নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ
২০০২ সালের দিকে খুলনার নিউ মার্কেটের পিছনে প্রায় বিকেলেই যাওয়া হতো। নূর, শান্ত, মুক্তা এবং আমি সাইকেল চালিয়ে ওখানে যেতাম। উদ্দেশ্য ছিলো আড্ডা আর বিশেষ মালাই চা খাওয়া।
আড্ডার মাঝে প্রায় লক্ষ করতাম একটি বিল্ডিং এর সামনে বিভিন্ন বয়সি তরুন ছেলেরা ভির করে দাড়িয়ে আছে। তাদের সবাই সুসজ্জিত। গলায় টাই বাধা হাতে একটি করে ডায়েরী। পরষ্পর নিজেদের মধ্যে কি নিয়ে যেন কথা বলছে।
একদিন আমাদের ব্যাচের এক ছেলের সাথে কথা হলো। আলাপ প্রসঙ্গে বললো লেখা পড়ার পাশাপাশি সে পার্ট টাইম কাজ করে। মাসে ভালো টাকা আয় করে। বেকার লাইফে অন্য কোনো ছেলের এ রকম কথা শুনলে স্বাভাবিক ভাবেই কৌতুহল জাগে। তাকে প্রশ্ন করলাম সে কি কাজ করে ? উত্তরে বললো মার্কেটিং এর কাজ করে। জানতে চাইলাম কি প্রোডাক্ট নিয়ে কাজ করো। সে বললো তুমি যদি আগ্রহী থাকো তবে আমাদের অফিসে একদিন সময় করে আসো, সবকিছু বুঝিয়ে বলা হবে। যাহোক পরবর্তীতে জানলাম সে ডেসটিনি-২০০০ লিঃ নামে একটি প্রতিষ্ঠানে কাজ করে যাদের ব্যবসা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং সংক্ষেপে এমএলএম।
খুলনার মতো একটি বিভাগিয় শহরে যেখানে কর্মসংস্থানের সুযোগ কম এমন একটি জায়গায় এই ব্যবসা খুব দ্রুত ছড়িয়ে পরেছিল। এমনকি আমাদের বন্ধু মহলে অনেকেই এমএলএম এর সাথে জড়িয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত কেউেই সফল হতে পারেনি। পরবর্তী সময়ে সরকার এর কঠর অবস্থান এবং এমএলএম কোম্পানীগুলোর প্রতারনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় এই ব্যবসা অনেকটা বিলুপ্তপ্রায় হয়।
কিন্তু এত বছর পর ইদানিং আবার সেই টাই পরা সুসজ্জিত বেকার ছেলেদের ডাইরি হাতে ঘুরে বেড়ানো দৃশ্য চোখে পরছে। প্রোডাক্ট বিক্রির আড়ালে তারা এমএলএম এর ব্যবসা করছে।
আমাদের এলাকায় একজন বয়স্ক লোকের সাথে সম্প্রতি পরিচয় ঘটে। কথা প্রসঙ্গে জানতে পারি তিনি একটি ডিস্ট্রিবউটর কোম্পানীতে চাকরী করেন। একটি সুপরিচিত কোম্পানীর প্রোডাক্ট বিক্রি করেন। তিনি পাবনা, রাজশাহী অঞ্চলের দায়িত্বে আছেন। তার আন্ডারে বেশকিছু টিম আছে তারা এই ডিস্ট্রিবউশনের কাজ করে। প্রায়ই দেখি তার বাসায় গ্রাম থেকে নতুন নতুন ছেলে আসছে। কিছুদিন থাকে তারপর চলে যায়। আবার নতুন ছেলেদের আগমন ঘটে। ভদ্রলোক তার কাজ সম্পর্কে এর থেকে বেশিকিছু কখনো বলেন না।
কৌতুহল বশত তার টিমের এক ছেলেকে ডেকে তাদের কাজের ধরন সম্পর্কে জানতে চাইলাম। ছেলেটি গ্রাম থেকে এসেছে। এস.এস.সি পর্যন্ত লেখাপড়া করেছে। সংসারে অভাবের কারনে তাকে লেখাপড়া বাদ দিয়ে উপার্জনের পথ বেছে নিতে হয়েছে। সে বললো তার চাকরী নেওয়ার জন্য কোম্পানীকে ৪৫০০০/- টাকা ভর্তি ফি হিসেবে দিতে হয়েছে। এর পর সে যতজন লোক ভর্তি করতে পারবে তাকে জনপ্রতি ৩০০০/- টাকা দেওয়া হবে। যখন তার আন্ডারে ১০জন লোক হবে তখন সে টিম লিডার হয়ে যাবে। সে সময় তাকে এককালীন ১০০০০/- টাকা দেওয়া হবে। এভাবে তার আন্ডারে যখন ৭ টি টিম তৈরি হবে তখন সে মাসে ৭০০০০/- টাকা পাবে।
প্রথমিক অবস্থায় একজন ছেলে যখন নতুন ভর্তি হয় তখন সে এক মাস ট্রেনিং এ থাকে। তার থাকা খাওয়ার ব্যয়ভার কোম্পানী বহন করে। সারাদিন তাদের কোনো কাজ নেই । শুধু অফিসে হাজিরা দেওয়া আর সিনিয়রদের কাছ থেকে নিয়মকানুন শেখা ছাড়া। একমাস পর লোক ঢুকাতে পারলে টাকা পাবে আর না হলে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে।
এই তরুন ছেলেগুলো অনেক টাকার মোহে বাস্তবিক চিন্তা ভাবনা না করে এমএলএম চক্রে প্রবেশ করছে। কম বয়সী বেকার ছেলেদের টার্গেট করে যে প্রতারনা কোম্পানীটি করছে তা এই ছেলেগুলো বুঝতে পারছে না। একমাস টাই পরে ফিটফাট হয়ে অফিসে যাচ্ছে। সবাইকে বলছে চাকরী করছে কিন্তু মাস শেষে যখন টার্গেট ফিলআপ করতে পারে না তখন শূন্য হাতে বাড়ি ফিরতে হয় বেকার অবস্থায়। মাঝখানে সংসারের ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে।
বেকার ছেলেদের সাথে এই প্রতারনা এখনই বন্ধ হওয়া উচিত।
শাম্মী নূর-এ-আলম রাজু
উত্তরা, ঢাকা
২৬/০৮/২০১৬
www.facebook.com/snalam.raju
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: সঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বারবার মানা করা সত্ত্বেও বেকার তরুণ, যুবক এই এম এল এম - এ জড়িয়ে পড়ছে আর পরে কাঁদছে...
২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব যতদিন দূর না হবে ততদিন এ ধরনের প্রতারনা বন্ধ হবে না।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এম এল এম ব্যবসা সম্পূর্ণ ভণ্ডামি ব্যবসা। শিক্ষিত অশিক্ষিত সবাই এদের প্রতারণার ফাঁদে পা দেয়। জাতিগত ভাবে আমরা প্রতারণা করতে যেমন সিদ্ধহস্ত, প্রতারিত হতেও তেমনি সমান পারদর্শী।
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৬
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: অশিক্ষা এবং বেকারত্ব যতদিন দূর না হবে ততদিন এই সমস্যা সমাধান আসবে না।
৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০১
ইফতি সৌরভ বলেছেন: "সে বললো তার চাকরী নেওয়ার জন্য কোম্পানীকে ৪৫০০০/- টাকা ভর্তি ফি হিসেবে দিতে হয়েছে। এর পর সে যতজন লোক ভর্তি করতে পারবে তাকে জনপ্রতি ৩০০০/- টাকা দেওয়া হবে।" - তার মানে এই ছেলেটি already 45,000/- দিয়েছে! এই ছেলেটি আবার কাউকে মুরগি বানাতে পারলে ছেলেটি পাবে 3,000/- আর কোম্পানির লাভ থাকছে 42,000/-!! OMG!!!
একটা কোম্পানির পলিসি যদি এমন হয়, খুব বেশি সম্ভবনা থাকে এটি অচিরেই উধাও হয়ে যাবে আর বিপদে পড়বে এই ছেলে/ছেলেগুলো
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৮
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ঠিক তাই।
৫| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২
আরিফুর রহমান হাওলাদার বলেছেন: কোম্পানীকে ৪৫০০০/- টাকা ভর্তি ফি হিসেবে দিতে হয়েছে। এর পর সে যতজন লোক ভর্তি করতে পারবে তাকে জনপ্রতি ৩০০০/- টাকা দেওয়া হবে। যখন তার আন্ডারে ১০জন লোক হবে তখন সে টিম লিডার হয়ে যাবে। সে সময় তাকে এককালীন ১০০০০/- টাকা দেওয়া হবে। এভাবে তার আন্ডারে যখন ৭ টি টিম তৈরি হবে তখন সে মাসে ৭০০০০/- টাকা পাবে।
এটা কোন এম এল এম কোম্পানি নয়। এটা কোন এম এল এম কোম্পানি হতে পারে না। এটা মানি গেম কোম্পানি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে । এম এল এম কোম্পানি সম্পর্কে স্ট্যাডি করেন । আমি আপনাকে কয়েকটা এমএলএম কোম্পানি সম্পর্কে বলছি আপনাদের হয়ত পরিচিত। তিয়েনসি http://www.tiensbangladesh.net/ , মর্ডান হারবাল http://www.modernherbal.com , এই দুইটা গত কয়েক বছর ধরে ব্যবসা করতেছে, কই কখনো শুনিনিতো এরা মানুষের সাথে প্রতারণা করছে। ২০১৫ সাল থেকে নতুন একটি কোম্পানি ব্যবসা করতেছে k-link international. Ltd. http://www.k-link.com/ । তারপর আসেন ডেসিটিনি ২০০০ লিঃ এটাও ১০০% এমএলএম ব্যবসা করেনি এটা ৫০% মানি গেম ৫০% এমএলএম করেছে। আর আমরা আমার দেশের বেকার যুবকরা ভুল এমএলএম কোম্পানির ফাঁদে পড়ে আজ তারা নিঃস।
কিছু মানি গেম কোম্পানির ওয়েব সাইট দিলাম............ এরা এমএলএম কোম্পানির নাম করে প্রতারণা করতেছ।
World Mission 21 Ltd.. http://www.myrichbd.com . Shadhin Online Public Ltd. International Tong Cheng Products (BD) Ltd, Ocean Marketing Co Ltd, Multi Focus Business Systems Ltd, Gano 'E' World Wide Ltd, Ambition Dream Marketing Co Ltd, Glacier (BD) Ltd, Green Active Business System Ltd, Liberty (BD) Network Marketing (Pvt) Ltd, Royal Dream International Ltd, Geonet Ltd, The Aims Solution (Pvt) Ltd, Eva Telecommunication Ltd, Bravo IT International Ltd, Nuf International Ltd, Tone and Tune Network Ltd, Suk Sary Bangladesh Ltd, Uttara Green City Ltd, Swaabs International Ltd, Biz-Aim Corporation Ltd, Mask Marketing (Pvt) Ltd, Bondhon Associates (Pvt) Ltd, Glance Gain Co. Ltd, Faith Marketing System Ltd, Guerdon Network Ltd, Ganoderma Main Stockist (BD) Ltd, Royal Vision (Pvt) Ltd, Golden Feather Ltd, Herba Life International Ltd, Sketch Ltd, Royal Dream Ltd, and Greeha Nirman Marketing Ltd.
আরো অনেক আমার জানা কিছু নাম মনে নেই।,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার তথ্য উপাত্তমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২০
আরিফুর রহমান হাওলাদার বলেছেন: তাহলে অবশ্যই শিকার করবেন মানি গেম আর এমএলএম একই জিনিস না। প্রতারকরা প্রতারণা করার জন্য এমএলএম কে ব্যবহার করে।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: বেকারত্ব, কারিগরী শিক্ষার অভাব আর সুযোগ সন্ধানী অর্থলোভীদের প্রতারণায় পড়ে বার বার মানুষ ঠকছে। তারপরও ঝুঁকিপূর্ণ ব্যবসা এদেশে গজিয়ে উঠছে এবং বিস্তার পাচ্ছে। এমএলএম নিয়ে এত কথার পরও নানা টেকনিকে এই "ব্যবসা কৌশল" রয়ে গেছে।
সহজে অল্প সময়ে বেশী টাকা পাওয়ার আশায় গ্রামের নারী-পুরুষ-যুবরা নানা ফাঁদে পা দিচ্ছে। বিভিন্ন প্রচার মাধ্যমে সবার কাছে এমএলএম-এর তথ্যগুলো স্পষ্ট করা দরকার।