![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
্নিজেকে নিজেকে নিয়ে নিজে কিছু লেখাটা নিতান্তই বোকামি।
"ছেলেরা রাস্তায় পি ...... করতে পারলে আমরা কেন পারব না?"
মেয়েরা ঠিকভাবে অধিকার পাচ্ছে না,তাই এই জ্বালাময়ী বক্তব্য দিয়ে বই লিখে ফেললেন কোন নারী আন্দোলন কর্মী।
এদেশে ভাল মাপের চলচ্চিত্র তৈরী হচ্ছে না?
সদ্যমুক্তি কোন বাংলা ছবিকে তুলোধুনো করে চরম একটা প্রিভিউ লিখে ফেললেন। ব্যাস,যেই ব্যাটা ছবি বানিয়েছে তার সাধ মিটে যাবে জন্মের মত।আর আপনি লাইকে লাইকে ভরে যাবেন।
পত্রিকায় কাজের মেয়ে নির্যাতনের খবর?
আবার ও লেখা হয়ে গেল মর্মস্পর্শী ব্লগ "কবে জাগ্রত হবে আমাদের বিবেক?"
আর লেখকের নিজের বাসার কাজের মেয়েটা কি খাচ্ছে তার খবর হয়তো নেয়া হয়নি কোনদিন।
এরপর যুক্তি,তথ্য আর পরিসংখ্যান দিয়ে প্রমান করে দিলাম যে ইউনূস শালা একটা বিশাল আকারের সুদখোর।তার দ্বারা মানুষের অপকার ভিন্ন উপকার হয় নি।কিন্তু নিজেরা গরীব মানুষের লোনের কোন বিকল্প ব্যাবস্থা করলাম না।অবশ্য ফেসবুক,পত্রিকা,টক শো তে যুক্তি,পরিসংখ্যান আর তথ্যের বুলি চলতেই থাকল।
আমাদের এক অর্থনীতিবিদ গবেষনা করে বের করলেন,বেকারত্বই আমাদের দেশের অর্থনীতির মূল সমস্যা।
আরে ভাই!! এই গবেষনা করতে বলছে কে?এই টা ম্যাংগো পিপলরাও চোখ বন্ধ করে বলতে পারে!!
পারলে গবেষনা করে এর সমাধান টা দেখান রে ভাই।
আমরা হাতের কলম,কি বোর্ড আর মাইক্রোফোনের সামনে জিহবা যে পরিমান অ্যাক্টিভ তার কিছুটা অ্যাক্টিভ যদি আমরা কাজে হতাম!!!!!!
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে"।
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০১
জাগতিক ভালবাসা বলেছেন: যাক সবাই বুঝতেও পারে না।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪
জাগতিক ভালবাসা বলেছেন: বুঝতে যেহেতু পেরেছেন,নিশ্চই পারবেন।
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
জনাব মাহাবুব বলেছেন: ইয়াহু! ভাই এই মাত্র সেফ (জেনারেল) হইলাম। এখন মন ভরে লিখতে পারবো।
সবাইকে শুভেচ্ছা।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
জাগতিক ভালবাসা বলেছেন: আপনাকে আমার শুভেচ্ছা।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
জাগতিক ভালবাসা বলেছেন: আপনাকে আমার শুভেচ্ছা।
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
জাগতিক ভালবাসা বলেছেন: ভাই,ভাল কথা।
সেফ আর জেনারেল কিন্তু এক না।
আমি তো এখন ও সেফ হইতে পারি নাই।
জেনারেল এ আছি।
আপনিও বোধহয় তাই।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
রিয়াদ হাকিম বলেছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
জাগতিক ভালবাসা বলেছেন: সেই কবেটা যে কবে আসবে?
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
জাগতিক ভালবাসা বলেছেন: রিয়াদ হাকিমের ছবিটা সুন্দর।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
জাগতিক ভালবাসা বলেছেন: পরিবর্তন হয় না ......
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
আরিফা হক বলেছেন: জন্মের থেকে এই আফসোস নিয়েই মরছি যে সবাই খালি বলে, কিন্তু করে না। অথচ আমিও তা-ই করছি