নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকিত আধারে

আমি নিরপেক্ষ নই সত্যের পক্ষে...................

আলোকিত আধারে › বিস্তারিত পোস্টঃ

ধ্বংসের মুখে ক্রিকেট - অস্ট্রেলিয়ায় জুয়ার আসরে খালেদ মাহমুদ সুজন

০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:৩০

দিন কয়েক আগে দেশে ফিরছেন পেসার আল আমিন। বিকল্প হিসাবে অস্ট্রেলিয়া উড়ে গেছেন পেসার শফিউল ইসলাম। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের তরুণ পেসার আল আমিনের গতিবিধি সন্দেহ জনক বলে বিসিবি’র টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছিল আইসিসি নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কিছু সদস্য (আকসু)। কিন্তু তার বিরুদ্ধে আভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিসিবি’র টিম ম্যানেজম্যান্ট তাকে দেশে ফেরত পাঠিয়েছে। বিষয়টা ভাববার মতো। কেনো এমন হলো!!


দোষটা আসলে কার আল-আমিনের? নাকি এর পেছনে অন্য কেউ আছে!
আল আমিন যখন চেন্নাইতে নিজের বোলিং পরীক্ষা দিতে গিয়েছিল তখন থেকেই নাকি জুয়ারিদের সাথে তার উঠাবসা দেখা গেছে ॥ তাই বিষয়টা ক্রমশই রহস্যময়॥ তবে অবাক করা ব্যপার হলো এইমাত্র "মাছরাজ্ঞা" টিভিতে দেখলাম, গত ২৬ ফেব্রুয়ারী রাত ১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ০৮ হোয়ইটম্যান স্ট্রীটের ক্রাউন ক্যাসিনের জুয়ার আসরে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে।


এসময় তার সাথে ছিলেন অষ্ট্রেলিয়া প্রবাসী তিন যুবক। হাতে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে ক্যাসিনো খেলায় তিনি মগ্ন ছিলেন বেশ ঘন্টা খানেক। এ সময় তিনি কালো জ্যাকেট ও পায়ে স্যান্ডেল পরে ছিলেন। ক্যাসিনোতে কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও একজনের তোলা ছবিতে খালেদ মাহমুদ সুজনকে দেখা গেছে এবং সেই ছবি "মাছরাজ্ঞা" টিভিতে দেখলাম।


এর আগেও রাত জেগে ক্যাসিনোতে থাকার কারণে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালে তিনি ঘুমিয়ে ছিলেন। ব্যাপারটি স্টার স্পোর্টসের চ্যানেলের মাধ্যমে পুরো বিশ্ব দেখেছে ম্যাচ চলার সময় সুজন বেঞ্চে ঘুমাচ্ছেন।


বিষয়টা খুবই উদ্দেগের!!!! আমাদের এতো ভালোবাসার ক্রিকেট কি ধ্বংস হয়ে যাবে??? ম্যাচ পাতানো নাকি অন্যকিছু!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:৪৫

রাইয়ান ইসলাম অঙ্কন বলেছেন: শালায় জীবনে ব্যাট টাও ঠিক মতো ধরতে পারে নাই আর এখন আইসে দলের ম্যানেজার হইতে। ওর নাকি আবার স্বপ্ন ন্যাশনাল টিমের কোচ হইবো =p~ =p~ =p~ =p~ আশা করি ওর স্বপ্ন স্বপ্নদোষে পরিনত হইবেক

২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:৫০

আলোকিত আধারে বলেছেন: রাইয়ান ইসলাম অঙ্কন - সুজন কোচ হইতেও পারে, কারণ এই দেশে অসম্ভব বলে কিছু নাই॥

৩| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১১:৫০

ইসপাত কঠিন বলেছেন: উনি হলেন ঘন্টায় ১৫০ মিটার বেগে বোলিং করা গতিদানব। আপনারে আউট করে দিবে কিন্তু।

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:২৫

আলোকিত আধারে বলেছেন: গতিদানব

ভালোই বলেছেন, ইসপাত কঠিন॥

৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: ইসপাত কঠিন বলেছেন: উনি হলেন ঘন্টায় ১৫০ মিটার বেগে বোলিং করা গতিদানব। আপনারে আউট করে দিবে কিন্তু।

হা হা প গে =p~

৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: No need cricket but money is important.

৭| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৭:২১

আমজাদবেসট বলেছেন: to know more details click this link

CRICKET WORLD CUP 2015

৮| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৯:০৪

আলোকিত আধারে বলেছেন: বিসিবি সভাপতির খুব কাছের লোক হওয়ার কারণে যা খুশি তাই করে যাচ্ছে সুজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.