| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৃতীয় দিনের মত নির্বাচনী প্রচারণায় নেমে কারওয়ান বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নৃশংস হামলার পরও বাসায় না ফিরে মালিবাগ এলাকায় এবার মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি মালিবাগ এলাকায় গণসংযোগ শুরু করেন। সেখান থেকে যান রাজারবাগ এলাকায় সেখানে জনগণের কাছে মির্জা আব্বাসের পক্ষে ‘মগ’ মার্কায় ভোট চাইছেন তিনি।
খালেদা জিয়ার গাড়ির গ্লাস তখন ভাঙা ছিল। গাড়িতে লেগে ছিল তার ব্যাক্তিগত নিরাপত্তাকর্মীদের রক্ত। এরকম পরিস্থিতিতেও তিনি বাসায় না ফিরে গণসংযোগ অব্যাহত রাখেন।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আওয়ামী লীগের হামলার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে রক্তাক্ত হন খালেদা জিয়ার ব্যাক্তিগত নিরাপত্তাকর্মী সিএসএফ সদস্যরা।ব্যাপক ভাংচুর করা হয় চারটি গাড়ি। বাদ যায়নি খালেদা জিয়ার গাড়িও। তার গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। সেই গাড়িতে সিএসএফ সদস্যদের রক্ত লেগে থাকতে দেখা যায়।
©somewhere in net ltd.