![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লজ্জাহীন স্বপ্ন
স্বপ্নগুলো রঙ্গিন থেকে হয়ে যায় ধুসর,
ধুসর থেকে ফিকে,
ফিকে থেকে একেবারে নিশ্চিহ্ন ।
মুছে যাওয়া স্বপ্নগুলো দরজায় কড়া নাড়ে বারবার,
ফিরে আসতে চাই ভীষন আবেগে ।
আমি দরজায় খিল এটে স্তব্ধ হয়ে বসে থাকি,
স্বপ্ন শব্দ করে বলে আমাকে আজল ভরে গ্রহন করো।
আমি নিরুপায় হয়ে মুঠো মুঠো স্বপ্ন তুলি।
ছড়াতে থাকি আকাশে আকাশে, বাতাসে বাতাসে।
লজ্জাহীন স্বপ্ন গুলো আবার মেঘের ভেলায় চড়ে রঙ্গিন হয়।
আবার ধুসর হয়
আবার ফিকে হয়
আবার মুছে যায় ।
লজ্জাহীন স্বপ্ন আমার।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২১
মাধুকরী মৃণ্ময় বলেছেন: কেউ বলেনি আমার কবিতা সুন্দর। বলবে কি করে, কেউ তো জানেই না আমি কবিতা লিখি। ধন্যবাদ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ক্লে ডল বলেছেন: ভাল লাগল।
২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৪
মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমারও ভালো লাগলো ।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৭
রক্তিম দিগন্ত বলেছেন:
লজ্জাহীন স্বপ্ন গুলো আবার মেঘের ভেলায় চড়ে রঙ্গিন হয়।
আবার ধুসর হয়
আবার ফিকে হয়
আবার মুছে যায় ।
লজ্জাহীন স্বপ্ন আমার।
লজ্জাহীন স্বপ্ন মনে হয় এমনই। কবিতায় ভাল লাগা।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৬
মাধুকরী মৃণ্ময় বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত। আপনার দিগন্ত রক্তিম হয়েছে কি লজ্জাহীন স্বপ্নে?
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতার নামকরণ যেমন সুন্দর হয়েছে -- ঠিক তেমনি সুন্দর হয়েছে কবিতাটি --- দারুন