| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যম আয়ের দেশ আর উন্নয়নের আফিম বটিকা সেবন করে বাংলার আদম সন্তানরা ওপর একটি সত্যিকারের মধ্যম আয়ের দেশের পাতাল পুরিতে আশ্রয় নিচ্ছে আর আমদের নেতারা দিগুন উদ্যোগে সপ্নের বটিকা প্রস্তুত করে যাচ্ছেন। কোনো বিকার নেই তাদের মানসিকতায়।ক্ষমতা, মোহো, লিপ্সা সবাইকে অন্ধ করেরেখেছে।
খবরঃ
থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ৩০টি বড় গণকবরে মানবপাচারের শিকার হওয়া মিয়ানমার ও বাংলাদেশের শত শত অভিবাসন-প্রত্যাশীর দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার একটি পত্রিকা দাবি করেছে, থাইল্যান্ডের সীমান্তসংলগ্ন মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেরলিস প্রদেশের দুটি স্থানে ৩০টি গণকবর আবিষ্কার করেছে দেশটির পুলিশ। ওই গণকবরগুলোতে শত শত মানুষের দেহাবশেষ আছে।
মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার ওয়েবসাইটে জানানো হয়েছে, গত শুক্রবার দেশটির পেদাং বেসারের একটি গণকবরে প্রায় ১০০ জন রোহিঙ্গা অভিবাসন-প্রত্যাশীর দেহাবশেষ পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশের এক মুখপাত্র। তবে তিনি জানিয়েছেন, কাল সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুর থেকে পুলিশের কমান্ডো ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গেছেন। তবে সেখানে কতগুলো গণকবর ও দেহাবশেষ পাওয়া গেছে, তা পরিষ্কার নয়।
সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই গণকবর থেকে বেশ কিছু মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। দেহাবশেষগুলো বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসন-প্রত্যাশীদের বলে ধারণা করা হয়।
মুল খবর
২৪ শে মে, ২০১৫ রাত ৯:৫৭
কাউন্টার নিশাচর বলেছেন: এবং লাশ হয়ে ফেরত আসছে।
২|
২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: একঘরে সরকার জাতিসংঘ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, হিলারী, ওবামা সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে- মুই কি হনুরে ভাবে একল চলতে গিয়েই আজকের এই করুন পরিণতি!!
বৈধ ভাবে শ্রম রফাতানির করুন হালই বলে দেয় আন্তর্জাতিক সম্পর্ক কত শীতল!
কিন্তু তারা বগল বাজিয়ে গরম ভাব দেখাতে চাইছে! চাপাবাজি আর মিথ্যা বাগারম্বর, প্রলাপ বকে বকে পুরো জাতিকে স্তব্ধ বানিয়ে নিজেরা ভাবছে -মোরা কত চালাক রে!!!!!
কিন্তু শাস্ত্রেই আছে অতি চালাকে গলা দড়ি!
তাদের অতি চালাকির প্রথম বলি হচ্ছে আমজনতাই আগে- গণকবরে লাশ হয়ে!!!!!!!!!!!!!!!!
২৪ শে মে, ২০১৫ রাত ৯:৫৭
কাউন্টার নিশাচর বলেছেন: দুঃখজনক ব্যাপার
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:০৩
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ডিজিটাল সরকারের অর্জন, বাংলাদেশ মালয়শিয়ার পথে যাচ্ছে।