![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মাধ্যমে আমি নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল প্রকাশ খুঁজে পাই। আমার লেখার লক্ষ্য পাঠকদের ভাবতে উদ্বুদ্ধ করা এবং একটি অর্থবহ আলোচনা তৈরি করা।
লেখকরা ভবিষ্যৎ আঁকেন—রাজনীতিবিদরা তা বাস্তবায়ন করেন। বহু বছর আগে প্রথাবিরোধী লেখক ড. হুমায়ুন আজাদ তাঁর উপন্যাস পাক সার জমীন সাদ বাদ-এ এক ভয়ংকর চিত্র এঁকেছিলেন। তিনি দেখিয়েছিলেন, কিভাবে ইসলামী রেডিক্যাল শক্তি বাংলাদেশ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, মূল রাজনৈতিক দলগুলোর ছায়ায় থেকে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র দখল করতে চাইছে। তখন হয়তো অনেকেই ভেবেছিলেন—এ কেবল লেখকের কল্পনা।
কিন্তু আজ বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, তিনি কতটা দূরদর্শী ছিলেন। সমাজে ধীরে ধীরে এক ঠান্ডা আগুন ছড়িয়ে পড়ছে—হিংসা, বিভাজন, অন্ধ আনুগত্য এবং অসহিষ্ণুতার আগুন। রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, আর ডানপন্থী গোষ্ঠীগুলো সুচতুর কৌশলে নিজেদের ইমেজ তৈরি করছে। একদিকে মূলধারার দলগুলোর ভাবমূর্তি ধ্বংস হচ্ছে, অন্যদিকে বিকল্প শক্তি হিসেবে তারা সামনে আসছে।
এ যেনো সেই উপন্যাসের পাতায় লেখা সতর্কবার্তা, যা আজ রক্তমাংসে দাঁড়িয়ে আমাদের সামনে। হুমায়ুন আজাদ দেখিয়েছিলেন লেখকের চোখে ভবিষ্যতের বিপদ, আর আমরা তা এখন অনুভব করছি আমাদের চারপাশে। প্রশ্ন হলো—আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি সাহস করে দাঁড়াবো এই ঠান্ডা আগুনের বিরুদ্ধে?
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনাকের অনেক ধন্যবাদ
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: হুমায়ন আজাদ কপি পেষট রাইটার ছিলেন । উনার ভাবনা চিনতা জাতির কোনো কাজে কাজে লাগে নাই । তবে বাংলা ব্যাকরণ খুব ভালো জানতেন । তিনি যে বিষয় নিয়ে লিখেছেন উহা কোনো রেভুলশনারি ভাবনা নয় । তিনি সমাধান জানতেন বলে মনে হয় না ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৬
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: একজন লেখক ভিশনারি, আর একজন রাজনীতিবিদ মিশনারি। দু’জনের কাজ দু’ধরনের। লেখক ভবিষ্যতের সমাজ ও রাষ্ট্র কেমন হতে পারে তা কল্পনায় আঁকেন, আর রাজনীতিবিদরা তাঁদের মিশন নিয়ে বাস্তবে সমাজ ও রাজনীতির পরিবর্তন ঘটান।
আপনি যদি ড. হুমায়ুন আজাদের লেখা উপন্যাস “পাক সার জমীন সাদ বাদ” না পড়ে থাকেন, তবে অনুরোধ করবো অবশ্যই পড়ুন। সেখানে লেখক অসাধারণভাবে বর্ণনা করেছেন বর্তমান সময়ের ডানপন্থী ইসলামিস্টদের উত্থান ও তাদের মিশন।
এখানে মনে রাখা জরুরি—লেখকের কাজ হলো সমস্যাকে চিহ্নিত করা, সমাধান করা নয়। সমাধানের দায়িত্ব ছিল প্রশাসনের, কিন্তু সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার সুযোগেই মূলধারার রাজনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর ডানপন্থীরা ক্রমশ জায়গা দখল করছে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: হুমায়ন আজাদ গ্রেট ম্যান। তার তুলনা হয় না। তবে জামাত শিবির তাকে পছন্দ করে না।
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: তিনি গ্রেট ম্যান ছিলেন কিনা জানিনা তবে তিনি ডান পন্থীদের রাজনীতি এবং তাদের মিশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি আজ থেকে লেখার শুরু করেছেন; অভিনন্দন।
হুমায়ুন আজাদ চট্রগ্রাম কলেজে চাকুরী করেছিলেন মাত্র কয়েক মাস; ইন্টারমিডিয়েটে বাংলা ১ম পত্র পড়াতেন।