নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ
একটি নয়, কারণ একাধিক। চিকিৎসকদের সাদা অ্যাপ্রন পরার নেপথ্যে রয়েছে একাধিক যুক্তি।
প্রথম যুক্তি হল, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোনও জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যেই এই ব্যবস্থা।
দ্বিতীয় যুক্তি হল, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতে-ফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।
তৃতীয় যুক্তি হল, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা।
(সংগৃহীত)
শাম্মী নূর-এ-আলম রাজু
উত্তরা, ঢাকা।
www.facebook.com/snalam.raju
২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫
মুক্তকণ্ঠ বলেছেন: আপনি কি বুঝতে পারছেন, আপনার দেওয়া ৩টা যুক্তিই অযৌক্তিক? প্রথমটা আধা-অযৌক্তিক আর বাকি দুইটা ষোলআনা অযৌক্তিক।
৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৬
গেম চেঞ্জার বলেছেন: আপনি কি ডাক্তার?
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জ্বী না ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৩
আহম কামাল বলেছেন: ধন্যবাদ।
সাদা রঙ-এর যে একটি অর্থ আছে- আপনি তো এ বিষয়ে আলোকপাত করলেন না।