নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করি এবং আমার কাজ এবং কথার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আসুন, একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাই!
সরা দেশ জুড়ে যখন জঙ্গিবাদ এর উত্থান এবঙ বিস্তৃতি নিয়ে তুমূল আলোচনা চলছে তখন একটি শীরষ দৈনিক পতৃকায় আজ উদ্দেগজনক খবর ছাপা হয়েছে।
খবর-১ : তিন জঙ্গিনেতার বিচারের অনুমতি পাওয়া যাচ্ছে না।
খবর-২ : এন্টি টেররিস্ট এক্ট এ বিচারাধীন ১৩০ মামলা সাক্ষীর অভাবে ঝুলে আছে।
আজ ঈদের ছুটির শেষ দিন। আগামিকাল থেকে করম ব্যস্ততা শুরু হবে। সকালের ঘুম ভেঙে অলস ভাবে পতৃকা হাতে নিতেই চোখ পরল খবর দুটোর উপর।
এমনিতেই আমাদের বিচার ব্যবস্থা খুব ই দীরঘ সূতৃ। তার উপর বদ্যমান আইনেও রয়েছে বিভিন্ন ফাক ফোকর। এসব ফাক ফোকর গলে টেররিস্টরা খুব সহজেই পার পেয়ে যাচ্ছে। এ অবস্থায় যদি অপরাধ আমলে নিতে সরকারের অনুমোদনের অপেক্ষায় থাকতে হয় বছরের পর বছর তাহলে বিচার ব্যবস্থার উপর থেকে জনগনের আস্থা কমতে থাকবে। এক্ষেতরে দরকার সরকারের তড়িৎ পদক্ষেপ। যাতে টেররিস্টরা ভীত হয় এবঙ জনগন আস্বস্থ হয়।
আজ আষাঢ় মাসের ২৮ তারিখ। বরষা কাল অরধেক শেষ। কিন্তু সে তলনায় বৃষ্টি কম হয়েছে।
সারা বিশ্বব্যপী নারী জাগরন দেখতে পাচ্ছি। মারকিন যুক্তরাস্ট, যুক্তরাজ্য, জারমানি সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ এখন নারী নেতৃত্বের পথে রয়েছে অথবা চলমান আছে। সেতুলনায় বাঙলাদেশ বহু আগে এই মাইলফলক ছুয়ে ফেলেছে।
আমাদের দেশে সমস্যা যেমন আছে সম্ভাবনাও আছে।
পজেটিভ বাঙলাদেশের পথে সবাইকে এগিয়ে যেতে হবে।
©somewhere in net ltd.