নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অলস, আমাকে ঘুম থেকে ডাকবেন না

বন্যলোচন

অনর্থক জীবন ধারণ, বিতৃষ্ণার মূল কারণ।

বন্যলোচন › বিস্তারিত পোস্টঃ

গ্যাংস্টা র‍্যাপ--- আনপ্লাগড ভার্সন B-) B-)

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৩:১১

(পুস্টে ভদ্রজনিত কিছু গালি আছে, পূর্ণবয়স্কদের গায়ে লাগবে না, আর অল্পবয়স্কদের মানা করলে লাভ নাই- এরা দেখলে উল্টা আরও লাফায়া লাফায়া ভিত্রে ঢুকবে, কিন্তু তাও, ১৮ প্লাস ট্যাগ। জাতির উদ্দেশ্যে জানান যাইতেছে যে এইটা বেসিকালি সঙ্গীত পুস্ট)

(ও, আর আনপ্লাগড কথাটা লাগায়া অস্বস্তি লাগতাছে। মানে তো জানি না। আগে দেখতাম ব্যান্ডের গানে আনপ্লাগড লেখা, মাঝে মধ্যে টিভিতে দেখতাম ক্রিকেট বিশ্লেষণ 'হারশা ভোগ্লে আনপ্লাগড' চলতেছে, এইটার বাংলা কি হবে? তার-খোলা?...তারছিঁড়া?...'হারশা ভোগ্লে তারছিঁড়া' শুনতেই কেমন লাগে। 'গ্যাংস্টা র‍্যাপঃ তারছিঁড়া সংস্করণ' দিব নাকি শিরোনাম? ...জগতে প্রশ্নের অভাব নাই)


আমার একটা বদভ্যাস আছে, কোন জিনিস নজর কাড়লে বা ভালো লাগলেই সেটা নিজে করে দেখার ইচ্ছে জাগে। যেমন একবার 'ইনিস মোনা' শুনে নিজে গাইবার শখ হলো (পরের দুই সপ্তা ফ্যাসফ্যাসিয়ে কথা বলতে হয়েছে, আর এখন এলভেইটির নাম শুনলেই গলা ভেঙ্গে যায়), একবার বিষ্ণু দে পড়ে ভাব্লাম কবিতা লিখব (পাঁচ লাইন লিখেছিলাম, শব্দগুলার অসামনেস সহ্য না করতে পেরে মোমবাতি থেকে আগুন ধরে গেছিল কাগজে), আর গত বছর স্ট্রিট ড্যান্স নিয়ে একডজন ছবি দেখার পর চিন্তা করলাম এরকম নাচ শিখব (ফলাফলঃ বাম পা মচকান, দুই হাঁটুতে ফ্র্যাকচার, মাথায় তিনটে আলু, ডাক্তার বলেছে বয়সকালে আলুগুলো জ্বালাবে, ভাইয়াকে সন্দেহভরা জিজ্ঞেস করেছিল আমি আগে আত্মহত্যার চেষ্টা করেছি কিনা কখনো; বাসা থেকে ইশতেহার দিয়েছে এর পরে 'রাস্তানৃত্য' চেষ্টা করলে আমাকে রাস্তায় ছেড়ে আসবে)--হয়তো সবগুলায় সফল হইনি, কিন্তু অভ্যাস ছাড়তেও পারিনি। সেই ধারা অনুসরণ করে গত কয়েক সপ্তা ধরে শুনছিলাম একগাদা বাংলা র‍্যাপ; ভালই লাগল।

এখন চিন্তা করলাম নিজে কিছু লিখি!

আগে মূল সঙ্গীতের আগে একটা বাড়তি অংশ থাকত। গৌরচন্দ্রিকা। সেইখানে গায়কের পরিচিতি, স্রষ্টার প্রশংসা ইত্যাদি ইত্যাদি ঠুসে দেওয়া হতো। আমিও ছাড়ব কেন? তাই গ্যাংস্টা র‍্যাপের আগে গ্যাংস্টা গৌরচন্দ্রিকাঃ

"গ্যাংস্টা গ্যাংস্টা আমি গ্যাং গেল কুনখানে
সব শালা জোচ্চোর ভাগছে কামের নামে
----------------যাউকগা-----------------
র‍্যাপ করি বিদ্যুৎ, বাকি শালারা চ্যুত
মাড়ানি পায়ের নিচে সব মাঙ্কির পুত
আমার লাগেনা কাউরে আমি লাগাই লাগাই
পোলাপানের ভাব দেখলে আইগায়া যাই
একা একা পথে হাঁটি দুই হাতে বন্দুক
ডরাইনা কাউরে দ্যাখ আমার খ্যাত লুক
সেক্সি মাদাফাকা আয়্যামা সেক্সি মাদাফাকা
রাজত্ব সারা শহরে আমার শহরের নাম ঢাকা!"


ইন্ট্রোডাকশন, ব্রাভাডো দেখানো শ্যাষ এইবার র‍্যাপ নাম্বার ওয়ান, নাম-- "লাবিউ বত্ব ফাকিউ"

রাইত বাজে বারোটা আব্বা ঘরে আইছে
খেতাখুতা টাইনা আমি মনে মনে কই খাইছে!
আব্বা কয় হারামির পো নালিশ আইছে তোর নামে
বাড়িঅলার মাইয়াডার তুই হাত ধরসস কোন কামে?
আমি কইলাম, হৈছে কাম, বুইড়া নিজেই আইছিল?
আমার নামে নিশ্চিত হ্যাতে বহুত গুণগান গাইছিল?
আপ্নের পোলা খাঁটি সোনা আব্বা, এইগুলা সব রটনা
চিনিই না ওই মাইয়ারে তো ক্যাম্নে ঘটবো ঘটনা?
আব্বায় কয় শাটাপ বান্দর, মাইয়া নিজেই আইছিল
ভাগছিলি তুই, নৈলে তরে নিয়াই কইতে চাইছিল।

এখন ক শালার ব্যাটা তরে লইয়া কই যাই?
এক্কেরে কুইট্টালবাম যদি মিছা কথার হদিস পাই।

কৈলাম, আব্বা, আপ্নের পোলা সুপুরুষ, বিশাল বীর
তবে কিনা মাইয়াডাও সেইরাম, মানে অস্থির;
রাইগেন না পিলিজ, জানেনই তো আপ্নেরে খুব ভয় পাই
তবে কিনা, মানে আব্বা, অরেই বিয়া করবাম চাই।।

এইবার দ্বিতীয় র‍্যাপ, এইটা কোরাস কৈরা গাওয়ার গান। নাম-- "দা লুঙ্গি সং"

লুঙ্গি পরে আসো পুঙ্গি বাজাই
আমার পকেট খালি কোন গার্লফ্রেন্ড নাই;


আমি গলা ছেড়ে গান গাই খুব খিদে পেলে
আমি কারো সাতেপাঁচে নাই খুব ভালো ছেলে
আমি খাইদাই সারাদিন ঘুমিয়ে কাটাই
তাই---লুঙ্গি পরে আমি পুঙ্গি বাজাই
--------আসো লুঙ্গি পরে সবে পুঙ্গি বাজাই।।


আমার চুল বড় বড় আমার গেঞ্জিতে ঘাম
আমি পথে পথে ঘুরি কেউ দেয় না তো দাম
আমি খ্যাত আনস্মার্ট আমি বলদ ভোদাই
তাই---লুঙ্গি পরে আমি পুঙ্গি বাজাই
--------আমার পকেট খালি কোন গার্লফ্রেন্ড নাই;


আমি-
অলিতে গলিতে টলিতে টলিতে চলিতে চলিতে
থামি;
কারো-
আশাতে নেশাতে গোপন তৃষাতে মাতাল পাতালে
নামি;
আমি-
সব চুরমার করে একাকার বার বার পুড়ে যাই;
যেন-
এই নিরামিষ জীবনের কোন বাস্তব মানে নাই;
শুধু ধুলোমাখা হাসিমুখে মরণের গান গাই;

তাই---লুঙ্গি পরে আমি পুঙ্গি বাজাই
আসো লুঙ্গি পরে সবে পুঙ্গি বাজাই...
সবে লুঙ্গি পরে আসো পুঙ্গি বাজাই...


এইবার থার্ড এবং ফাইনাল র‍্যাপ, এইটা জাস্ট র‍্যাপ নামে একটা অজুহাত, আসল উদ্দেশ্য গালাগালি করা! আমি এইটা নিয়ে সবচে বেশি প্রাউড B-)) নাম- "দা শ্যাটানিক ভার্সেস"

গালাগালি হৈল একটা আর্ট মানে শিল্প
গাইলাইতে চাইলে বাংলার সব শব্দই মিলবো
অর্থ জাইনা গাইলাও পাগলা শুনতে লাগব সেই
আইসো পুলাপান তোমগো গালির শিক্ষা দেই।

অ তে অগাচণ্ডী বলো আ তে আওয়াছুদা
ক তে কমিন খ তে খাইস্টা গ তে গাংগরযুদা
চ তে চ্যাংড়া ছ তে ছ্যাঁচড়া জ তে জিনাকারী
ট তে টাউট ঠ তে ঠ্যাঁটা ড তে ড্যাকরা নারী
ত তে ত্যান্দড় ধ তে ধোনদোল দ তে দোঁআইশা
প তে পুংটা ফ তে ফকরা ব তে বান্দিবৈশ্যা
য তে যাইরা র তে রতি ল তে লটকালটকি
শ তে শান্টিং স-য় সুমুন্দি হ তে হাউয়ার ুটকি

আরো আছে হরেক গালি শুনতে লাগে বেশ
একটা একটা বলতে গেলে হৈব না রে শেষ
পুন্দাপুন্দি ঝিন্দের বন্দি ডবকাডবকি সেই
খাপে খাপ না ঠাপে ঠাপ ঐটার হিসাব দেই
বীচি মানে ঢেউ আবার বিচি মানে বিচি
চ বর্গের গালি দিলে ব্লক, তাই বাদ দিছি
আবার সব গালি গালি নয় কেউ কেউ গালি
শুনতে ভুল করলে দিবি হাতে হাতে তালি
কি ভাই খান কি পোলাও মাংস অর্ডারে দাগাদাগি
না না রাখেন আমি কেবল সবজি-ভাত মাগি!

সব শেষে একটা কথা- গালাগালি মন্দ
যদি দ্যাও রেগে গিয়া, বুঝলা প্রিয় বন্দো!
গাইলাও খুশিমনে তুমি, গাইলাও আনন্দে
গাইলাও সনেট হাইকু লিখা, গাইলাও ছন্দে ছন্দে
কিন্তু গালি খাওয়ারও অভ্যাস থাকতে হবে জিনিয়াস
মনে রাখবা একটা বাণী- 'হোয়াই সো সিরিয়াস!'

র‍্যাপ শ্যাষ।

*পড়ার জন্য প্লেটনিক ভালবাসা জানাই।
**পোস্টে ব্যবহৃত সকল গালি বাংলা একাডেমির গালি অভিধান হতে সংগৃহীত।
***ইয়াল্লা রাত তিনটা বাইজা গেছে!
****স্টার দেওয়ার বদলে পুনশ্চ বা বি.দ্র. দিতে চাইছিলাম। লেখতে আলসামি লাগে। বুঝে নিয়েন।

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২০

জাহিদ হাসান মিঠু বলেছেন: হা হা হা......
হাসতে হাসতে অজ্ঞান।
ধনবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

বন্যলোচন বলেছেন: ইয়াল্লা এত কমেন্ট! থ্যাঙ্কু থ্যাঙ্কু।

২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

বিজন রয় বলেছেন: হাসির পোস্ট।
++++

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

বন্যলোচন বলেছেন: আপ্নের পর্যবেক্ষণের ক্ষমতা দেখে আমি বিমোহিত!

৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২১

উল্টা দূরবীন বলেছেন: চরম

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

বন্যলোচন বলেছেন: হেহে!

৪| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫

ইয়েলো বলেছেন: হেব্বি পোস্ট।চ্রম :#)

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

বন্যলোচন বলেছেন: :#) :#)

৫| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

:P
মন খারাপ থাকলে এই পোস্ট পড়বো...
তাই প্রিয়তে নিয়ে গেলাম।

হাহাহাহা

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

বন্যলোচন বলেছেন: কঙ্কি, প্রিয়তে! ধইন্যা ধইন্যা :)

৬| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

অর্বাচীন পথিক বলেছেন: আল্লাহ্‌ গে!!!!

পেট ফেটে গেল

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

বন্যলোচন বলেছেন: *আল্লাহ গো!!!!

থ্যাঙ্কু :)

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

সোজোন বাদিয়া বলেছেন: হুম-ম-ম তা বটে গ্যাঙস্টা থেকে ব্যাঙস্টা হয়েছে। বিনামূল্যে আমদানির জন্য ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩

বন্যলোচন বলেছেন: আমদানি না, এইটা কালচারাল অ্যাবযর্পশন নামে পরিচিত। বত্ব পড়ার জন্যে ধন্য ধন্য বলি আপ্নারে।

৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: এইটা পইড়া কি কমু -- অসাম শালা ???? B-)

হেব্বি মজা পাইছি - সেক্সি মাদাফাকা আয়্যামা সেক্সি মাদাফাকা

গাইলাও খুশিমনে তুমি, গাইলাও আনন্দে
গাইলাও সনেট হাইকু লিখা, গাইলাও ছন্দে ছন্দে
কিন্তু গালি খাওয়ারও অভ্যাস থাকতে হবে জিনিয়াস
মনে রাখবা একটা বাণী- 'হোয়াই সো সিরিয়াস!'


--- অসাম অসাম

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

বন্যলোচন বলেছেন: আমিও লেইখা মজা পাইছি। বিনোদনের দরকার আছে লাইফে B-)

৯| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~
পুরাই অস্থির! পিনিক মাম্মা পুরাই পিনিক!

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

বন্যলোচন বলেছেন: আমি আসলেই চিন্তা করি নাি এত মানুষ পড়বে। ফিলিং উরাধুরা B-)

১০| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: আহা কি প্রতিভা :#)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৫

বন্যলোচন বলেছেন: হাহহা!

১১| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩২

তার আর পর নেই… বলেছেন: ভালো লাগেনি। উল্টাপাল্টা লাগছে, প্রথম দুইটা পড়েছি।

এগুলো লেখার সময় কোন অঘটন ঘটেনি?

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৭

বন্যলোচন বলেছেন: অঘটনের ক্ষেত্রে আইডিয়া করেছিলাম সুশিল সমাজের ভীড় জমে যাবে, তারপর মডু কর্তৃক ব্লগচ্যুত করা হবে আমাকে। আল্লা বাঁচাইছে মানুষের এখনো সেন্স অফ হিউমার আছে!

১২| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

আরণ্যক রাখাল বলেছেন: চরম হইছে
আমি গালির হাইকু লিখমুনে গুলু

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮

বন্যলোচন বলেছেন: শুনায়েন আমারে :)

১৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: আমিও একটা অছালিন গান লিকসিলাম। মডুরা গুনা দিসিলো। আপ্নার লেখা পড়ে ওটা আবারও না দিয়া পারতেছি না।

আপনারা যত সব চুতমারানি,
চুরির টাকায় সেজেছেন রাজারাণী।
আপনারা যতসব নটির ছেলে,
মেয়ে দেখলেই জিভ ভেসে যায় জলে,
আপনারা যতসব হারামজাদা,
দেখছেন সবই,তবু চোখ আছে বাঁধা।
আপনারা যতসব মাগীর দালাল,
বউ নজরানা দিয়ে হন লালে লাল।
আপনারা সব্বাই বান্চোৎ নাকি?
মনে এক কথা,আর মুখে সব ফাঁকি!
ভেবেছেন নিজেদেরই আছে শুধু শ্যাটা?
বিচি গেলে দিলে চুকে যাবে সব ল্যাঠা।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২

বন্যলোচন বলেছেন: এখনকার মডুরা ওপেন আছে, আমাকে গদাম দেয় নাই (অত্যাবশ্যকীয় পাম্পট্টী)

বাউ করার ইমো নাই ব্লগে? জিনিসটা অচলিলভাবে অসাধারণ হইছে! আরও লিখা থাকলে শেয়ার কৈরেন।

১৪| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
'হারশা ভোগ্লে তারছিঁড়া' :P

অসাম পোস্ট।+++++

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

বন্যলোচন বলেছেন: শ্লার কমেন্টারি শুনলে অনেকসময় তাই মনে হয় ম্যান!

১৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০২

আরজু পনি বলেছেন:
@হাসান মাহবুব,
এই পোস্ট পড়ার সময় সত্যিই আমার মনে হইছিল আপনিই যেনো লিখছেন এই পোস্ট ... :P
এখন আপনার মন্তব্যে সেটা পূর্ণতা পাইলো ।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

বন্যলোচন বলেছেন: আইডিয়া করলেন কেম্নে? এহেম, নিচের কমেন্ট পড়েন ;)

১৬| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬

হাসান মাহবুব বলেছেন: পনি আপা, কীভাবে শিওর হৈলেন যে এটা আমার মাল্টি না? B-))

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪০

বন্যলোচন বলেছেন: :|

১৭| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২

আরণ্যক রাখাল বলেছেন: আমি সিওর এইটা হামা ভাইয়ের মাল্টি না?
মনে হইতেছে |-)

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১২

বন্যলোচন বলেছেন: মাল্টি নিয়া এখন আরাম নাই। বেশি বিখ্যাত হইয়া গেছি, মানুষ বুইঝা ফেলে /:)

১৮| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: =p~

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

বন্যলোচন বলেছেন: =p~

১৯| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমি আগেই কইতে চাইছিলাম আরজুপনি কিন্তু বন্যলোচনরে হামা বইলা চিকনে ইশারা দিছে ;)
মজার মজার কমেন্ট আবার দেখতে আইলাম

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

বন্যলোচন বলেছেন: পৃথিবী মাল্টিময় /:)

২০| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:



চ্রম =p~

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

বন্যলোচন বলেছেন: :|

২১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মাইরালা! অামার একটা অশ্লীল কবিতা অাছে! পোস্ট করলে ইজ্জত পাঞ্চার হবে, তাই দেইনা!

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১

বন্যলোচন বলেছেন: দেন দেন এই পোস্টে পোস্টায়া ফেলেন। এইটা এম্নিতেই অচলিল পোস্ট, কেউ কিছু মনে করব না!

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন:

=p~ =p~ =p~

পানখা হই গেছি!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৬

বন্যলোচন বলেছেন: পানখায় বাতাস লাগান !:#P !:#P

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ, কই আইয়া পড়লাম
হা হা হা হা.... এমন জঘন্য হাসির হু হা হা হাহা

আপনের মুখখান য্যান আগুনেরই গোল্লা রে
আপনি কোন ডিস্ট্রিক্ট? বাকি ময়ময়বিলাইয়ের পোলারে

মোবাইলে আছি যুইতমত কমেন্ট করতারলাম না
হা হা হা হা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০

বন্যলোচন বলেছেন: ইয়াআআআআ B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.