নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Blogger | Law Student | Human Rights Activist”

শাম্মী নূর-এ-আলম রাজু

লেখালেখির মাধ্যমে আমি নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল প্রকাশ খুঁজে পাই। আমার লেখার লক্ষ্য পাঠকদের ভাবতে উদ্বুদ্ধ করা এবং একটি অর্থবহ আলোচনা তৈরি করা।

শাম্মী নূর-এ-আলম রাজু › বিস্তারিত পোস্টঃ

উপন্যাস থেকে বাস্তব: “পাক সার জমীন সাদ বাদ” আর বর্তমান রাজনীতি

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৯



লেখকরা ভবিষ্যৎ আঁকেন—রাজনীতিবিদরা তা বাস্তবায়ন করেন। বহু বছর আগে প্রথাবিরোধী লেখক ড. হুমায়ুন আজাদ তাঁর উপন্যাস পাক সার জমীন সাদ বাদ-এ এক ভয়ংকর চিত্র এঁকেছিলেন। তিনি দেখিয়েছিলেন, কিভাবে ইসলামী রেডিক্যাল শক্তি বাংলাদেশ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, মূল রাজনৈতিক দলগুলোর ছায়ায় থেকে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র দখল করতে চাইছে। তখন হয়তো অনেকেই ভেবেছিলেন—এ কেবল লেখকের কল্পনা।

কিন্তু আজ বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তিনি কতটা দূরদর্শী ছিলেন। সমাজে ধীরে ধীরে এক ঠান্ডা আগুন ছড়িয়ে পড়ছে—হিংসা, বিভাজন, অন্ধ আনুগত্য এবং অসহিষ্ণুতার আগুন। রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, আর ডানপন্থী গোষ্ঠীগুলো সুচতুর কৌশলে নিজেদের ইমেজ তৈরি করছে। একদিকে মূলধারার দলগুলোর ভাবমূর্তি ধ্বংস হচ্ছে, অন্যদিকে বিকল্প শক্তি হিসেবে তারা সামনে আসছে।

এ যেনো সেই উপন্যাসের পাতায় লেখা সতর্কবার্তা, যা আজ রক্তমাংসে দাঁড়িয়ে আমাদের সামনে। হুমায়ুন আজাদ দেখিয়েছিলেন লেখকের চোখে ভবিষ্যতের বিপদ, আর আমরা তা এখন অনুভব করছি আমাদের চারপাশে। প্রশ্ন হলো—আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি সাহস করে দাঁড়াবো এই ঠান্ডা আগুনের বিরুদ্ধে?

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি আজ থেকে লেখার শুরু করেছেন; অভিনন্দন।

হুমায়ুন আজাদ চট্রগ্রাম কলেজে চাকুরী করেছিলেন মাত্র কয়েক মাস; ইন্টারমিডিয়েটে বাংলা ১ম পত্র পড়াতেন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১১

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনাকের অনেক ধন্যবাদ

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: হুমায়ন আজাদ কপি পেষট রাইটার ছিলেন । উনার ভাবনা চিনতা জাতির কোনো কাজে কাজে লাগে নাই । তবে বাংলা ব্যাকরণ খুব ভালো জানতেন । তিনি যে বিষয় নিয়ে লিখেছেন উহা কোনো রেভুলশনারি ভাবনা নয় । তিনি সমাধান জানতেন বলে মনে হয় না ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৬

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: একজন লেখক ভিশনারি, আর একজন রাজনীতিবিদ মিশনারি। দু’জনের কাজ দু’ধরনের। লেখক ভবিষ্যতের সমাজ ও রাষ্ট্র কেমন হতে পারে তা কল্পনায় আঁকেন, আর রাজনীতিবিদরা তাঁদের মিশন নিয়ে বাস্তবে সমাজ ও রাজনীতির পরিবর্তন ঘটান।

আপনি যদি ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস “পাক সার জমীন সাদ বাদ” না পড়ে থাকেন, তবে অনুরোধ করবো অবশ্যই পড়ুন। সেখানে লেখক অসাধারণভাবে বর্ণনা করেছেন বর্তমান সময়ের ডানপন্থী ইসলামিস্টদের উত্থান ও তাদের মিশন।

এখানে মনে রাখা জরুরি—লেখকের কাজ হলো সমস্যাকে চিহ্নিত করা, সমাধান করা নয়। সমাধানের দায়িত্ব ছিল প্রশাসনের, কিন্তু সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার সুযোগেই মূলধারার রাজনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর ডানপন্থীরা ক্রমশ জায়গা দখল করছে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: হুমায়ন আজাদ গ্রেট ম্যান। তার তুলনা হয় না। তবে জামাত শিবির তাকে পছন্দ করে না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: তিনি গ্রেট ম্যান ছিলেন কিনা জানিনা তবে তিনি ডান পন্থীদের রাজনীতি এবং তাদের মিশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

সৈয়দ কুতুব বলেছেন: আমি পাক সার জমিন বাদ পড়েছি। উনার উপর আমার রাগ আছে। উনার নারি নামে একটা বই আছে যেটা সিমন দি বুভোয়ার নামক লেখিকার কপি । আমি আমার একজন গফ কে এই বই নিজে না পড়েই দিয়ে দিয়েছিলাম । সে বইটি পড়ে আমার সাথে রিলেশন কাট করেছে । সবাই সব নিতে পারে না । :(

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য লেখকের প্রতি রাগ করাটা কি ঠিক হচ্ছে? আর ঐ বইটি যে তার মৌলিক রচনা নয় তা তিনি নিজেই স্বীকার করেছেন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৩

নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন:<<<<<<আমি আমার একজন গফ কে এই বই নিজে না পড়েই দিয়ে দিয়েছিলাম । সে বইটি পড়ে আমার সাথে রিলেশন কাট করেছে ।


B-)

কি লিখলো যে গফ চইলা গেলো। উনি বড়ই বদ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: নতুন ভাই কেমন আছেন? ডঃ হুমায়ুন আজাদ সাহেব নিজেকে বাংলাদেশের একমাত্র নারীবাদী পুরুষ লেখক হিসেবে পরিচয় দিতেন। তার নারীবাদী লেখা পড়ে একজন নারী কেনো ব্রেকআপ করে চলে গেলেন তা আমারও জানার ইচ্ছা।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:



হুমায়ুন আজাদ নিশ্চয় আমাদের যেকোন ব্লগারের চেয়ে জ্ঞানী ছিলেন; ফলে, বলা যায় যে, তিনি ব্লগার কুতুব সাহেব থেকেও জ্ঞানী ছিলেন ; ব্লগার কুতুব কি ইউনিভা্রসিটি লেভেলে বাংলা লিটারেচার পড়াতে পারবেন? কখনো পারবেন না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ব্লগার কুতুব সাহেব ব্যক্তিগত কারনে লেখকের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন। লেখক যে চট্টগ্রাম কলেজে এক সময় চাকুরী করেছেন তা আমার জানা ছিলোনা। আমি জানতাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলা বিভাগের সভাপতি ছিলেন। আপনার কাছ থেকে তার সম্পর্কে একটি নতুন তথ্য জানলাম। ধন্যবাদ আপনাকে।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @উনার চেয়ে কম জানায় ভালো হয়েছে । তিনি হালাল হয়ে গেছেন। আমি বেচে আছি। :)

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ওনার প্রকাশভঙ্গী ছিলো খুব আক্রমনাত্নক যার কারনে তিনি প্রতিক্রিয়াশীলদের রোষানলে পড়েছিলেন।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১

সৈয়দ কুতুব বলেছেন: হুমায়ন আজাদ নতুন কিছুই বলেন নাই । সব পশচিমা ভাবনা চিনতা । আরজ আলি মাতববর , আহমেদ শরিফ , আহমেদ ছফা উনারাও হুমায়ন আজাদের মতোই । এর চেয়ে আমাদের গাজি সাহেবকে আমার বেশি পনডিত মনে হয় । তিনি বিনা বেতনে এডুকেশন কেন দরকার সেটা বুঝেন । হুমায়ন আজাদ বুঝতেন বলে মনে হয় না ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশের নামকরা বুদ্ধিজীবিদের বিষয়ে আপনার দেখছি ভিন্নধর্মী চিন্তাভাবনা রয়েছে। এবিষয়ে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানার আগ্রহ আছে। ভালো হয় যদি আপনার চিন্তাভাবনা নিয়ে একটি সতন্ত্র ব্লগ লিখেন তাহলে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪১

কামাল১৮ বলেছেন: @কুতুব,আপনারাতো হালাল করতে ওস্তাদ।কতো জনকে হালাল করে দিলেন গত কয় বছরে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩২

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: কামাল সাহেব কেমন আছেন? অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫০

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আজকে ব্লগার অভিজিৎ রায়ের জন্মদিন মনে হয়। :|

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:০১

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: কামাল সাহেবের কোনো রিপ্লাই নাই কেনো?

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৫

জনারণ্যে একজন বলেছেন: 'হুমায়ুন আজাদ' - আমার অন্যতম প্রিয় লেখকদের একজন। যাউগ্গা, যে কারণে মন্তব্য করতে আসা.....

"গফ" শুইনা (আই মিন, পইড়া), ইউনিভার্সিটিতে থাকতে মহান এক ফ্রেন্ডের ততোধিক মহান এক বাণী মনে পড়লো।

"দেশি কুত্তার বিলাতি ঘেউ"।

বন্ধু আমার চরম মেধাবী ছিল।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:০৩

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ”গফ” “বফ” এগুলো ইদানিংকালের ট্রেন্ড। তবে আপনার বন্ধুর বানীটি ছিলো মারাত্নক লেভেলের।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪১

জনারণ্যে একজন বলেছেন: দুঃখিত, 'হুমায়ুন আজাদ স্যার' হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:০৫

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: দোষ গুন মিলিয়েই মানুষ। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৪

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: পুনরায় আসার জন্য অনেক ধন্যবাদ

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৭

ক্লোন রাফা বলেছেন: ডক্টর হুমায়ুন আজাদ/ খুব তির্যক ভাষায় সত‍্য বলেছেন। এই জন্যই ধর্মান্ধরা প্রচন্ড আক্রোশে তাঁকে হত্যা করেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: উনার এই আক্রমণাত্মক বক্তব্য এর জন্য তিনি বহু মানুষের কাছে বিরাগভাজন হয়েছিলেন

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

কিরকুট বলেছেন: এমন দেশে বাস করি যেখানে চোর কে চোর বলা যাবে না। কাকে কি সম্বোধন করবো তা রাষ্ট্রযন্ত্র ঠিক করে দেয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

আলামিন১০৪ বলেছেন: অনেক মানুষ আসলে ইসলামকে পছন্দ করে না, কিন্তু তা মুখে বলতে পারে না..বলে জামাত হেন, জামাত তেন..আজ যদি অন্য একটি ইসলামী ঘরানার দল শক্তিশালি হতো তাহলে তারা কি বলত তা জানতে মুঞ্চায়


..তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পরিপূর্ণ করবেনই যদিও কাফিররা (তা) অপছন্দ করে..

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: এখানে ইসলাম নিয়ে কোনো খারাপ কিছু বলা হয়নি। কথা বলেছি ডানপন্থী রেডিক্যাল ইসলামী দলগুলোর বিরুদ্ধে। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিটি মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনার মতামতকে আমি সন্মান করি আশাকরি আপনিও আমার মতপ্রকাশের স্বাধীনতাকে সন্মান করবেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.