নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করি এবং আমার কাজ এবং কথার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আসুন, একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাই!
শুভ সকাল। আর একটি নতুন দিনের শুরু হলো। ঈদপূর্ব শেষ কর্মদিবস। আরএমজি সেক্টরে যারা কর্মরত আছেন তাদের জন্য দিনটি খুব ব্যতিক্রমি। যারা টপ লেভেল এবং মিড লেভেল ম্যানেজমেন্টে কর্মরত তারা আজ ব্যস্ত থাকবেন ওয়ার্কার পেমেন্ট, পার্টি পেমেন্ট এবং ফ্যাক্টোরী সিকউরিটি ইত্যাদি বিষয়গুলো এনশিওর করার কাজে। আর যারা ওয়ার্কার লেভেলে আছেন তাদের কাছে আজকের দিনটিই ঈদের দিনের সমান আনন্দদায়ক।
আরএমজি সেক্টরে আমরা যারা কর্মরত আছি তার সারাটা বছর জুড়ে খুব প্রেসারের মধ্যে কাটাই। প্রোডাকশন টার্গেট, কোয়ালিটি ইন্সপেকশন, শিপমেন্ট শিডিউল, বিভিন্ন বায়ারের ভিজিট এবং সোসাল অডিট এগুলো বছর জুড়ে চলতে থাকে। এর মাঝে দুই ঈদে শুধু আমারা লম্বা ছুটি পাই। সবাই যার যার মত প্লান করে রাখে ঈদের ছটিতে কে কি করবে, কোথায় বেড়াতে যাবে ইত্যাদি।
বস্ত্র তরুন-তরুনীরা অর্থাৎ ওয়ার্কাররা সারা বছর প্রোডাকশন প্রেসারে থাকার কারনে খুব একটা বিনোদনের সুযোগ পায় না। ফলশ্রুতিতে যখন ঈদের ছুটি আসে তখন ওয়ার্কাররা কিছুটা আনন্দ করার চেষ্টা করে।
তারা শেষ কর্মদিবসে খুব সাজগোজ করে ফ্যাক্টোরীতে আসে। ঈদের জন্য যে পোষাক তারা ক্রয় করে সেটাই পরে আসে। শেষ দিনটাতে ফ্যাক্টোরীগুলোতে সিকউরিটি তলনামূলক শিথিল থাকে। অনেক ওয়ার্কাররা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে আসে।
যে দিন ফ্যাক্টোরী ছুটি হয় তার আগের দিন রাতে কিছু উদ্দোমী তরুনেরা ফ্যাক্টোরীর প্রতিটি ফ্লোর সাজিয়ে রাখে। বাইরে থেকে বড় বড় সাউন্ড সিস্টেম ভাড়া করে আনে। এই দিনটিতে সাধারনত কোনো কাজ হয় না। ছেলে মেয়েরা তাদের কাজের জায়গাটা গুছিয়ে রাখে। সকাল থেকে লাঞ্চ টাইম পর্যন্ত তার আনন্দ ফূর্তি করে কাটায়। নিজেদের মধ্যে টাকা তুলে বিভিন্ন র্যাফেল ড্র এর ব্যবস্থা করে। টপ লেভেল এবং মিড লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কাছে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে ধন্যবাদ জানায়। এরপর লাঞ্চ শেষে শুরু হয় পেমেন্ট পর্ব । যার যার পেমেন্ট নিয়ে তরুন-তরুনীরা নিজ নিজ গন্তব্য স্থলে চলে যায়।
এবার আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলে ধাপে ধাপে ফ্যাক্টোরীগুলো ছুটি দেওয়া হয়েছে। গত বৃহঃস্পতিবার থেকেই অনেক ফ্যাক্টোরীতে ছুটি শুরু হয়েছে। অধিকাংশ ফ্যাক্টোরী শনিবারে ছুটি হয়েছে। অবশিষ্ট ফ্যাক্টোরীগুলো আজ ছুটি হবে। পর্যায়ক্রমে ছুটি হওয়ার কারনে রাস্তায় চাপ কম থাকবে। মানুষ সস্তিতে চলাচল করতে পারবে।
গত এক মাস ধরে বিরতীহীন ছুটে চলছি। শরীর মন দুটোই প্রচন্ড ক্লান্ত। তবুও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ঈদ মোবারক। খুব সুন্দর লিখলেন।