নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

বাস্টার্ড লীগ তোরা বাস্টার্ড লীগ, আমার হাত কেটে ফেললেও তোদের বিরুদ্ধে লিখে যাব, তোরাই বাস্টার্ড লীগ

২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৩

- স্যার ! এই যে সমূদ্রে ভাসমান মৃত্যুপথযাত্রী অসহায় বাংলাদেশী অভিবাসীরা মানবেতর জীবন যাপন করছে তাদের নিয়ে আপনাদের কিংবা সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন?
- পদক্ষেপ নিচ্ছি না মানে? বাংলাদেশ আওয়ামীলীগ সবসময় গণমানুষের রাজনীতি করে। আমাদের সরকার সমূদ্রে ভাসমান ওই জাহাজে "বাংলাদেশ আওয়ামীলীগ সমূদ্রে ভাসমান শাখা" উদ্বোধন করতে যাচ্ছে। কমিটির সভাপতি এবং সেক্রেটারী পদ নিয়ে ইতোমধ্যে ওই জাহাজে কয়েকটি গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও হয়েছে। আর এতে করেই বুঝা যায় আমাদের জনপ্রিয়তা কত বেশি।
- কিন্তু স্যার ! তাদের উদ্ধারের ব্যপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন?
- দেখুন এই উদ্ধারের ব্যপারে আমাদেরকে জিজ্ঞেশ না করে খালেদা জিয়াকে জিজ্ঞেশ করেন। আমাদের আগে তো তিনি দুই টার্ম ক্ষমতায় ছিলেন। তিনি এই অভিবাসীদের উদ্ধারের ব্যপারে কি ভূমিকা রেখেছেন? কই তার আমলে তো সমূদ্রে ভাসমান বাংলাদেশী কিংবা রোহিঙ্গাদের তিনি উদ্ধার করেন নাই? তিনি তো কেবল জঙ্গীবাদ আর পেট্রোল বোমা মেরে মানুষ খুন করতে পারেন। কি নির্মমভাবে পুড়ে যাওয়া মানুষগুলো হাসপাতালের বার্ন ইউনিটে কাতরাচ্ছে। কই তিনি তো তাদের একটিবার দেখতেও যান নাই......
- কিন্তু স্যার, আমরা কথা বলছিলাম সমূদ্রে ভাসমান অসহায় বাংলাদেশীদের.....
- .....পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে তিনি ভেবেছেন ক্ষমতায় যাবেন, কিন্তু তার সেই স্বপ্ন আমরা, আমাদের সরকার জনগণকে সাথে নিয়ে প্রতিহত করে দিয়েছি। জনগণ ওই খালেদা জিয়ার এমন বিভৎস পরিকল্পনা আগেই টের পেয়ে গেছে বলেই ৫ ই জানুয়ারীতে আমাদের প্রতি এক চেটিয়া ভোট বিপ্লব ঘটিয়ে খালেদা জিয়াকে প্রতিহত করে দিয়েছে। কই ৫ জানুয়ারী ইলেকশনেতো খালেদা জিয়া একটা ভোটও পান নাই.......
- স্যার, বলছিলাম ওই নিরীহ মৃত্যুপথযাত্রী সমূদ্রে ভাসমান বাংলাদেশীদের নিয়ে.....
- ........খালেদা জিয়া ভেবেছিলো যুদ্ধাপরাধী জামায়াত তাকে ক্ষমতায় বসিয়ে দিবে। তিনিতো এখন আর বিএনপির সভানেত্রী নন বৃহত্তর জামায়াতের আমীর। তার ছেলের মৃত্যুতেও তিনি জামায়াতের গ্রীণ সিগনাল পান নাই বলে ছেলের লাশও দেখতে গুলশানের অফিস থেকে বের হন নাই.......
- স্যার, ওই সমূদ্রের মানুষগুলোর.....
- .... বিএনপি-জামায়াত নাশকতা করে ভেবেছিলো জনগণকে পাশ কাটিয়ে গায়ের জোরে ক্ষমতা দখল করবে, কিন্তু জনগণ এত বোকা নয়। তারা আমাদেরকে একক ম্যান্ডেট দিয়েছে ওই বিএনপি-জামায়াতকে দমন করার জন্য....
- ইয়ে, স্যার যদি একটু সমূদ্রের ভাসমান নি:স্ব মানুষগুলোর কথা....
- আজ আর বেশী কিছু বলতে চাই না। পরচর্চা আমরা একদমই পছন্দ করি না। আমাদের সরকার কথায় নয় কাজে বিশ্বাসী।
- জ্বি স্যার, জ্বি স্যার আমরা বুঝতে পারছি স্যার। আপনাকে ধন্যবাদ স্যার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাঁটি জয়বাংলা মুক্তিযুদ্ধের চেতনার ফ্লেভারে ভরপুর!!!!!!!!!!!!!!

আপনি যাহা কিছুই বলেন না কেন? তিনি এক কথার মানুষ!

৫+অবৈধ অনির্বাচিত ২ =৭ বছর ধরে একই গীত! কেষ্ট বেটাই চোর! কলের গানের ভাঙ্গা রেকর্ড যেমন একই ট্র্যাকে বাজে তেমনি বেজেই চলছে..................................ঘ্যান ঘ্যান ঘ্যান

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:১৫

কাউন্টার নিশাচর বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.