নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য

অকল্পনীয় গতিতে কল্পনায় বিচরন

লুবান

শূণ্য

লুবান › বিস্তারিত পোস্টঃ

আরিয়ান

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১

এ ধরনের ছোটখাটো ভুল প্রায়ই করে আরিয়ান।ভীষন গোলাগোলির মধ্যে কোনভাবে পানির ট্যাঙ্কির পিছনে অবস্থান তার।যেকোন মুহূর্তে তার গায়ের উপর গুলি এসে পড়তে পারে পেছন থেকে।ভয়ঙ্কর বিপদের সম্ভাবনায় আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পেছনে ফিরতে লাগলো সে।ট্যাঙ্কি থেকে পড়া ফোটা ফোটা পানিতে মাথা ভেজা।কোনরকমে পোড়াবাড়ির বালির বস্তার পেছনে লুকালো সে।



ভয়ঙ্কর গোলাগোলির মধ্যে মাহিনও অনেকক্ষন ধরে বসে আছে বালির বস্তার পেছনে।হঠাৎ দুইটা গ্রেনেড জানালা দিয়ে দূরে ছুড়ে এসে আরিয়ানের হাতে এমজি ফোরটিন ধরিয়ে দিয়ে সিগারেট ধরালো সে।বালির বস্তার পেছনে সিগারেটের ধোঁয়ায় বিষাক্ত লাগছে আরিয়ানের।চোখ বন্ধ করে বাসা বাড়ির কথা ভাবছিলো সে।ধুমধাম গ্রেনেডের শব্দে চমকে মাথা তুললো।



আরও দুইটারে ফেলসি।দুইজন সৈন্য মেরে বেশ খুশি চোখে মাহিনের দিকে তাকালো সে।আরিয়ানের কথা শুনে অবাক হবার বদলে উলটো বকা খেলো সে।দুইটা গ্রেনেড হাতে ধরিয়ে দিয়ে সটকে পড়লো সে।একা অনুভব করছে আরিয়ান।কিছুক্ষন উদ্দেশ্যবিহীন গোলাগোলি আর কয়েকটা সৈন্য মেরে বালির বস্তার পেছনে লুকালো সে।বাসা বাড়ির কথা ভাবছিলো।



ছোট ভাই এর পড়ার শব্দে ঘুম ভাঙলো আরিয়ানের।বাসাবাড়ির কথা ভাবতে ভাবতেই সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে বাসাবাড়ি হাজির।এক লাফে উঠে পরপর দুই গ্লাস ঠান্ডা পানি গিললো সে।



বেলা শেষে ছাদে বসে একাই ভাবছিলো আরিয়ান।“আমি কেন স্বপ্নেও মারা যাই না?”

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১:০০

যাযাবরমন বলেছেন: হু্ম! অনেকেই স্বপ্নের মধ্যে মারাও যায়। তার পর ঘুম ভাঙ্গলে বুঝতে পারে না, সে জীবিত না মৃত।

২| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪

হাসান মাহবুব বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.