নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ পর্যন্ত সত্য আর ভালবাসার বিজয় হবেই।

আমি সাধারন মানুষ।অতি সাধারন একজন।

জাগতিক ভালবাসা

্নিজেকে নিজেকে নিয়ে নিজে কিছু লেখাটা নিতান্তই বোকামি।

জাগতিক ভালবাসা › বিস্তারিত পোস্টঃ

লোকাল বাসের গণতন্ত্র চর্চা

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

বিষয়টা যদিও সম্ভব নয়।



তবুও লোকাল বাসে যদি রাজনৈতিক দলের নেতারা চলাফেরা করতেন তাহলে বেশ ভাল হত।



বিশেষত আমাদের দুই নেত্রী।অথবা কোনভাবে লোকাল বাসের যাত্রীদের আলাপচারিতা তাদের শোনানোর ব্যাবস্থা থাকলে দারুন হত।



তাহলে তারা খুব সহজেই বুঝতেন তাদের চারপাশের লোকেরা যা বলে তার সাথে বাস্তবতার কত পার্থক্য!!



তাদেরকে কতই না ভুল বোঝানো হয়ে থাকে!!!



অনেকেই বলতে পারেন এই লোকগুলো উচ্চ শিক্ষিত নয় বা তাদের চিন্তা ভাবনা তথাকথিত বুদ্ধিজীবি লেভেলে পৌছে নি।



কথা হয়তো বা মিথ্যা নয়।তবে এই সাধারন মানুষগুলোর কথাই দেশের বেশিরভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটায়।আর লোকাল বাসে কথা বলার সময় মানুষগুলো খুব সাহসী হয়ে উঠে।যা সে সঠিক মনে করে তাই বলে।



আর এরাই ভোট দিয়ে কখন ও আওয়ামী লীগ,কখন ও বা বিএনপি কে বিপুল ভোটে নির্বাচিত করে।



so never underestimate the power of common people.



সাধারন মানুষের ক্ষমতাকে তুচ্ছ করবেন না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

জাগতিক ভালবাসা বলেছেন: আজকেও সেই একই অভিজ্ঞতা।
লোকাল বাস যেন একটা চলন্ত সংসদ।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মশিকুর বলেছেন:
একটা ডিজিটাল টিপি দিয়া ব্লগে আইলেইতো বুঝতে পারতো বাতাস কোন দিকে বয়।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

জাগতিক ভালবাসা বলেছেন: ভাই ,আপনার কমেন্টটা বুঝতে পারি নাই।

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

মশিকুর বলেছেন:
বলছি বাংলাদেশের নেতারাতো পর্দা করেন। নিজ নিজ রাজনৈতিক এলাকায়ই যান না বছরের পর বছর। তারা লোকাল বাসে চলাচল করবে কেমনে। তাই তাদের ব্লগে আমন্ত্রন জানাইলাম।

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

জাগতিক ভালবাসা বলেছেন: ভাই আপনি পারেন ও।আপনি কোন দেশে থাকেন বলেন তো?
উনারা লোকাল বাসে চড়লে মার্সিডিজগুলা খালি পড়ে থাকবেনা!!!!!!

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

জাগতিক ভালবাসা বলেছেন: ভাই আপনি পারেন ও।আপনি কোন দেশে থাকেন বলেন তো?
উনারা লোকাল বাসে চড়লে মার্সিডিজগুলা খালি পড়ে থাকবেনা!!!!!!

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১২

মশিকুর বলেছেন:
নেতাদের লোকাল বাসে চলাচলের সম্বাবনার কথাতো আপনি পোস্টে বললেন। আপনার পোস্টের ২য় লাইন- "তবুও লোকাল বাসে যদি রাজনৈতিক দলের নেতারা চলাফেরা করতেন তাহলে বেশ ভাল হত।" =p~ =p~ =p~

আমি আরও বললাম নেতারা লোকাল বাসে না চড়ে, তারা যদি ব্লগ পড়তে আসতো, তাহলে তাদের সম্পর্কে জনগনের কি ধারনা, তা তারা জানতে পারতো। আমার ২য় মন্তব্যটা আর একবার পড়ার অনুরোধ রইলো। X( X( X(


তাই, ভাই আপনিও পারেন। আপনি কোন দেশে থাকেন বলেন তো?
উনারা লোকাল বাসে চড়লে মার্সিডিজগুলা খালি পড়ে থাকবেনা!!!!!!
=p~ =p~ =p~

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

জাগতিক ভালবাসা বলেছেন: সাত নাম্বার বাসে যাবার সময় আমার প্রায়ই মনে হয় ইশ আমাদের নেতারা যদি বছরে একবার ও এই লোকাল বাসটাতে চড়তেন!!!

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

জাগতিক ভালবাসা বলেছেন: সাত নাম্বার বাসে যাবার সময় আমার প্রায়ই মনে হয় ইশ আমাদের নেতারা যদি বছরে একবার ও এই লোকাল বাসটাতে চড়তেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.