নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অলস, আমাকে ঘুম থেকে ডাকবেন না

বন্যলোচন

অনর্থক জীবন ধারণ, বিতৃষ্ণার মূল কারণ।

বন্যলোচন › বিস্তারিত পোস্টঃ

দগদগে দাগাদাগি ১

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

আঁকাআঁকি আমার আসে না। নির্দিষ্ট কিছু আঁকতে বললে কলম নড়তেই চায় না। কিন্তু, এই অক্ষমতা সত্ত্বেও, আমি খাতায় বিনা কারণে দাগাদাগিতে পারদর্শী। সেই দাগাদাগির কিছু ফসিল আজ পোস্ট করে দেখি। দেখার কেউ নেই। এটা স্রেফ নিজের জন্যে পোস্ট করা। হারিয়ে যেন না যায় ছবিগুলো, এজন্যে।


জীবনানন্দ আর কাফকা পড়ার সময় এটা আঁকা। একটা সেতু, একটা পশু, একটা নারী, একটা কবিতা - চারজনের একই শরীর। তাদের বেদনা আর আনন্দের ছবি।


এবার স্রেফ নারী। অসাধারণ ভঙ্গিমায় অপেক্ষারত নারী। শভিনিস্টিক পশুর মত মনোভাব নিয়ে এঁকেছি, স্বীকার করি। কিন্তু আমার কল্পনায় ব্রেক ধরব কি ধরব না সেটা আমিই দেখি, নাকি?


ম্যাজিকাল একটা ফ্লো কাজ করে যাচ্ছে শরীরের চারপাশে। সেটা বোঝাতে চাইছিলাম। কচুও হয়নি।


নরকের দ্বাররক্ষী। নাম তার দ্যেক্রক্কঞ্চ (দইক-রক-কন-চ)।

আরও আপলোড দিতে চাইছিলাম। নেট এবং সামুর স্পিড সহায়তা করতে নারাজ। পরে করব। আপাততঃ চারটেই থাক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ স্কেচ ভাল লাগল ।
ভিনসেন্ট ভেন গগ ও এরকম পেননিল আর্ট দিয়েই শুরু করেছিল । সামুর স্পীড বাড়ছে , এখন বাকি গুলি পোস্ট দিয়ে দিতে পারেন ।
ভেন গগের বিখ্যাত একটি চিত্র কর্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.