![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজিটাল বাবা।
---------------------
.
বাবা __কিরে কি করিস ?
.
ছেলে __এইতো আব্বু অংক করছি।
.
বাবা __ তোর মায়ের কাছে শুনলাম, তুই ফেইসবুকে নাকি তেমন একটা সময় দিস না...?
.
ছেলে __ইয়ে....মানে, ইদানিং পড়াশুনার চাপ খুব বেশি বেড়ে গেছে....! তাই ফেবুতে বসার সময় পাইনা....।
.
বাবা __সারাদিন পড়াশোনা নিয়া পরে থাকলে চলবে....? ফেসবুকে সময় দিতে হবেনা.....?
.
ছেলে __জী আব্বু।
.
বাবা __যাগ্গে,,,,(Friends Followers ) কয়জন....?
.
ছেলে __জী,,Friends 3800 আর Followers মনে হয় 500 এর মত হবে।
.
বাবা __ Followers এত কম...........????
.
ছেলে __জী,,ইয়ে মানে....
.
বাবা __এত কিছু বুঝিনা.......! আগামী 30 দিনের মধ্যে 5000 Followers দেখতে চাই.......!
.
ছেলে __জী,আব্বু। কিন্তু..... নেট Package মনে হয় শেষ।
.
বাবা __ আগে বলবিতো। কত GB কিনতে হবে....? এই নে,,700 টাকা...যত GB লাগে কিন,,, শেষ হলে আরও দিবো।
কাজী নজরুল ইসলামের "রাখাল বালক" গল্পের ডিজিটাল ভার্সন।
----------------------
এক রাখাল ছেলে মজা করার জন্য ঘরে বসে ফেসবুকে স্ট্যাটাস দিল, Hi guess ‘বাঘ! বাঘ! বাঁচাও,বাঁচাও — at জঙ্গল।’
ফিলিং - পুরাই মখা হইয়া যাইতেছি।
:
এক কাঠুরিয়া তখন পার্শ্ববর্তী জঙ্গলে কাঠ কাটার পরে বসে ফেসবুকে সময় কাটাচ্ছিলো। কাঠুরিয়া রাখাল বালকের স্টাটাস দেখতেই জঙ্গলে ছুটে গেল। কিন্তু জঙ্গলে গিয়ে তো কাঠুরিয়া অবাক! কোথায় রাখাল? কোথায় বাঘ? কিছুই তো নেই॥ কাঠুরিয়া যখন বিরক্ত হয়ে ফিরে আসছে, তখন দূর থেকে তাকে দেখে,রাখাল স্ট্যাটাস দিল,‘কাঠুরিয়ারে বাঘের কথা কইয়া বেকুব বানাইসি। লোল!
—feeling মাইরালা !’
:
সেই স্ট্যাটাসে অনেক লাইক পড়ল। শেয়ারও করল অনেকে। কাঠুরিয়া খুবই দুঃখ পেল। সে ভাবল, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেবে। কিন্তু পরে মনে হলো,ফাজিল রাখালের জন্য আইডি ডিঅ্যাক্টিভ করার কোনো মানে হয় না। তাই সে রাখালের স্ট্যাটাসের বিরুদ্ধে রিপোর্ট করে দিল।
:
কয়েক দিন পর কাঠ কাটতে গিয়ে আবার নোটিফিকেশন পেল কাঠুরিয়া। রাখাল আবার স্টাটাস দিয়েছে, ‘বাঘ! বাঘ! বাঁচাও, বাঁচাও। —at জঙ্গল।’
এবার আর রাখালের ফাঁদে পা দিল না কাঠুরিয়া। সে রাখালের দেওয়া স্টাটাসে লাইক দিয়ে কমেন্ট করল,‘moja losss??
অনেকেই সেই কমেন্টে লাইক দিল। তবে রাখালকোনো রিপ্লাই দিলনা। কিছুক্ষণ পর.বাঘের স্ট্যাটাসঃ‘খাইতে মজা আছে —eating রাখাল, পুরাই লোল ।’
:
ইন্ডিয়ান সিরিয়াল ( ডিজিটালের প্রেম)
———————
১ম পর্ব : এক ছেলে ও এক মেয়ের দেখা হয়।
.
৮৮ তম পর্ব : তাদের দুজনের বন্ধুত্ব হয়।
.
১৪৪ তম পর্ব : ছেলে : তুমি আমাকে বিয়ে করবে?
.
২৫০ তম পর্ব : মেয়ে : আমায় একটু ভাববার সময় দাও। আমি তোমাকে পরে জানাবো।
.
৩৭১ তম পর্ব : ছেলে : কি ব্যাপার??? আমাদের বিয়ের কোন প্ল্যান ট্যান বানিয়েছ???
.
৫৭৪ তম পর্ব : মেয়ে : আসলে তোমাকে একটা কথা বলার ছিল।
.
৮০৫ তম পর্ব : ছেলে : কি কথা??
.
১০৭৫ তম পর্ব: মেয়ে : আমি আসলে বিবাহিত!!!!!
২| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩
আলোকিত আধারে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, নুর ইসলাম ।
৩| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০২
সুমন কর বলেছেন: হা হা হা
৪| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
কাবিল বলেছেন: ১ ও ৩ নং নতুন লাগল। খুব মজা পেলুম।
৫| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
মিঠু জাকীর বলেছেন: মজা পাইছি .।
৬| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
অন্যসময় ঢাবি বলেছেন: মজা পাইছি
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: াহাহাহাহাহাহাহাহা ডিজিটাল মজা পেলুম ভায়া