নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামেহায়ার ইন ব্লগের রেজিষ্টার্ড পাগল।

ক্ষেপাইতে চাইলে [email protected] মেইল করেন :)

লুলুপাগলা

তুমি পাগল বল আর যাই বল, তবুও তোমার আমি। তুমি নিঃস্ব হবে, কভূ থেমে গেলে আমার এমন পাগলামী।

লুলুপাগলা › বিস্তারিত পোস্টঃ

কয়েকটা মুভির নাম কি দিতে পারেন? :) (১৮+)

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:১৬



আমার এক দোস্ত কয়েকদিন আগে বিবাহ করিয়াছে, নতুন বউ নিয়া খুবই আনন্দে(!) আছে। আইজ এখানে যায় তো কাইল ওখানে যায়। সকালে চটপটি খায়তো বিকালে চাইনিজ লগে শালা-শালী ফ্রি আর আমরা ছাগণের ৩ নম্বর বাচ্চার লাহান চাইয়া চাইয়া দেখি, আমাগোরে দেওয়াতও দেয়না-দেখাও করে না। ালার আনন্দ দেখলে হিংসায় জ্বইলা-পুইরা মরি কিন্তু চাইয়া চাইয়া দেখা ছাড়া আর কিছু করার নাই। সে মহা ব্যাস্ত লোক তার পরও ২/৩ দিন আগে হঠাত দেখা হইয়া গেল সাথে নতুন বৌ। আলোছনার এক পর্যায়ে সে এক সাইটে ডাইক্যা আইন্যা কইলো অফিস থাইক্যা ১০/১২ দিনের ছুটি নিছি, দোস্ত তুইতো অনেক ইংরেজী ছবি দেখিস, সারাদিন ফ্রি থাকি, ভাল চাইয়া কয়েকটা ইয়ে মানে এক্স-রেটেড ইংরেজী মুভির নাম বলতো, তোর ভাবীরে নিয়া দেখমু। আমিতো পড়লাম মহা ফাপড়ে, ঐ অবস্থায়তো ২/১ ছাড়া কোন নামই মনে মনে পড়তেছেনা, এম্নিতেও আমার মুভির নাম মনে থাকেনা, দেখা গেছে কোন দুস্ত কইলো ওমুক মুভিটা না দেইখা থাকলে দেইখ ভাল লাগবে, নাম শুইন্যা ৯০% ক্ষেত্রেই মনে করতে পারিনা যে এইটা দেখছি কি-না, ফলে আমি মুভি জোগার যখন দেখতে বসি তখন বুঝি যে, এইটা আমার আগেই দেখা । উপায়-অন্ত না পাইয়া দোস্তরে কইলাম দোস্ত আমারে তুমি কালকে পর্যন্ত টাইম দেও আমি মেইল কইরা নামগুলি পাঠাইয়া দিমু। পাঠানোর ডেড লাইনতো পার হইয়া গেছে, সকালে দোস্তের ফোন পাইয়া মনে হইল যে এখনও পাঠাই নাই, বেচারী মনে বড়ই দু:খ পাইছে, শত হলেও নতুন বিবাহ। ভাই, তাড়াতাড়ি আমারে কয়টা মুভির নাম কন, ইজ্জত রক্ষা করি।



মোটামুটি নীচের ছবিগুলার নাম দেওয়ার চিন্তা কর্তেছি:

১। বেসিক ইনসটিংক্ট ১,২ (১ম টার মতো ২য় টা এত ভাল লাগে নাই।)

২। মেলিনা

৩। রিস্কি বিজনেস

৪। ললিতা

৫। দি গার্ল অন নেক্সট ডোর

৬। সেক্স ইজ জিরো ১,২(কোরিয়ান) কমেডী+এক্স রেটেড, খুব মজা পাইছি

৭। ক্রুয়েল ইন্টেনশন ট্রায়োলজি

৮। বিটার মুন

৯। আমেরিকান পাই ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯......... (যতদূর পাওয়া যায়)



কোরিয়ান কিছু চমতকার এক্স-রেটেড কমেডি মুভি আছে সেগুলার নামও মনে নাই।

মন্তব্য ১০৯ টি রেটিং +৬৪/-২৪

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২০

নকীবুল বারী বলেছেন: ভালা মুভি পাঠায় দেন, রুমান্টিক মুভির নাম।

নেটে টপ ১০০ এক্সরেটেড মুভি লিখা সার্চ দ্যান।

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২৫

লুলুপাগলা বলেছেন: আপনি দেখেছেন এবং আপনার কাছে ভাল লেগেছে এমন ছবি দরকার। নেটের টপ ১০০ দিয়া কাম হৈবনা কারণ রেটিং ওলারা পরিচালকের পয়সা খাইয়া রেটিং দেয়।

২| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

ডি এস এন হীরা বলেছেন: লুলু পাগলাকে ব্যান করতে মর্ডারেটর গনের দৃষ্টি আকর্ষন করছি।

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫৫

লুলুপাগলা বলেছেন: ১৬০ বার পঠিত
২৭ টি মন্তব্য
এহনো কিন্তু এটাও মাইনাস পড়ে নাই :)
সব মাছই ইয়ে খায় ঘাউরা মাছের দোষ।

৩| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

উদাসী স্বপ্ন বলেছেন: যৌবনে সবচেয়ে ভালো লাগছে: টারজান আর শেম! বড়ই মজা পাইছি!

ল্যাটিনোগুলান সব গুলাই ফেভারিট আছিলো তয় অখনো চোখে ভাসে পাইরেটস! তবে ভুলেও ওগুলান মুরুব্বী নিয়া দেইখেন না তাইলে মান সম্মান অপমান যাওনের আগে জান যাওনের সম্ভাবনা আছে! এতো হার্ডকোর খুব কম লুক স হ্য করবার পারে।;)

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৬

লুলুপাগলা বলেছেন: কথা ঠিকঐ:)

৪| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

কেল্টূ দা বলেছেন: যাউক এই ফাকে কয়েকটা ভালা ভালা ছিনেমার নাম জানা হইল।

কাইল্কাই ভাড়া লিয়া আসুম

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লুলুপাগলা বলেছেন: আপ্নেতো ব্যাপক চামের লোক আছেন :)

৫| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:২৯

ওমর হাসান আল জাহিদ বলেছেন: হাহাহাহহাহা

১. আনফেইথফুল
২. টি রোমিও এন্ড জুলিয়েট
৩. পয়জন আইভি ১.২,৩

শওকত হোসেন মাসুম ভাইয়ের গরম ছবির একটি পোস্ট আছে। সেটা দেখতে পারেন।

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৯

লুলুপাগলা বলেছেন: ধইন্যাপাতা, দেখতেছি।

৬| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩১

ওমর হাসান আল জাহিদ বলেছেন: হাহাহাহহাহা

১. আনফেইথফুল
২. টি রোমিও এন্ড জুলিয়েট
৩. পয়জন আইভি ১.২,৩

শওকত হোসেন মাসুম ভাইয়ের গরম ছবির একটি পোস্ট আছে। সেটা দেখতে পারেন।

৭| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩২

শয়তান বলেছেন: ৫। দি গার্ল অন নেস্ট ডোর ???

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪০

লুলুপাগলা বলেছেন: আমার কাছেও ছবিটা ভাল লাগছে :)

৮| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৪

লুলুপাগলা বলেছেন: সব মাছই ইয়ে খায় ঘাউরা মাছের দোষ।

৯| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

'লেনিন' বলেছেন:

Sliver (1993)
Directed by Phillip Noyce. With Sharon Stone, William Baldwin, Tom Berenger.

Sliver (1991) is a novel by U.S. author Ira Levin about the mysterious people in a privately owned New York highrise apartment building, ...

১০| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লুথা বলেছেন: প্রিয়তে রাখলাম...দেখি কত এক্স মুভির নাম জানা যায়... হার্ডকোর এক্স দেখতে ভালো লাগে না...আর্টিস্টিক দেখতে মন চায় কিন্তু নাম জানি না

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪২

লুলুপাগলা বলেছেন: আপ্নেওতো ব্যাপক চামের লোক আছেন :)

১১| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৩৯

স.ম. বাবু বলেছেন: http://www.rarbg.com এখানে হাজার হাজার মজার মুভি আছে। বেছে নেন...

১২| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪১

শয়তান বলেছেন: নেক্সট ডোর হৈবেক ।

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪৭

লুলুপাগলা বলেছেন: ধইন্যাপাতা, ঠিক কার হৈছে :)

১৩| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
১. আনবেয়ারেবল লাইটনেস অব বিইং
২. স্লিপিং ডিকশনারি
৩. ড্রিমার
৪. ম্যাড লাভ
৫. হেড অব দ্য ক্লাউড
৬. আনফেইথফুল
৭. ব্রিজ অন দ্য রিভার
৮. আন্ডার গ্রাউন্ড
৯. সোলেমন এন্ড গেইনর
০. ফ্রিদা

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫০

লুলুপাগলা বলেছেন: ড্রিমারটাতো মনে হয় একটা বাচ্চা আর ঘোড়ার রেস নিয়া কাহীনি, এইখানে কেমতে কি?:(

১৪| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪৬

অলস ছেলে বলেছেন: ইয়ং পিপল ফাকিং। তওবা তওবা।

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫২

লুলুপাগলা বলেছেন: বুড়া-বুড়ি হৈলে কি মারহাবা মারহাবা ? :)

১৫| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৪৯

অদ্রোহ বলেছেন: ইংরাজী ক্যান,বাংলা দেখতে কন,বহুত খুবসুরত ম্যুভি আছে;)

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫৯

লুলুপাগলা বলেছেন: আপ্নের বুদ্ধি আগে যে নিছে সে লুলা হৈয়া ফার্মগেটে ভিক্ষা কর্তেছে, আর আগামীতে যে নিবে সে থালা-বাটি রেডি কর্তেছে।:)

১৬| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫২

আকাশ_পাগলা বলেছেন: বেচারী মনে বড়ই দু:খ পাইছে ???????????


কী দিন আইলো !!!!!!


আনফেইথফুল দেখতে দিয়েন না ভুলেও। অবিশ্বাস ঢুইকা যাইব। এইটা হিন্দী মারডার ছবির মেইন কপি।

আমেরিকান পাই চরম। কিন্তু, ফ্রেন্ডদের নিয়ে। বউ স্বামী দেখলে মাথায় কু চিন্তা ঢুকতে পারে।

অরিজিনাল সিন দেখায়া দেন। এইটাই বউ স্বামীর জন্য ভাল। শেষ মেষ মিল হয়।

১৪ ই জুন, ২০০৯ রাত ১:০০

লুলুপাগলা বলেছেন: হুম, চিন্তার বিষয় :(

১৭| ১৪ ই জুন, ২০০৯ রাত ১২:৫৪

'লেনিন' বলেছেন:

১৮| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:০০

শয়তান বলেছেন: Click This Link

১৪ ই জুন, ২০০৯ রাত ১:০২

লুলুপাগলা বলেছেন: থ্যাংকু :)

১৯| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:০২

'লেনিন' বলেছেন: ৯নং কমেন্টের কারেক্শন:

২০| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:০৬

'লেনিন' বলেছেন: ৯নং এর কারেকশন।

২১| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:২৬

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনি কি মনে করছেন জগতে ড্রিমার একপিস? এই ফ্রান্সের মুভি।

১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪২

লুলুপাগলা বলেছেন: ওক্কে, বুঝলাম :)

২২| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:২৭

আলঝেইমার ক্রিস্টোসান বলেছেন: ভাই, মেলিনা ছবিটারে এই লিস্টে ঢুকাইয়া ছবিটারে অপমান কইরেন না।

একটা নাম মনে পড়ছে, paprika
পরে আরও দিমুনে।

১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪৪

লুলুপাগলা বলেছেন: তাইলে? :(

২৩| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:৩৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ইটালিয়ান ডাইরেক্টর Tinto Brass এর লিংক দিলাম;

http://www.us.imdb.com/name/nm0000972

এর মধ্যে Monamour, Senso '45 aka Black Angel, Fermo posta Tinto Brass aka P.O. Box Tinto Brass, Così fan tutte aka All Ladies Do It সবচেয়ে বেশী ভাল লাগছে..... ;)


১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪৬

লুলুপাগলা বলেছেন: ধইন্যাপাতা :)

২৪| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪০

ট্র্যানজিস্টার বলেছেন: ডোমেইন নেইম সার্ভার গিরগিরাকে একটা মাইনাস দিয়ে আপনার পোস্টে এলাম। আপনাকে একটা প্লাস দিয়ে যাচ্ছি।

১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪৭

লুলুপাগলা বলেছেন: ধন্যবাদ,
আমিতো হা হা চে থে প গে :) :)

২৫| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:৪৯

ট্র্যানজিস্টার বলেছেন: মজাও পায়, টানও লাগে... বুঝেনই তো ফলাফল কী

১৪ ই জুন, ২০০৯ রাত ২:৩৬

লুলুপাগলা বলেছেন: হ, তোমরা কি দেখ? এইটা আমরা জিগাইলেই দোষ।:(

২৬| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:৫৪

শয়তান বলেছেন: Click This Link

Click This Link

১৪ ই জুন, ২০০৯ রাত ২:৪১

লুলুপাগলা বলেছেন: থ্যাংকু :)

২৭| ১৪ ই জুন, ২০০৯ ভোর ৪:২৯

কেল্টূ দা বলেছেন: ঘুমাইতে গেলাম, মুয়াজ্জিনে তলব করছে ?

১৪ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৩

লুলুপাগলা বলেছেন: হ, আমিও যামু।

২৮| ১৪ ই জুন, ২০০৯ ভোর ৪:৫৩

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভালই অইল, আর ১০ দিন পর পরীখা শেষ ,এর পর ....বুইজা লন

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪০

লুলুপাগলা বলেছেন: বুঝছি :)

২৯| ১৪ ই জুন, ২০০৯ সকাল ১০:৩১

মনুমনু বলেছেন: মামা আমারে টারজান জেন এর মুভিটার লিনক দেন, যত বছর লাগে ডাউনলোড করতে আমি করুম।

৩০| ১৪ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৮

অরণ্যচারী বলেছেন: ট্র্যানজিস্টার বলেছেন: ডোমেইন নেইম সার্ভার গিরগিরাকে একটা মাইনাস দিয়ে আপনার পোস্টে এলাম। আপনাকে একটা প্লাস দিয়ে যাচ্ছি।

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪২

লুলুপাগলা বলেছেন: কারবার দেইখ্যাতো হা হা প গে :)

৩১| ১৪ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৬

মাজেদুল ইসলাম বলেছেন: 1.Original Sin (Angelina Joli),2.The Dreamers (Eva Green),The Reader (Kate Winslate)

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৩

লুলুপাগলা বলেছেন: থ্যাংকু :)

৩২| ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:১৬

কাঙাল মামা বলেছেন: ২ ঘন্টা ধরে একটা মুভি দেখে সেখানে ১০/১৫ মিনিটের সেক্স সিন ধুইয়া কি পানি খাবেন? একবারে খাড়া পর্ন দেখেন, তয় হার্ডকোর না। কাহিনিওয়ালা, একটু রোমান্টিক ধাচের।

নাম ধরে মুভি না দিয়ে বলেন যে ডিভিডির দোকানে গিয়া ভাড়া নিতে। দরকার হইলে সে বৌয়ের আগে বাসায় চেক কইরা দেখবো জিনিস ভালা নাকি। ভালা হইলে দুইডা মিল্লা একলগে দেখবো

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৫

লুলুপাগলা বলেছেন: দোকানদাররাতো মুখস্ত দিব, ভাল হৈতে পারে আবার নাও হৈতে পারে :)

৩৩| ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:০৭

তায়েফ আহমাদ বলেছেন: অনেক কিছু ঝানিতে পারিলাম!
জীবনে অনেক কিছু মিস করছি রে!..................
আর না......

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:২৯

লুলুপাগলা বলেছেন: কছকিরে মুমিন?
জীবনে এত্তকিছু মিস কর্লেন কেমতে? :)

৩৪| ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:২৪

যীশূ বলেছেন: পোস্টটা সংগ্রহে রাখলাম। পরে দেইখা নিমুনে। ;)

১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৩

লুলুপাগলা বলেছেন: ওক্কে :)

৩৫| ১৪ ই জুন, ২০০৯ দুপুর ১:২৮

শয়তান বলেছেন: ছি ছি । ভর দুপুরে ইসব কি ;)

১৪ ই জুন, ২০০৯ দুপুর ২:৪১

লুলুপাগলা বলেছেন: কোন আইনে কি আছে যে, দিনের আলোতে ইসব বলা যাইবন না? :)

৩৬| ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আপনে Intimacy ছবিটা দেইখেন। এটা ২০০২ বার্লিন চলচত্রি উৎসবে সর্বশ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছিল....... :)

১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লুলুপাগলা বলেছেন: ধইন্যাপাতা, খোঁজ লাগাইলাম :)

৩৭| ১৭ ই জুন, ২০০৯ রাত ৯:২২

জটিল বলেছেন: ধুর মিয়া , ডিজিটাল প্লে গ্রাউন্ড এর প্রায় সব পর্ণ ক্লাসিক ,
নেট থাইকা নামায় লইতে কইয়েন , মিউজিক , এ্যাক্টিং সব মিলায়ে ।
অতীত কালে যখন দেখতাম তখন ভালা লাগত ।
আর অন্যান্য মুভির নাম লিস্ট থাইকা বাদ দেন ।

১৭ ই জুন, ২০০৯ রাত ১০:৫০

লুলুপাগলা বলেছেন: বাদ দিমু ক্যান? আপ্নেরগুলিও দেখমু :)

৩৮| ১৭ ই জুন, ২০০৯ রাত ৯:৪২

অন্যরকম বলেছেন: হুমম...... নিকোল কিডম্যানের একটা রেটেড ডকু দেখেছিলাম! পুরা সেইরকম! উফ! প্রায় ৪৫ মিনিটের!

হার্ডডিস্ক ক্রাশ করার পর সব শেষ! :(

১৭ ই জুন, ২০০৯ রাত ১০:৫৬

লুলুপাগলা বলেছেন: ইশশিরে, এইটা কি শুনাইলেন?:(

৩৯| ১৭ ই জুন, ২০০৯ রাত ১১:০৯

চরণ দাস বলেছেন: হাহা! আম্রা সবাই সাধু আমাদের এই সামুর রাজত্বে।

দেকতে হলে পড়তে হবে ( ফর সুড়সুড়ি-টাইপ বই অর্থাত ইংলিশে যারে কয় ইরুটিকা ) -

http://www.filmsite.org/sexinfilms55.html

আর যদি অন্য কিসুর মতলব থাকে তাইলে ত পিলান অব একশন জটিলদাদা আগেই কয়া দিসে।

আরেকটা বইয়ের নাম আমারে হাজার ডলার দিলেও কমু না। ঐটা ইভেন ইরুটিকাও নয় কিন্তু দেখনের মাচুরিটি সবার থাকে না। ;)

১৯ শে জুন, ২০০৯ রাত ১:০১

লুলুপাগলা বলেছেন: না কৈলে কিন্তু আমি দেখুম না।:(

৪০| ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১২

কানা বাবা বলেছেন:
ক্যালিগুলার কতা কেউ কয়না ক্যান্? ইটাক্ তু কওন্ জরূর্...

১৯ শে জুন, ২০০৯ রাত ১:০৩

লুলুপাগলা বলেছেন: আমিও চিন্তা করি এইটা কেম্তে বাদ পড়লো? :(

৪১| ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১১

ভাইরাস! বলেছেন: :)

২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩২

লুলুপাগলা বলেছেন: ভাইরাস! ওরে বাবারে............:)

৪২| ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪০

তামিম ইরফান বলেছেন: jandara

২১ শে জুন, ২০০৯ সকাল ১০:০৮

লুলুপাগলা বলেছেন: ১ও২ দুটুই দেখেছি। মোটামুটি ভাল লেগেছে, ধন্যবাদ :)

৪৩| ২০ শে জুন, ২০০৯ রাত ১০:০২

শূন্য আরণ্যক বলেছেন: অরণ্যচারী বলেছেন: ট্র্যানজিস্টার বলেছেন: ডোমেইন নেইম সার্ভার গিরগিরাকে একটা মাইনাস দিয়ে আপনার পোস্টে এলাম। আপনাকে একটা প্লাস দিয়ে যাচ্ছি।


নাইন এন্ড ১/২ উইকস

http://www.imdb.com/title/tt0091635/

মাষ্ট সি ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

রোমান্টিক পর্ণ আছে অনেকই -- আপাতত মনে আইতাসে না । এইসব ডাউনলোড + দেখা + ডিলিটের চক্করে থাকে তাই নাম মনে থাকে না ।

টিন্টো ব্রাসের নাম নিলো দেখলাম মানুষ -- খুব কিংকি জিনিষ ।
হার্ট শক্ত না হইলে দেখা উচিত না । বন্ধুর বউ এমন আবজাব ছবি দেখলে ঝাড়ু বাড়ি দিতে পারে ।
;)

২১ শে জুন, ২০০৯ সকাল ১০:১০

লুলুপাগলা বলেছেন: ছবিটা দেখা হয়নি, দেখব।

বন্ধুরে কি সব নাম সাপ্লাই দেয়া যাবে? সর্টিং করতে হবে না?:)

৪৪| ২৬ শে জুন, ২০০৯ রাত ১১:১৬

সাগর ঢাকা বলেছেন: মেলা ধন্যবাদ! প্রিয়তে!

৪৫| ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৪

পান্থ বিহোস বলেছেন: অরিজিনাল সিন আমার কাছে খুব ভালো লেগেছে...

৪৬| ১০ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৫

কুঁড়ের বাদশা বলেছেন: ডাউনলোডের লিংক তো কেউ দিলেন না :(:(

৪৭| ২২ শে মার্চ, ২০১০ রাত ১:০৯

অদ্ভুত বলেছেন: নাম দিছে এইটাই কম কিসে। টরেন্টে মারো সার্চ...

৪৮| ১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২২

সর্বদাবেলায়েত বলেছেন: ইন্টিম্যাসি (মাস্ট সী), ওয়াই তু মামা তামবিয়েন (আর্জন্টাইন মুভি-চরম), দ্য পোস্টম্যান অলওয়েজ রিং টোয়াইস (জ্যাক নিকলসন-ব্যাপক), আইস ওয়াইড শাট (নিকোল কিডম্যান, টম ক্রুজ, স্ট্যানলি কুবরিক -অদ্ভুত চমৎকার কাহিনী), মিরান্ডা, মনমৌর, করতো সারকুইটি এরোটিকি (তিনটাই টিন্টো-স্যাটিসফেকশন গ্যারান্টীড)। আরো আছে, ক্যান যে নাম মনে আসতেসে না, ধুর!

৪৯| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৮

েভােরর স্বপ্‌ন বলেছেন: Kill me softly দেখতে পারেন।

৫০| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১০

েভােরর স্বপ্‌ন বলেছেন: Kill me softly দেখতে পারেন।

৫১| ১৮ ই জুন, ২০১০ সকাল ১০:৪৫

মএসএইসভূইয়া বলেছেন: koto koto chobi!!!!!!!

৫২| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০০

একজন আমি বলেছেন: মনুমনু বলেছেন: মামা আমারে টারজান জেন এর মুভিটার লিনক দেন, যত বছর লাগে ডাউনলোড করতে আমি করুম।

২৯ শে জুলাই, ২০১০ সকাল ১০:০২

লুলুপাগলা বলেছেন: কই থাকেন? ঢাকা বা তার আশে-পাশে থাকলে পেন ড্রাইভ লইয়া আইসেন, দিমুনে :)

৫৩| ১৪ ই জুলাই, ২০১০ সকাল ৯:৫৮

মনিরুল. হক. ফিরোজ বলেছেন: প্রিয়তে রাখলাম...পরে কামে লাগবো...:-P :-P :-P

৫৪| ১৯ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫৯

িরয়াজ উিদ্দন বলেছেন: direct priyote....

৫৫| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৯:৫৭

নিশম বলেছেন: naughtyamaerica.com এর উপর পর্ন আসে নাকি !!!!! যেই ক্যাটাগরী দরকার সবই আছে ! তার উপর আবার কাহিনি বেইজড !!

১৮ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৫

লুলুপাগলা বলেছেন: এক্টু বেশী হয়ে গেল-না?

৫৬| ০৯ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৩

বাতিল প্রতিভা বলেছেন: turkish delight

দেখলাম সেদিন......। এত ভালো লাগছে.............।

৫৭| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

রাজিববাবা বলেছেন: 9 song

৫৮| ০৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:০৮

মুভি পাগল বলেছেন: এগুলা কি নাকেদ মুভি?

৫৯| ২৯ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০

শামীম হাদী বলেছেন: one night in Paris কেউ দেখেছেন??? নামটার একটা মাজেজা আছে

৬০| ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৯

মগজ ধোলাই বলেছেন: //www.imdb.com ekhan theke movie ki kore load kore?????

৬১| ০২ রা জুন, ২০১১ সকাল ৮:৪০

১১স্টার বলেছেন: পোস্টা তো আমারই কামে লাগব।

৬২| ০৪ ঠা জুন, ২০১১ বিকাল ৫:৫৭

ফারহান আহমেদ বলেছেন: জীবনে অনেক কিছু মিস করছি রে!.................


পোলাপান কত কি দ্যাখছে আমি :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৬৩| ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০১

নিশি কথক বলেছেন: দেখুন

৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৪

লুলুপাগলা বলেছেন: ধন্যবাদ :)

৬৪| ১৩ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৪

কথা সত্য বলেছেন: Gandu (the Loser) (Bengali Adult Movie)

৬৫| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০১

সোহেল সি এস ই বলেছেন: ++++++

৬৬| ৩০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

মৃচমচি বলেছেন: Gandu (the looser)

৬৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৫

yeahiabhuiyan বলেছেন: khaise

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৯

লুলুপাগলা বলেছেন: কি খাইছে ???

৬৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:১৪

kothamala বলেছেন: Click This Link

৬৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: এই পোস্টে ৯০০০++ হিট ??? !!!!!


ক্যাম্নে কি? B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.