![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য। সর্বস্বত্ব সংরক্ষিত © হারুন আল নাসিফ [email protected] [email protected]
সাধাসাধি করলে খেতে
ঘাড় বাঁকিয়ে না করে
কিন্তু খেতে করলে শুরু
খেতেই থাকে হা করে।
খাওয়ার মাঝে যে যাই বলুক
উত্তরে না রা করে,
হাত-ইশারায় বলবে দিতে
একটা কড়া চা করে।
পেটের ব্যথায় কুঁকড়ে কাঁদে
চিল্লিয়ে মা মা করে,
পায়চারি সে করতে থাকে
হাত দু’টোকে পা করে।
ওষুধ-পথ্য বললে খেতে
একফোঁটা না গা করে,
কাষ্ঠ হাসি হেসে বলে-
আল্লা মালিক যা করে!
২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
হারুন আল নাসিফ বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০
অন্তহীন বালক বলেছেন: কাষ্ঠ হাসি হেসে বলে-
আল্লা মালিক যা করে!