নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আসলে বুঝতে পারছি না আমি কে বা কি ?

মাধুকরী মৃণ্ময়

কিংকর্তব্যবিমুড়

মাধুকরী মৃণ্ময় › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও তাহার ইতিহাস

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৮


শানে নুযুলঃ আমার বিশ্বাস যারা কবিতা লেখে তাদের প্রত্যেক লেখার পেছনে একটা করে নাতিদ্বীর্ঘ ইতিহাস থাকে । সেই ইতিহাস অস্ল কিংবা মধুর । আমার মতো যার কাক কবি তাদের ইতিহাস তো আরো ভয়াবহ। প্রেমে স্যাকা খেয়েছি কিংবা প্রেমিকা রাস্তা দিয়ে পড়তে যাবার সময় আমার দিকে তাকায় নাই। বাড়ি ফিরে দরজাবন্ধ করে দ্বীর্ঘস্বাসের সহিত লিখে ফেললাম একটা কবিতা। তারপর বছরের পর বছর সেই কবিতা পড়ে থাকলো ড্রয়ারে । তারপর একদিন ড্রয়ার পরিস্কার করতে গিয়ে দেখা গেল কবিতাটি তেলোপোকা পছন্দ করে অর্ধেক খেয়ে ফেলেছে। আমি যখন এই কবিতাটি লিখেছিলাম আমার যতদুর মনে পড়ে আমি কৈশোর পার করেছি। জীবনে আমার কিছুই ভালো লাগে না, রাতে ঘুম আসে না বিনা কারনে। বিশ্বসংসার বিবর্ন মনে হয় কোন কারন ছাড়ায়।




লজ্জাহীন স্বপ্ন (দ্বিতীয় পর্ব)

সকাল হলে স্বপ্নগুলো ঘুমিয়ে যায় লক্ষী ছেলের মতো।
স্বপ্নের মিহি সুতা আর আমার বিষন্ন দিন একাকার হয়ে যায়।
সুর্য যখন লাল বলের মতো পুব আকাশে উকি মারে
তখন আমি নতুন দিনের ভার বয়বার ভয়ে থাকি।

মন ভালো করা আলো আমাকে অন্ধকারকে ভয় পাওয়াতে শেখায়।
অলস সময়ের অভিসাপ আমাকে কুড়ে কুড়ে খায় অবিরাম।
ব্যার্থ সময় এক ঝুড়ি কষ্ট ফেলে চলার পথের বাকে।
চলার পথ দিনের পর দিন দুর্গম হয়ে যায় পাহাড়ি রাস্তার মতো ।
স্বপ্নগুলো মুখ থুবড়িয়ে পড়ে আমার জীবন পথের অলিতে গলিতে।

প্রতিরাতে আমি দেখি অসংখ্য সুখ স্বপ্ন,
আর প্রতিটা দিন ঝলশিয়ে দেয় আমার স্বপ্নের মিহি শরির।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন:
সব লেখার পেছনেই কোন না কোন গল্প থাকে।

যেমন আপনারটায় বিষণ্ণতা।

ভাল ফুঁটিয়েছেন। মায়া মায়া ভাবে বিষণ্ণতা।

২| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

মাধুকরী মৃণ্ময় বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.