নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবসম্পদ ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনা আমার পেশা হলেও, লেখালিখির মাধ্যমে নিজের ভাবনাগুলো ভাগ করে নিতে আমি সবসময় আগ্রহী।

শাম্মী নূর-এ-আলম রাজু

আমি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করি এবং আমার কাজ এবং কথার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আসুন, একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাই!

শাম্মী নূর-এ-আলম রাজু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ, চীন ও ভারত: বিনিয়োগ, কূটনীতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

২৯ শে মার্চ, ২০২৫ ভোর ৫:১০


প্রতিকী ছবি

বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। চীন সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য বিনিয়োগ ও আর্থিক প্রতিশ্রুতি নিয়ে ফিরছেন, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ছে, বিশেষ করে বিমসটেক সম্মেলনে মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক না হওয়ায়।

চীন সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন হলো ২.১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। বিশেষ করে চীনের শিল্প অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পের জন্য বরাদ্দ নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। চীনের এই বিনিয়োগ দেশের উৎপাদন শিল্প, ওষুধশিল্প এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এছাড়া, চীনা বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদিকে, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে। বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, ড. ইউনূসের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকের সুযোগ থাকছে না। বাংলাদেশ সরকার ভারতকে বৈঠকের প্রস্তাব দিলেও সাড়া মেলেনি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্বের ইঙ্গিত দেয়।

এই পরিস্থিতি বাংলাদেশের কূটনৈতিক কৌশল কতটা সফল হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ভারতের সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক থাকা সত্ত্বেও চীনের দিকে বাংলাদেশের বেশি ঝুঁকে পড়া কিছুটা কৌশলগত দোদুল্যমানতা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে বিনিয়োগ আকৃষ্ট করার এই প্রয়াস অবশ্যই ইতিবাচক, তবে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঝুঁকির মুখে পড়লে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য চীনের বিনিয়োগ অবশ্যই একটি বড় অর্জন। তবে আন্তর্জাতিক কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত ও চীন— উভয় দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত রাখতে হলে বাংলাদেশের উচিত কৌশলগত দূরদর্শিতা বজায় রাখা।

বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, চীনের বিনিয়োগ সুবিধাগুলো যথাযথভাবে কাজে লাগানো এবং একইসঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তাপ কমানো। ভবিষ্যতে এই দুই পরাশক্তি এবং আঞ্চলিক শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে বাংলাদেশের কূটনৈতিক সফলতার আসল পরীক্ষা।

এর পাশাপাশি, তিস্তা নদীর পানিবণ্টন ইস্যু বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় থাকলেও ভারতের দিক থেকে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশ এই চুক্তি বাস্তবায়নের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে বিষয়টি এখনও অনিশ্চিত। চীন ইতোমধ্যে তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, যা বাংলাদেশে সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ভারত এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৪১

চেংগিস খান বলেছেন:



বাংলাদেশ থেকে চীনে কি রপ্তানী হয়? ধরলাম ওরা শুল্ক নিবে না; কিন্তু রপ্তানীযোগ্য কি আছে? কত ডলারের রপ্তানী হয়?

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৩১

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশ থেকে চীনে রপ্তানিকৃত প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, সামুদ্রিক মাছ, চিংড়ি, পাটজাত পণ্য, আম, কাঁঠাল, আলু এবং আইসিটি পণ্য।

২| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৩৯

আঁধারের যুবরাজ বলেছেন: চেংগিস খান বলেছেন: বাংলাদেশ থেকে চীনে কি রপ্তানী হয়? ধরলাম ওরা শুল্ক নিবে না; কিন্তু রপ্তানীযোগ্য কি আছে? কত ডলারের রপ্তানী হয়?

- জানুয়ারিতে ৪৪৪ কোটি ডলারের রপ্তানি

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৭:৪৪

চেংগিস খান বলেছেন:



@আঁধারের যুবরাজ,

৪০০ কোটীর মাঝে হয়তো ৩৭৫ কোটী ডলারের রেডিমেইড গার্মেন্টস; এবং সেগুলো নিশ্চয় চীনে যায়নি। চীনে সামান্য চামড়া যেতে পারে।

৪| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:২৫

কামাল১৮ বলেছেন: প্রতিশ্রুতি মানে টাকা পাওয়া না।শর্ত পুরণ করলে পেতে পারে।শর্তটা কি তা আমরা জানি না।

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২১

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: চীনের বেশিরভাগ ঋণ সাপ্লাইয়ার্স ক্রেডিট, যা উচ্চ সুদের হারসহ কঠোর শর্তযুক্ত। এই ঋণের শর্ত অনুযায়ী, অর্থায়নকৃত প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় জনশক্তি, প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রী সবকিছুই চীন থেকে নিতে হয়।

সরলভাবে বললে, যদি চীনা ঋণে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এগুলো ভবিষ্যতে আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।

৫| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩৮

নিমো বলেছেন: নির্বাচিত সরকার ছাড়া কোন বিনিয়োগ হবে না। দান আর ঋণ দিয়ে বেশিদূর যাওয়া যাবে না। ডাস্টবিন শফিক আর চ্যালা প্যালাদের গাল-গল্পে দেশ চলবে না।

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৪

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমার মনে হয়, এবারের চীন সফর অর্থনৈতিকের চেয়ে বেশি কূটনৈতিক গুরুত্ব বহন করে। এটি ভারতের ওপর কৌশলগত চাপ সৃষ্টির একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে।

৬| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ফলাফল শূন্য।

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: এটি ভারতের ওপর কৌশলগত চাপ সৃষ্টির একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে।

৭| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ থেকে চীনে কি রপ্তানী হয়? এইসব আলাপ বাদ দেন।
এইটা বিশ্ব বাটপার।
বাটপারটা বরাবরের মতো চীনসফরে গিয়েও সমানে মিথ্যাচার আর ভাওতাবাজি চালাচ্ছে।

ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চীনা কূটনৈতিকের ফটোকার্ড ইউজ করে আরো একটা সংবাদ চালালো হচ্ছে -
চীনে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশী পণ্য: চীনের উপপ্রধানমন্ত্রী'।
অথচ এখানেও মিথ্যাচার। চীনের বাজারে ৯৮% শতাংশ রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা ৪-৫ বছর আগেথেকেই পেয়ে আসছে বাংলাদেশ'।
তা এখন কথা হলো - পূর্বের সরকারই যদি এটি সম্পন্ন করে, তাহলে এসব বাটপার ইউনুসের অর্জন হলো কিভাবে?

'বাংলাদেশকে ৪টি মহাসাগরীয় জাহাজ কেনার অর্থ দিবে চীন'।
সম্পুর্ন মিথ্যাচার
২০২৩ সালের এপ্রিল মাসেই চীনা অর্থায়নে থেকে বিএসসির জন্যে জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছিল সেই ৪টি জাহাজ। জিটুজি ভিত্তিতে চীনা অর্থায়নে ৪টি জাহাজ ক্রয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয় তৎকালীন আওয়ামীলীগ সরকার।


বাংলাদেশের যেখানেই যা কিছু দেখবেন সেখানেই আঃলীগ সরকারের কিছু না কিছু অবদান পাবেন।
যেমন সন্দ্বীপের সঙ্গে ফেরি চলাচল, স্টারলিং এর ইন্টারনেট চুক্তি, এই সবগুলোই ঐ পূর্বের সরকারই করে গেছেন।
পুরোনো পত্রিকা উল্টালে সবকিছুই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাবে।

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৭

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জ্বি ভালো বলেছেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০২

সৈয়দ কুতুব বলেছেন: @হাসান কালবৈশাখী, আসল জায়গা ;) তো মিস করে গেলেন। চীন ২০১৮ সালে শেখ হাসিনাকে রাতের ভোটের সাপোর্ট করবে তার জন্য ২০১৭ সালে রোহিঙ্গা গুলো রে বাংলাদেশে ঢুকাইছে। এসব অর্জন ও বলেন আপনার নেত্রীর ! ;)

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৭

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো একটা রিপ্রাই দিয়েছেন

৯| ২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

সৈয়দ কুতুব
গন্ডগোলের পর রোহিঙ্গারা অনেকদিন যাবত বাংলাদেশ বর্ডারে অপেক্ষা করছিল।
বাংলাদেশের বিএনপি জামাত ধর্ম ব‍্যবসায়িরা উতলা হয়ে লাফালাফি কাঁদাকাটি করছিল বর্ডার খুলে দেওয়ার জন্য।
সেই সময়টায় এই ব্লগে খুজলেই পাবেন কোন কোন ছাগু গোষ্টি কাঁদাকা্টি করছিল।
অন‍্যদিকে আমরিকান এইচারডাব্লু এমনেষ্টি আর জাতিসংঘের মহাসচিবও টেলিফোনে বার বার অনুরোধ করছিল বর্ডার খুলে দেওয়ার জন্য। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা এটাও বলেছিল আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী দল এজন্য বর্ডার খুলে দিচ্ছেনা। এই ব্লগে চিহ্নিত ছাগুব্লগাররাও একইসুরে।
রোহিঙ্গা মুসলমানরা বর্ডারে কষ্ট করছে। কারণ তারা জানে এই রোহিঙ্গা ফেরত যাবেনা। একসময় এরা তাদের ভোট দিবে। যেমনটি ভোট দিচ্ছে-দিবে ও ব‍্যবহার হচ্ছে বিহারীরা।
৯২% মুসলমানদের দেশে ৪০ বছর মোসলিম ধর্মীয় রাজনীতি করার পরও ভোট যখন মাত্র ৪-৫% তখন বিহারী ও রোহিঙ্গাদের উপরই ভরসা করতে হয়।

২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জ্বী আপনি ঠিকই বলেছেন। সব দোষ বিএনপি এবং জামায়াতের। এদের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে শেখ হাসিনার জন্য শান্তিতে নোবেল পুরস্কার এর ব্যবস্থা করা। কিন্তু আওয়ামী লীগের সঠিক পদক্ষেপ গ্রহণ করার কারনে বিএনপির এই মিশন ব্যর্থ হয়েছে।

১০| ২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:০৫

সৈয়দ কুতুব বলেছেন: হাকা@নিজেদের দোষ টাও দেখুন জনাব ! :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.