নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অলস, আমাকে ঘুম থেকে ডাকবেন না

বন্যলোচন

অনর্থক জীবন ধারণ, বিতৃষ্ণার মূল কারণ।

বন্যলোচন › বিস্তারিত পোস্টঃ

এইসব নিস্তব্ধতা শান্তির ভিতর

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

জীবনের, বেঁচে থাকার অসারতা বুদ্ধিবৃত্তিক দিক থেকে প্রমাণ হয়ে গেলে কিছু করার থাকে না।
তবু বেঁচে থাকি।

যে মানুষটি পরম সুখ একবার অনুভব করেছে, এবং সে জানে এই সুখ আর কখনো অনুভূত হবে না; তার কাছে জীবনের পরবর্তী অংশটি নিতান্ত সাধারণ লাগার কথা। একটা একঘেয়ে রুটিনের মতো। আজকাল অদ্ভুত সব স্বপ্ন দেখি, মানুষ খুঁজে দেখি ভিড়ের মাঝে কাউকে চিনি কিনা- কিন্তু দিনের আলোয় কারো চেহারা দ্যাখা যায় না। তুমি বলবে আমি বিষণ্ণ, বিকারগ্রস্ত, আমার চিকিৎসা দরকার, সঙ্গ দরকার মানুষের। আমি বলব তুমি বিভ্রমে ভুগছ। সুখের চেহারা চেনো, একাকীত্বের ভার ভুলে যাও। জীবনে এমন সুখ যদি থাকে যে যার জন্যে বেঁচে থাকা যায়, তবে নিশ্চয়ই এমন নির্জন রুক্ষ অবসাদও আছে- যার জন্যে মরে যাওয়া যায়। কিন্তু আমরা দুইয়ের মাঝে, জীবন্মৃত। এরকম অস্তিত্বে শান্তি আছে, আছে নিস্তব্ধতা। অন্তত তাই বিশ্বাস করে করোটির ভেতরে পোকা নিয়ে বেঁচে আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.