নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবসম্পদ ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনা আমার পেশা হলেও, লেখালিখির মাধ্যমে নিজের ভাবনাগুলো ভাগ করে নিতে আমি সবসময় আগ্রহী।

শাম্মী নূর-এ-আলম রাজু

আমি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করি এবং আমার কাজ এবং কথার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আসুন, একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাই!

শাম্মী নূর-এ-আলম রাজু › বিস্তারিত পোস্টঃ

অলস দুপুর এবং কিছু এলোমেলো ভাবনা

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

অনেক দিন হলো ব্লগে কিছু লেখা হয়ে ওঠে না। মাঝের দিনগুলো কিছুটা করম ব‍্যস্ততা এবং বাকিটা মনোযগের অভাবে কেটেছে তাই এমূখো হইনি।

সম্প্রতি দেশে জঙ্গিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। সেই সাথে বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা।

রাস্তায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন গাড়ি এবং মোটর বাইক তল্লাশি করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে র‍্যাব পুলিশ এসব তল্লাশির মাধ‍্যমে অস্ত্র, বোমা উদ্ধার করছে। কিন্তু সমস‍্যা হয়েছে আমাদের মতো নিরিহ বাইকাররা ক্ষেত্র বিশেষে হয়রানীর স্বিকার হচ্ছি।

চলমান রেড এলাটের কারনে রাস্তায় মোটরবাইক নিয়ে বের হলেই এক প্রকার আতঙ্ক কাজ করে এই বুঝি পুলিশ বাইক থামাতে বলবে। আর যদি তাদের ইসারা কোনো কারনে মিস করি তবেতো কপালে বিপদ আছে। পৈত্রিক সম্পত্তি এই জীবনটাই খোয়াতে হতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর আচরন দেখে মনে হয় তাদের সব রাগ, সন্দেহ শুধুমাত্র রাস্তায় চলাচলকারী বাইকারদের উপর।

অনেক অপরাধী মোটরবাইকের অপব‍্যবহার করে যেমন সত‍্য তেমনই সব বাইকার অপরাধের সাথে জড়িত নয়।

যতদিন রেড এলাট চলবে সকল বাইকারের উচিত সতরকতার সাথে বাইক চালানো। প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা যেনো চাওয়া মাত্র দেখাতে পারেন। সবশেষে পুলিশ এবং র‍্যাবের সাথে সহযোগিতামূলক আচরন করা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

আরণ্যক রাখাল বলেছেন: এটুকু তো মেনে নিতেই হবে, ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.