নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করি এবং আমার কাজ এবং কথার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আসুন, একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাই!
গ্রিক মিথলজির একটি চরিত্র আছে, তার নাম নারসিসাস। তৎকালীন সময়ে তার মত সুন্দর অবয়ব আর কারো ছিল না
নারসিসাস ছিল একজন শিকাড়ি। জঙ্গলে সারাদিন শিকাড়ের পিছনে ছুটে একসময় ক্লান্ত হয়ে সে একটি জলাশয়ের পাশে বসলো। বিশ্রাম এবং পানি পানের জন্য। যখন সে পানি পানের জন্য জলাশয়ের দিকে ঝুকলো তার নজরে পরল একটি অনিন্দ্য সুন্দর মুখ। অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে।
নারসিসাস কিছুটা ভয় পেয়ে তার চারপাশে তাকালো। কাছে পিঠে কেউ নেই। সে বুঝলো ঐ সুন্দর মুখটি আর কেউ নয়, তার নিজের প্রতিবিম্ব।
এরপর থেকে সে নিয়মিত জলাশয়ের কাছে এসে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতো। নিজেকে দেখতে দেখতে সে নিজের প্রেমে পরে গেল। গ্রিক মিথলজি অনুসারে তার শেষ পরিনতি সম্পরকে দুটি ধারনা পাওয়া যায়। প্রথমত, নারসিসাস তার আত্নপ্রেমে মগ্ন হয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃত্যু বরন করে। দ্বিতীয়টি হচ্ছে, এই আত্নপ্রেম দেখে সৃষ্টিকতরতা তার প্রতি বিরূপ হন। স্রষ্টা তাকে একটি ফুল গাছে পরিনত করেন।
বরতমান সরকারের করমকান্ড দেখে মনে হয় যারা সরকার চালাচ্ছেন তারা নারসিসাস সিন্ড্রোমে ভুগছেন। অতিমাত্রায় আত্নপ্রেমে মগ্ন হয়ে আছেন। যার ফলে সরকারের কেউই বুঝতে পারছেন না যে, সাম্প্রতিক সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মানুষ নিরাপত্ত্বাহীনতায় ভূগছে। সাধারন মানুষ কোথাও নিরাপদ নয়। নিজ বেডরুম থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরযন্ত সবখানে মানুষ অনিরাপদ।
প্রতিটি অঘটনের পর সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন সব ঠিক আছে। কোনো সমস্যা নেই।
সরকারকে দ্রুত নারসিসাস সিন্ড্রোম থেকে বের হয়ে আসতে হবে। নিজের জন্য, দেশের মানুষের জন্য।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৪
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা সরকার চালাচ্ছেন তারা নারসিসাস সিন্ড্রোমে ভুগছেন। অতিমাত্রায় আত্নপ্রেমে মগ্ন হয়ে আছেন। যার ফলে সরকারের কেউই বুঝতে পারছেন না যে, সাম্প্রতিক সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মানুষ নিরাপত্ত্বাহীনতায় ভূগছে। সাধারন মানুষ কোথাও নিরাপদ নয়।
সরকারকে দ্রুত নারসিসাস সিন্ড্রোম থেকে বের হয়ে আসতে হবে। নিজের জন্য, দেশের মানুষের জন্য।
সহমত
+++++
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: সহমত পোষন করার জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আবু জাকারিয়া ৮৮ বলেছেন: সব বুঝতে পারে ব্যবস্থা নিতে পারে না
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: সব বুঝতে পারে কিন্তু ব্যবস্থা নেয় না। এটাই তো সমস্যা। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৪
রক্তিম দিগন্ত বলেছেন:
রূপকতা মিলিয়ে ভালভাবে বর্তমানের অবস্থানটা তুলে ধরেছেন। খাঁটি কথা।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৪
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ক্লে ডল বলেছেন: যুক্তিপূর্ণ কথা!!