![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকু গমরুলের ৪২৫ কোটি টাকা ব্যয়ে ব্রাজিল থেকে আমদানি করা গম যে নিম্নমানের সেটি বাজারে ছাড়ার আগেই জানত কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার ব্যাপারেই আপত্তি জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু ঊর্ধ্বতন মহলের চাপের মুখে শেষ পর্যন্ত খালাস করতে বাধ্য হয় খাদ্য অধিদফতর। এমন অভিযোগও উঠেছে, মান পরীক্ষার জন্য বিসিএআইআরসহ বিভিন্ন কর্তৃপক্ষকে যে নমুনা সরবরাহ করা হয়েছে সেটি ব্রাজিল থেকে আমদানি করা গমের ছিল না।
খাদ্য অধিদফতর সূত্রে জানা যায়, একটি বিশেষ গোষ্ঠীকে গম আমদানির দায়িত্ব দিতে গিয়ে সরকার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাজারদরের চেয়ে অনেক বেশি দরে কার্যাদেশ দেয়া হয় এ দু’টি কোম্পানিকে। ৪২৫ কোটি টাকা ব্যয়ে যে গম আমদানি করা হয় সেটিও সর্বনিম্ন দর ছিল না। কর্তৃপক্ষ চাইলে স্থানীয় বাজার থেকে দেখেশুনে আরো কম সময়ে কম দামে মানসম্পন্ন গম কিনতে পারত বলে জানান সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ী।
২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ২:১৫
শিশির খান ১৪ বলেছেন: হুম সব কিছুই তো ভেজাল আরো একটা ভেজাল যোগ হইলো কিছু করার নাই কার বিরুদ্ধে কার কাছে নালিশ করবেন। খালি সভা সেমিনারে লম্বা লম্বা ভাষণ নিজের বেলা ঠিকই ষোলো আনা বুঝে সবাই। এই দেশে থাকতে হইলে এগুলা খায়া হজম করতে হবে।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, ছাগলের খাদয় আমদানী করেছে।
ডাকাতেরা মন্তরী, চোরেরা এমপি