলা টিপে হয়েছি স্বৈরাচার,
জোর জুলুম আর অত্যাচারে আমি সদা দুর্বার।
বিডিআর বিদ্রহো, হেফাজতে ইসলাম আর গনতান্ত্রিক আন্দোলন-
সকল ক্ষেত্রেই খুন আর গুমে বিজয়ী হয়েছি আমরন।
দেশপ্রেমী ব্যানারের আড়ালে আমি, ভারতীয় দালাল-
ভারতের হাতে তুলে দিবো দেশ,
তাই যে আমি বাল।
আবারো তোদের বলতে চাই-
আমি বাকশালী সরকার,
মিডিয়া থেকে মানবাধিকার সবই যে আমার
বিঃদ্রঃ-৫৭ধারা কি তা আমার জানা নেই।এতে ৫৭ ধারা অমান্য হলে তা নিতান্তই আমার অজান্তে...
©somewhere in net ltd.